![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জানি না কেন এই লেখা গুলো লিখছি । হয়তো নিজের রাগ মেটাবার জন্য অথবা মনের ক্ষোভ গুলো ছড়িয়ে দিতে । মাঝে মাঝে খুব নিজেকে অসহায় লাগে । আশে পাশে এত মানুষ অথচ মনের সব কথা বলার কোন মানুষ নেই । সারা দিন কত মানুষের সাথেই না ঘুড়ি, আড্ডা দেই অথচ দিন শেষে বাড়ি ফিরে আবার সেই একাকী রাত । অসহ্য নিস্তব্ধতা আমাকে শেষ করে ফেলছে । মাঝে মাঝে মনে হয় কি দরকার এই জীবন রেখে । চলে যাই না ওপাড়ে । কিন্তু যেতে পারি না শুধু কিছু মানুষের জন্য । যারা আমার অতি আপন জন । আমি কোথায় হারিয়ে গেলে শুধু এরাই আমার জন্য ঘরের দুয়ার খুলে বসে থাকবে আমার অপেক্ষায় । মায়ার বাধন খুব খারাপ জিনিস । এটা আমাকে অনেক কষ্ট দেয় । কত আশা তাদের শুধু আমাকে ঘিরে কিন্তু আমি তাদের কোন আশাই পূর্ণ করতে পারছি না । ছেলেদের নাকি কাঁদতে হয় না কিন্তু আমার যখন খুব খারাপ লাগে আমি কাঁদি,নিঃশব্দে । যতক্ষণ না চোখের পানি শেষ হয় আমি কাঁদতেই থাকি । জীবনের এমন এক পর্যায়ে আমি এসেছি যে আমার পক্ষে সামনে বা পিছনে কোন দিকেই যাওয়া সম্ভব না । আমার এই লেখা হয়তো কেউ পড়বে হয়তো কেউ পড়বে না । কিন্তু আমার তাতে কিছু আসে যায় না । কারণ আমি জানি দিস ইস বুলশিট । অর্থহীন এই লেখা আসলে কারো মাথায় ঢুকবে না । মনে মনে হয়তো ভাববে কোন আবালে এই লেখা লেখছে । বাট আই ডোন্ট কেয়ার এবাউট দেট । তার ছেড়া এই মানুষের গল্প চলতেই থাকবে যত দিন না পর্যন্ত মানুষটি তার সুখের সন্ধান পাবে ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩২
তুষার মানব বলেছেন: আল্লাহর ভরসাতেই আছি ।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫০
লাবনী আক্তার বলেছেন: কি হয়েছে ব্রাদার ?
তোমার এতো কিসের দুঃখ??
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৪
তুষার মানব বলেছেন: দুঃখের কি আর অভাব আছে ? দুঃখের বাজার নিয়া বসছি
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৬
ডরোথী সুমী বলেছেন: ভাল থাকুন, অন্তত চেষ্টা করুন। দেখলেন, আমরা কিন্তু আপনার বাড়ি বেড়াতে এসেছি। অন্তত এইজন্য একটু হাসুন। শুভ কামনা রইলো।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৩
তুষার মানব বলেছেন: আপনার প্রতিও শুভ কামনা রইল
৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২১
পাঠক১৯৭১ বলেছেন: আপনাকে জাতির জন্য কিচু করতে হবে, তখন জীবন অর্থময় হবে।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৯
তুষার মানব বলেছেন: পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:৫১
অনিক্স বলেছেন: ভরসা করুন আল্লাহর প্রতি।