নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পদসঞ্চার

তুষার আহাসান

ফেসবুকে পদসঞ্চার নামে দুটি গ্রুপ চালাই। সম্পাদক পদসঞ্চার পত্রিকা ও ব্লগজিন।

তুষার আহাসান › বিস্তারিত পোস্টঃ

*এক গুচ্ছ অনু *

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৯:০৯


অনু গল্প।।অপেক্ষা।।
সে বলল - আরো পনেরোদিন অপেক্ষা কর।
আমি বললাম - বেশ।
গত ছ - মাস এমনই বলে চলেছে সে।
এদিকে আমার চাক্কা - জ্যাম।
*
অনু গল্প।।সুযোগ।।

হরিণী কোন একসময় কাককে ডেকেছিল।
কাক এসেছিল।
বনে দাবানল।
কাক ফুরুৎ।
হরিণীর কাতর নয়ন। পেট ভারি।
*
অনু গল্প।।নিষ্ঠা।।
অফিসের ইয়ারবুকে আমার ফটো সহ নাম উঠেছে।
কর্মনিষ্ঠ।
মালিক কাম এম.ডি বিনয়ে গদগদ হয়ে আমার হাতে বইটা তুলে দিলেন।
আমি হাত কচলালাম।
নিষ্ঠাভরে হাত না কচলালে কি বইটা এভাবে আমার হাতে আসতো?
*
অনু গল্প।।ঢেউয়ের গান।।
নদী নদে নদ্য
প্রতি পদে পদ্য
এগুলো ঢেউয়ের গান।

*






অনু গল্প।।নদী ও আমি।।
নদী বলল - ভোরবেলা ভাল লাগে?
আমি বললাম - রোজই তো হাঁটছি,ভুঁড়ি কমছে না।
নদী বলল - আমার ও তাই। এত যে বালি তুলছে লোকে। তবু কই কমছে না।
*






মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৯:১৭

মাহবুবুল আজাদ বলেছেন: বাহ ব্যাপক :)

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৭

তুষার আহাসান বলেছেন: অজস্র ধন্যবাদ ও শুভ কামনা ভাই।

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৯

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৭

তুষার আহাসান বলেছেন: একরাশ ভাল লাগা ও শুভ কামনা।

৩| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২০

জুনিয়ার ব্লগার বলেছেন: কবিতা ভালো হয়েছে ++

২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

তুষার আহাসান বলেছেন: কবিতা নয় ভাই,অনু গল্প।মন্তব্যের জন্যে ধন্যবাদ।

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০১

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: সুন্দর সব অনুকাব্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.