নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পদসঞ্চার

তুষার আহাসান

ফেসবুকে পদসঞ্চার নামে দুটি গ্রুপ চালাই। সম্পাদক পদসঞ্চার পত্রিকা ও ব্লগজিন।

তুষার আহাসান › বিস্তারিত পোস্টঃ

অনু গল্প: খেলাঘর

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪



আমরা চার বন্ধু মিলে একটা ঘর তৈরী করেছিলাম।
খেলাঘর।

নাম দিয়েছিলাম,খোলাঘর।
ঘরটার মাথায় কোন ছাউনি ছিল না।
কত পাখি এসে গান শুনিয়ে যেত।
মুগ্ধতার অবসর।


ঘর থেকেই আমরা আকাশ দেখতে পেতাম।কত সুন্দর।
একদিন দেখি জাহাজ।


উড়ে গেল।
আমাদের চারজনের কপালেই পড়ল কিছু একটা।
জাহাজের নয়,নিশ্চয় পাখির পুরীষ।


আকাশচারীর এহেন আচরণে,আমরা ঘরের ছাউনি দিলাম।
ফাঁকা আকাশ যেমন দেখতে পাব না,আকাশচারীর পুরীষও না।
খোলাঘর আবার খেলাঘর।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৭

চাঁদগাজী বলেছেন:




আপনাকে হরিণের মতো দেখাচ্ছে কেন?

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩১

তুষার আহাসান বলেছেন: যে কারণে আপনি ট্রাকটর হয়েছেন।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৩

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৩

তুষার আহাসান বলেছেন: আরণ্যক সুন্দর বলা মানে আমার শ্রম সার্থক।শুভ কামনা ভাই।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৭

হাসান মাহবুব বলেছেন: এভাবেই ঘর গুলো সব বাড়ি হয়ে যায়।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৫

তুষার আহাসান বলেছেন: হুম,হামা ভাই,ঠিক তাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.