নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞান যে অর্থ সম্পদের থেকে শ্রেয় তা মুর্খ লোক কখনই অনুধাবন করতে পারবে না।

Tusher Khan

অলস মস্তিস্ক

Tusher Khan › বিস্তারিত পোস্টঃ

আহলে কোরআন কি সত্যিই ফিতনা

০৮ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:৪৫

নিশ্চয় আমিই কুরআন অবতীর্ণ করেছি এবং আমিই ওর সংরক্ষক।
সুরা আল হিজর আয়াত ৯।
এর একটা ব্যাখ্যা এরকম যে আল্লাহ কোরআন কে সংরক্ষন করবেন। পৃথিবীর কোন পরাশক্তি বা শয়তান সব একত্র হলেও কোরআনের ভিতরে কোন পরিবর্তন আনতে পারবেন না। আর পারেন ও নি।
ছোট বেলা থেকেই শুনে আসছি যে রাসুল সাঃ সাহাবীদের কে হাদিস বা উনার কথা/কাজ বা মৌন সমর্থন ইত্যাদি লিখতে না করেছেন। খোলাফায়ে রাশেদিন ও তা লিখেন নি বা সংরক্ষন করেন নি। ওলামায়ে কেরামদের যুক্তি হল যে রাসুল সাঃ আশংকা করতেন যে লিখে রাখলে তা কোরআনের আয়াতের সাথে মিলে যাবে।
আমার কথা হল যেখানে আল্লাহই কোরআনের সংরক্ষন করার দায়িত্ব নিয়েছেন সেখানে হাদিস এত প্রয়োজন ই যদি হত তাহলে রাসুল সাঃ নিঃসন্দেহে তা সাহাবিদের লিখে রাখার এবং হেফাজত করার আদেশ দিতেন নিজের তদারকিতে। আসল কথা হাদিসের কিতাব নামে আমাদের দেশের মাদ্রাসাগুলোতে যা পড়ান তা রাসুল সাঃ আমাদের জন্য রেখে যান নি। বিদায় হজের ভাষনে বলে গেছেন আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি আল্লাহর কোরআন । আর কোরআনের অসংখ্য আয়াতে আছে যে কোরআন স্বয়ংসম্পুর্ন পরিপুর্ন, সহজ সরল। এতে রয়েছে উপদেশ। কাজেই আমাদের জাতি হাদিসের চোরাবালিতে হারিয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহ আমাদের বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রসুল। এখন আতিউল্লাহ ও কোরআনে আছে আতিউর রাসুল ও কোরআনেই আছে। আলহামদুলিল্লাহ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০২৬ ভোর ৬:৩১

অগ্নিবাবা বলেছেন: সত্যিই কি উত্তর জানতে চান?

২| ০৯ ই জানুয়ারি, ২০২৬ ভোর ৬:৩৬

আলামিন১০৪ বলেছেন: আপনি কি আহলে কোরআন?

আল্লাহ কোরআনে বলেছেন, “রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ কর এবং যা হতে তোমাদেরকে নিষেধ করে তা হতে বিরত থাক। তোমরা আল্লাহকে ভয় কর, আল্লাহ শাস্তি দানে কঠোর।” —আল কোরআন [সূরা হাশর (৫৯), আয়াত ৭]

আপনি ঢালাওভাবে হাদিস অস্বীকার করলে অসম্পূর্ণ ইসলাম পাবেন

৩| ০৯ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১১:০১

রাজীব নুর বলেছেন: সমস্যা হলো বিশ্ব কোরআন হাদিসের নিয়মে চলছে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.