![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমিই আগামী
আঁখি মোর ফাঁকি নয়
যে –কারণে মোটা হয়
বিস্ময়,বিস্ময়।
মাথা বুঝি তালগোল
গাল ফুলে হয় ঢোল
সরু মুখে সেলফি
তন্ময়,তন্ময়।
আগামীর বীজ আমি
যা বুঝি,তা-ই জানি
থুতুনিতে ভিক্টোরী আঁকা।
থিতু হয়ে চলমান
আমি বড় বলবান
স্বপ্নে মেলে দিই পাখা।
খ্যাতি
খ্যাতি পেলেই সে নদী হয়ে যায়
অখ্যাতরা নালা,
স্তুতির পারিতোষিক
বন্দনার সান্মানিক,
অধ্যাবসায়
স্রোত গিলে খায়,
ঢেউয়ের বিষম জ্বালা।
*
টাকা
টাকা ছিল বুক-পকেটে,পয়সা ছিল পারসে
ফাঁকা বুকে বুঝতে পারি জীবন কত পানসে।
মেয়ে বলে, দাও টাকা দাও,টিউশন-ফি বাকী
বউ বলে,হাট-বাজারে দিচ্ছো বড়ই ফাঁকি
পাওনাদার সাতপাক দেয়,টাকা ছাড়া নড়বো না
দেনাদার চেনেই নাকো,মনে ভাবে মরবো না।
আমার টাকা,টাকার আমি,টাকাই করে মাটি
হিসেব কষে বেশ বুঝেছি,টাকা শুধুই খাঁটি।
*
কয়েকটি ছ-শব্দী
১)গাড়ি
নেতার ছেলে চড়ে,সেনা চাপা পড়ে।
২)এখন
মানবতার বার্তাবহ সভ্যতা নিজেই ধর্ষিত হয় ।
৩)সাফল্য
সফল ভাষণ দেয়,অসফল বার্তা নেয়।
৪) গোঁজামিল
কানে পেনসিল গুঁজলেই কিছু সুর বাজে।
৫)বইমেলা
বেচার সুখ,কেনার সুখ,বেচারা নোটবুক।
৬)খিড়কি দরোজা
গলিপথে মলিন হয় বিশ্বাসের কুলিন পা।
*
৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৯
তুষার আহাসান বলেছেন: অশেষ ধন্যবাদ ও শুভ কামনা পথিক ভাই।
২| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১০
মুহাম্মাদ আল আমিন উজানি বলেছেন: খুব ভালো লাগলো । শুভ কামনা রইলো ।
৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৪
তুষার আহাসান বলেছেন: অশেষ ধন্যবাদ ও শুভ কামনা উজানি ভাই।
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১১
আরণ্যক রাখাল বলেছেন: টাকা আর খ্যাতি ভাল লেগেছে বেশ।
কিছু টাইপো আছে, ঠিক করে নিন।
৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৬
তুষার আহাসান বলেছেন: অশেষ ধন্যবাদ ও শুভ কামনা আরণ্যক ভাই।
আমার বেশ কয়েকটি গল্পে আপনার কমেন্ট পাইনি।
৪| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫০
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছ
৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৭
তুষার আহাসান বলেছেন: অশেষ ধন্যবাদ ও শুভ কামনা ।
৫| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫০
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছ
৬| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩২
আহমেদ জী এস বলেছেন: তুষার আহাসান ,
মন্দ নয় পাঁচমিশেলীটি
টাকাই শুধু খাঁটি।
খ্যাতির জালা
বইমেলা ।
৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৮
তুষার আহাসান বলেছেন: অশেষ ধন্যবাদ ও শুভ কামনা ভাই।
৭| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৪
আহমেদ জী এস বলেছেন: তুষার আহাসান ,
দুঃখিত , টাইপোটা সেরে দিচ্ছি ---
খ্যাতির জ্বালা
৮| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৫
ধমনী বলেছেন: ছ-শব্দীর আইডিয়াটা ভালো লেগেছে।
৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৯
তুষার আহাসান বলেছেন: জেনে ভাল লাগল।
অশেষ ধন্যবাদ ও শুভ কামনা ধমনী ভাই।
৯| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৬
বিজন রয় বলেছেন: ভাল লাগল।
৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪০
তুষার আহাসান বলেছেন: অশেষ ধন্যবাদ ও শুভ কামনা বিজন ভাই।
১০| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৪
হাসান মাহবুব বলেছেন: বেশ বেশ বেশ ভালো!
৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪১
তুষার আহাসান বলেছেন: অশেষ ধন্যবাদ ও শুভ কামনা হামা ভাই।
১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫৯
পথে-ঘাটে বলেছেন: ছন্দে ছন্দে দুলি আনন্দে........
একরাশ ভাললাগা
০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫০
তুষার আহাসান বলেছেন: অশেষ ধন্যবাদ ও শুভ কামনা পথে-ঘাটে ভাই।
১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ভাল লাগল।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫১
তুষার আহাসান বলেছেন: অশেষ ধন্যবাদ ও শুভ কামনা আজাদ ভাই।
১৩| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩১
ফারিহা নোভা বলেছেন: খুবই ভাল লাগল আপনার লেখার ধরণটি।
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৭
তুষার আহাসান বলেছেন: আপনি পড়েছেন,ভাল লেগেছে,জেনে ভাল লাগল।ধন্যবাদ।আবার আসবেন।
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৩
কল্লোল পথিক বলেছেন: চমৎকার হয়েছে।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।