![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(১)
কিছু অভিমান জমে মেঘ হয়
কিছু মেঘ জমে বৃষ্টি
কিছু আশা জমে দুখ হয়
কিছু সুখ জমে সৃষ্টি!
(২)
খোঁপা ঝুলে পড়ার ভয়ে
অনেকেই পার্লারে যায়
চুলন-চর্চা আমাদের
উকুন হয়ে খাচ্ছে।
(৩)
সব বুদবুদ ঢেউ হয় না
কেউ কেউ মানুষ হয়
সবাই অমানুষ হয় না।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪১
তুষার আহাসান বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩১
আিলমুল বলেছেন: দারুণ ।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪
তুষার আহাসান বলেছেন: ধন্যবাদ আলিমুল ভাই।
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫০
দেবজ্যোতিকাজল বলেছেন:
সময় থাকলে ঘুড়ে এসো-
http://www.somewhereinblog.net/blog/debajyotikajal/30091493
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৪
তুষার আহাসান বলেছেন: যাব
৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
মাকড়সাঁ বলেছেন: বাহ চমৎকার লিখেছেন।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৬
তুষার আহাসান বলেছেন: দেবজ্যোতিকাজল বলেছেন: ভাই এলোপাথারি কবিতা হয়ে গেছে ।
আপনি বলছেন চমৎকার!
ধন্যবাদ ভাই।
৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৪
রক্তিম দিগন্ত বলেছেন: তিন নংটা অতটা পরিপূর্ণ হয়নি। বাকিগুলো বেশ ভালোই তো!
অনু কাব্য থেকে ন্যানো কাব্য মনে হয়েছে আমার।
০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৩
তুষার আহাসান বলেছেন: "ন্যানো কাব্য "!!!!!!!
বুঝিয়ে বলুন ভাই।
৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৬
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। শুভ প্রত্যাবর্তন।
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০১
তুষার আহাসান বলেছেন: ধন্যবাদ হামা ভাই,
অনেক দিন কোন পোস্ট দিতে পারিনি।
ভাল থাকবেন সব সময়।
৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৯
কামরুন নাহার বীথি বলেছেন: সবগুলোই ভাল লেগেছে!! অনেক অনেক শুভেচ্ছা !
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৩
তুষার আহাসান বলেছেন: আপনি বোধকরি প্রথম এলেন আমার পাতায়,স্বাগতম!!!!!!!!!!!!!
ধন্যবাদ
অনেক দিন কোন পোস্ট দিতে পারিনি।
ভাল থাকবেন সব সময়।
৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৫
তুষার কাব্য বলেছেন: চমৎকার ! ভাললাগা একরাশ ।
১৬ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৩৬
তুষার আহাসান বলেছেন: অশেষ ধন্যবাদ কাব্য-ভাই,ভাল থাকবেন সবসময়।
৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৩
নেক্সাস বলেছেন: ভাই মেলা মেলা দিন পর আপনাকে দেখলাম। অনু কবিতা দারুন লেগেছে
১৬ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৩৯
তুষার আহাসান বলেছেন: অশেষ ধন্যবাদ নেক্সাস-ভাই,
কয়েকদিন ব্যস্ত ছিলাম,এখন ভাইরাসে জ্বালায়।
ভাল থাকবেন সবসময়।
১০| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩১
তিমিরবিলাসী বলেছেন: প্রথমটা বেশি ভাল লেগেছে। মাঝখানেরটা একটু ও নয়।
১৬ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৪০
তুষার আহাসান বলেছেন: অশেষ ধন্যবাদ তিমির বিলাসী-ভাই,
দেখি মাঝেরটা বদলাতে পারি কিনা।
ভাল থাকবেন সবসময়।
১১| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৭
অন্ধবিন্দু বলেছেন:
জনাব আহাসান, আছেন কেমন ? অনেকদিন বাদে দেখলুম। কিছু সুখ জমে সৃষ্টি! বাহ্ ! কথাটা মনে ধরেছে।
১৬ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৪২
তুষার আহাসান বলেছেন: অশেষ ধন্যবাদ অন্ধবিন্দু-ভাই,
আপনাদের ভাল লাগা আামার পাথেয়।
ভাল থাকবেন সবসময়।
১২| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৬
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছ
১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০১
তুষার আহাসান বলেছেন: আপনিই তো এটা পড়ে বলেছিলেন,এলোপাথারি' এখন আবার বলছেন ভাল,কেন ভাই?
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২০
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাই এলোপাথারি কবিতা হয়ে গেছে । যত্নবান হও