নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পদসঞ্চার

তুষার আহাসান

ফেসবুকে পদসঞ্চার নামে দুটি গ্রুপ চালাই। সম্পাদক পদসঞ্চার পত্রিকা ও ব্লগজিন।

তুষার আহাসান › বিস্তারিত পোস্টঃ

একগুচ্ছ অনু

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০০


*
নাচনি বলে ভ্রুকুটি
ছন্দেনটী আলোয় ফুটি।
*

অবসরে মা-জননী
সেলাই করে কাঁথা,

মালা গাঁথে ফুলসখীরা
কবিসখা লেখে গাঁথা।
*
জীবনের ছন্দ সময়-নুপুরে,ঠিকঠাক বাজে কর্মের সুরে।
*
ধানের শীষে শিশির
ছায়াশরীর,মায়াতিমির।
*
আকাশে জাহাজ দ্যাখো
উড়ে কত উঁচুতে,
স্বপ্নকে ছুঁড়ে দাও
যদি পারো তা ছুঁ’তে।“
*
আকাশ ছুঁই,থাকলে তুই
*
মেতেছি আজ খুশির ঈদে
কাল মাতবো পুজায়,
সম্প্রীতির আবাহন
মিলনমন্ত্র খোঁজায়।
*
হারিয়ে গেছে রুপকথা
হারিয়ে যাচ্ছে গল্প,
সময় এখন মাফিয়াদের
কাকে কি আর বলবো।
*
গাছ কাটি,নিজেরাই মাটি।
*
সবুজেই সব আলো,বোঝে কি অবুঝে?

*


মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


দারুণ!!

আপনার শেষলাইনটি অবুঝেরা হয়তো বুঝে, কিন্তু বোদ্ধারাই আজ আর বুঝতে চাইছেন না।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৯

তুষার আহাসান বলেছেন: অশেষ ভাল লাগা মইনুল ভাই।ভাল থাকবেন।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

হাসান মাহবুব বলেছেন: হালকা ছন্দের ভেতর বেশ গভীর কিছু কথাও লিখেছেন। ভালো লাগলো।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৪

তুষার আহাসান বলেছেন: ভাল লাগা হামা ভাই।ঈদ মোবারক।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৮

আরণ্যক রাখাল বলেছেন: একটাও ঠিক মন মতো হলো না যেন!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৪

তুষার আহাসান বলেছেন: এ গুলো আমার ফেসবুকে করা কমেন্ট,তাতে একটু ছন্দ-গন্ধ দিয়ে ফুল ফোটানোর প্রয়াস মাত্র।শুভ কামনা।

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৩

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাললেগেছে

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৫

তুষার আহাসান বলেছেন: অশেষ ভাল লাগা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.