![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানলে দয়া করে উত্তর দিন আর না জানলে লিখুন জানিনা । এ উম্মত ৭৩ দলে বিভক্ত হবে এ কথা হাদীসে বলা হয়েছে। কিন্তু কেন বিভক্ত হবে তা কি আল্লাহ জানতো না? রাসুল সাঃ জীবিত থাকা অবস্থায় পবিত্র কুরআন ও হাদীস নিয়ে বর্তমানে সৃষ্ট সমস্যাগুলোর সমাধান দিয়ে গেলেন না কেন? তবে কি আল্লাহ চাইতেন যে মানুষ দলে দলে বিভক্ত হোক? ভুল বললে আল্লাহ'র কাছে ক্ষমা চাই।
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৪
মরুসিংহ বলেছেন: কিন্তু কেন বিভক্ত হবে তা কি আল্লাহ জানতো না?
এ প্রশ্নের উত্তর নূর মোহাম্মদ নূরু ভাইয়ের উল্লেখিত হাদীসেই বিদ্যমান। আর তাদের ১ টি দল ছাড়া সবাই জাহান্নামে যাবে । সবাই বলল হে আল্লাহর রাসুল (সাঃ) সেটি কোন দল? উত্তরে হুজুর (সাঃ) বললেন আমি ও আমার সাহাবীগন যে দলে আছি সেই দল। অর্থাৎ রাসুল ও তার সাহাবীদের দেখানো পথে যারা থাকবেনা তারাই মূল দল থেকে বিভক্ত হয়ে যাবে।
৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫২
প্রবাসী দেশী বলেছেন:
জনাব ,
কে কোন দলে বিভক্ত হলো বা হচ্ছে সেটা আসল বিষয় নয়. আপনি কি করছেন কার দলে যোগ দিচ্ছেন কিভাবে দিচ্ছেন সেটাই আসল বিষয়। একজন সুস্থ স্বাভাবিক জ্ঞান বুদ্ধী সম্পন্ন মানুষ কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা ভালো করেই জানে বা বুঝতে পারে। না পারলে জানার অনেক মাধ্যম বা উপায় আছে। তবে সবচেয়ে সর্ব উৎকৃষ্ট ও সঠীক পন্থা হলো পবিত্র কোরআন। পবিত্র কোরআন ই মুসলমান তথা সমগ্র মানব সম্প্রদায়ের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবন বিধান। সঠিক ভাবে পবিত্র কোরআন পড়ুন তাহলেই আপনি জানবেন যে আপনি ৭৩ দলের মধ্যে কোন দলের সদস্য।আর আল্লাহ সব জানেন , শুনেন ও দেখেন। তিনি সৃষ্টী থেকে ধ্বংস পর্যন্ত সব কিছু থেকেই অবগত আছেন। ভালো থাকবেন সবসময়।
৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫১
হাসান কালবৈশাখী বলেছেন:
টি দল ছাড়া সবাই জাহান্নামে যাবে ।
হে আল্লাহর রাসুল সেটি কোন দল?
