নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞান যে অর্থ সম্পদের থেকে শ্রেয় তা মুর্খ লোক কখনই অনুধাবন করতে পারবে না।

Tusher Khan

অলস মস্তিস্ক

Tusher Khan › বিস্তারিত পোস্টঃ

দান করার ব্যাপারে আমাদের শিক্ষা ও করনীয়

০১ লা ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৭

প্রায়শই আমাদের দেশের হুজুর বা বক্তাগন এমন এমন হাদিস বা গল্প বলে যা শুনে আমাদের সাময়িক ইমান বৃদ্ধি পায় বটে কিন্তু আমরা এর থেকে ভুল শিক্ষা নেই না বুঝেই অনেকেই বড় ভুল করে বসি। সবকিছুই আল্লাহর রাস্তায় দান করে বসি। এর পেছনে একটি হাদিস বিভিন্ন হাদিসের কিতাবে ররেছে যার বর্ননা এমন যে তাবুকের যুদ্ধে আল্লাহর রাসুল সবাইকে দান করতে নির্দেশ দিলেন অতপর ওমর রাঃ তার অর্ধেক সম্পত্তি দান করলেন আর আবু বকর রাঃ তার সমস্ত সম্পত্তি দান করলেন । পরিমানে ওমর রাঃ দানকৃত জিনিষ অনেক বেশি হল। অতপর আবুবকর রাঃ কে রাসুল সাঃ জিজ্ঞেষ করলেন যে তুমি ঘরে পরিবারের জন্য কি রেখে এসেছ জবাবে আবু বকর রাঃ বললেন আল্লাহ ও তার রাসুল কে রেখে এসেছি। মানে কোন স্হাবর ও অস্হাবর সম্পত্তি রেখে আসেন নি। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সুরা বনি ইসরাইলের আয়াত নাম্বার ২৯ এ বলেছেন যে তোমরা দানের ব্যাপারে একেবারে কৃপন হইয়ো না আবার এমন ভাবে দান করোনা যাতে করে নিঃস অসহায় হয়ে বসে থাক। অতএব কোরআনের আলোকে আমাদের দান করতে হলে আবুবকরের মত হলে চলবে না আমি তা বলব না এমনও হতে পারে যে হাদিস টা জাল বা কোরআনের এই আয়াত নাজিলের আগে আবু বকর এমন করে থাকতে পারেন। তবে বনি ইসরাইল সুরাটি হিজরতের আগেই এর বেশিরভাগ আয়াত নাজিল হয়। যদি তাই হয় তাহলে হাদিস টি জাল। আবার পরে নাজিল হলে হাদিসটি সহিহ কিন্তু আমাদের আমল করার দরকার নেই। কোন মাহফিলে এমন ওয়াজের ও দরকার নেই যে এই হাদিস শুনে আমরা কাদব এবং বক্তাও কাদবে। নিচে ছবিতে বিস্তারিত রেফারেন্স দেয়া হল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.