উত্তরে হুজুর (সাঃ) বললেন আমি ও আমার সাহাবিদের দল।
কিন্তু বিভক্তি সুরু হয়েছিল সেই দলেই।
প্রায় সব খলিফা সাহাবি দলিয় কোন্দলেই নিহত হয়েছিলেন। কোরানে হাফেজ প্রায় নেই হয়ে গেছিলো।
হাফেজের অভাবে কোরান বিলুপ্তি ঠ্যাকাতে কোরান লিপিবদ্ধ করার সিদ্ধান্ত নেন হজরত ওসমান।
তখন কোন আয়াত বাদ যাবে না যাবে তা নিয়ে ও অন্যান্ন উসিলা অযুহাতে ওসমানের বিরুদ্ধে তীব্র কোন্দল শুরু হয়। কোরান লেখারত অবস্থায় তাকে নৃশংস ভাবে হত্যা করা হয়েছিল।
৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫২
রাখালছেলে বলেছেন: কোরআন বাংলা ভাষায় পড়া উচিত । তাহলেই আসল মাজেজা পাওয়া যাবে। খালি খালি বিদেশী ভাষায় পড়ে কিছু্ই বুঝতে পারি না।
৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪২
কাউয়ার জাত বলেছেন: এই মূর্খ হাসান কালবৈশাখীর স্বপ্নযোগে পাওয়া পাঁতিহাস প্রচার করার বদঅভ্যাসটা আর গেলোনা।
৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৫৯
হাসান কালবৈশাখী বলেছেন:
বিভক্তি কোন্দল এখনো বিদ্যমান।
ব্লগ বা সোশাল মিডিয়াতে তো অহরহ।
ওরা প্রথমদিকে বলতো কাদিয়ানীরা মুসলমান না। আগুন লাগা।
এরপরে বলা সুরু করলো যারা মিলাদ-দরুদ পড়ে এরাও মুসলমান না। - কাইটা ফ্যাল।
এরপরে মাজার পির সুফি দরবেশরাও মুসলমান না। - জবাই কর। বোমা মার।
এখন বলছে বিশ্বএজতেমা তবলীগ যারা করে এরাও।
লাষ্টে বলা হবে মৌদুদির অনুসারীরা ছাড়া সবাই অমুসলমান!
৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৪৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পৃথিবী ধ্বংস না হওয়া পর্যন্ত এসব সমস্যার সমাধান হবে না, কে সহিহ মুসলমান সেটাও নির্ধারণ করা যাবে না। ধর্মের নামে এক পক্ষ অপর পক্ষকে হত্যা করতেই থাকবে। প্রথমে বিধর্মীদের তারপর স্বধর্মীদের, ইতিমধ্যে আলামত শুরু হয়ে গিয়েছে।
৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৫
জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন: চিল্লাতে থাকুন। কাজ হবেই।
১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২৩
তারেক ফাহিম বলেছেন: নুরু ভাই’র বিশ্লেষণ ভালো লাগলো এবং সহমত জ্ঞাপন।
১১| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৭
টারজান০০০০৭ বলেছেন: @ কাউয়া ! আমিতো জানিতাম উনি বাআলবৈশাখী , এখন দেহি "আ" বাদ দিতে হইবে !
আল্লাহ সব জানতেন, জানেন, জানবেন। আল্লাহ অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব দেখিতে পান। রাসূল স. এই উম্মতকে বিপদ সম্পর্কে আগেই সতর্ক করিয়াছেন, এবং বিপদমুক্তির পথও বাৎলাইয়া দিয়াছেন। আল্লাহর রাসূল স. ও সাহাবী রা. এর পথ অনুসরণ করিতে হইবে। এরপরও জানিতে চাহিলে মিরপুর মারকাযুদ দাওয়াহতে মওলানা আব্দুল মালেক দা. সাহেবের কাছে যাইতে পারেন। অথবা কওমি মাদ্রাসার কোনো ভালো আলেমের কাছে প্রশ্ন করুন ! রিভার্স গেম খেলিলে প্রয়োজন নাই !
১২| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৬
আজগুবী বলেছেন: কালবৈশাখী ঝড়ের ন্যায় পাতিহাঁস প্রচার অব্যাহত রাখায় অবাক লাগে।
১৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:১২
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: টারজান ০০০০০৭, হাসান কালবৈশাখী যে আম্লীগের লোক এটা মোটামুটি সবাই জানে; এতে দোষের কী দেখলেন? আম্লীগ করা কি পাপ? বিম্পি-জামাতিরা কি ধোয়া তুলসিপাতা?
কথা সেটা না; কথা হলো, উনি ভুলটা কোথায় বললেন? উসমানকে তো বিক্ষুব্ধ প্রজারাই হত্যা করেন, প্রাসাদ কোন্দলও মাথাচাড়া দিয়ে উঠেছিলো। চার খলিফার তিনজনই তো রাজনৈতিক কারণে খুন হন।
আপনাকে সুশীল হিসেবে জানতাম; এই আপনিও যদি ধর্মাশ্রয়ী রাজনীতিকদের পদানত হন, তাহলে তো মুশকিল! জাতি যাবে কোথায়?
১৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০১
টারজান০০০০৭ বলেছেন: @অনিকেত বৈরাগী তূর্য্য! আমারে সুশীল কইয়া অপমান করিলেন ? আমি চুশীল হইতে যাব কোন দুঃখে !
আমি রাজনীতি পছন্দ করি না ! ইসলামের ক্ষতি না করিলে কাহারো সাথে আমার কোনো বিরোধ নাই ! আওয়ামীলীগ, বিএনপি,জামাত, জাতীয় পার্টি কাহারো সাথে আমার সম্পর্কও নাই, বন্ধুত্বও নাই, শত্রুতাও নাই ! কিন্তু ইসলামের ক্ষতি করিলে আছে, সে যেই হোক !
বালবৈশাখী যে ইতিহাস প্রসব করিয়াছে উহা উলামায়ে হকদের লিখিত ইতিহাসের পুরোপুরিই বিপরীত ! আপনার জানায়ও চরম ভুল আছে ! বিধর্মীদের লেখা ইসলামের ইতিহাস অধিকাংশই গ্রহণযোগ্য নহে, বরং সত্যের বিপরীত। ইসলামের ইতিহাস প্রামাণ্য ! ইহার বর্ণনাসূত্রসমূহ পুঙ্খানুপুঙ্খ রেফারেন্স সমৃদ্ধ। অন্যান্য ইতিহাসের মতন প্রত্নতাত্ত্বিক চিহ্ন বা অনুমান নির্ভর নহে ! তাই সহজেই সত্য বা মিথ্যা চিহ্নিত করা যায় !
পড়িতে পারেন আল বিদায়া ওয়ান নিহায়া, ইব্ন ইসহাক র. লিখিত, এছাড়াও ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ও কংগ্রেসের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদের লিখিত ইতিহাসের একখানা বই যেখানে সেসময়কার বিয়োগান্ত ইতিহাস লেখা আছে ! বইটির নাম মনে নাই !
১৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: টারজান ০০০০৭, আপনার কি মনে হয় না বিম্পি-জামাতি-মওদুদীবাদীরা ইস্লামের সমস্যা করছে? যাহোক, সাহাবীদের হত্যার ইতিহাস মিথ্যে কি না জানতে চাই।
১৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৭
টারজান০০০০৭ বলেছেন: @ অনিকেত বৈরাগী তূর্য্য !
মৌদুদীবাদ ভ্রান্ত , ইহা বহু আগেই প্রমাণিত হইয়াছে ! পড়িতে পারেন মাওলানা শামসুল হক ফরিদপুরী র. লিখিত 'ভুল সংশোধন' ! আর রাজনীতি বা রাজনৈতিক দল লইয়া আমি মন্তব্য করিতে চাহিনা ! আমার আগ্রহ নাই ! তবে রাজনৈতিক দৃষ্টিকোণ হইতে জামাতি ইসলামীকে আক্রমণ করিতে গিয়া ইসলামকে গুলি করা আমার পছন্দ নহে !
১৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৫
মো: মনিরুজ্জামান টুটুল বলেছেন: আমার লেখাটির উত্তর ইসলামিক স্কলারদের নিকট আশা করছি। বা যারা ইসলাম নিয়ে গবেষণা করে যেমন ব্লগার মাহফুজ শান্ত ভাই, ওমর আল জাবির ভাই
১৮| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫১
মো: মনিরুজ্জামান টুটুল বলেছেন: ৭৩ টি দলের মধ্যে ৭২ টি দল কি কুরআন পড়েনি ? আপনি কোন দলে আছেন?
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৯
বিদেশে কামলা খাটি বলেছেন:
ইসলাম ধর্মের প্রবর্তক কে?