নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চার দেয়াল . . . .ঘর অন্ধকার . . .গুনগুন কথা বলি . . . .আমি আর আমার ভাঙ্গা গিটার . . .

উদাস কিশোর

নির্বাক ঠিক ঐ কেটে ফেলা পালকের পাখীর, মত দু-চোখ দিয়ে ঠিকরে বেরোয়, জীবনের প্রতি অথবা জন্মানোয়, প্রবল ঘৃনা

উদাস কিশোর › বিস্তারিত পোস্টঃ

"কষ্টের সাথে জেগে থাকা প্রহর"

১৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০০

রাত আর কতই বা হবে !
সেদিন ঘুমোতে পারছিলাম না বলে বাইরে বারান্দায় গিয়ে বসলাম ।
পূবালী শীতল হাওয়ায় গা টা জুড়িয়ে গেল!
সামনেই নিম গাছের মাথার উপর ঘোলাটে মেঘের আড়ালে থাকা চাঁদ টাকে অপূর্ব লাগছিলো ।
আর তখনই তীক্ষ নিষ্ঠুর স্মৃতী গুলো ঝাপটে ধরলো ।
হাতে একটা মাউথ ওর্য়াগান ছিলো । চেষ্টা করছিলাম তাতে বেদনার সুর দিতে , তুলতে চাইছিলাম ভেতরের চাপা আর্তনাদ !
হৃদয়ের গভীর থেকে কিছু অভীমান মাউথ ওর্য়াগানের সুর হয়েই ধরা দিলো সবার কাছে ।
কতখন বাজিয়েছি মনে নেই ।
একসময় বুঝতে পারলাম চোখে নোনা বৃষ্টির বর্ষন ।
ভেতরটাকে খুবলে খাচ্ছিলো একদল কষ্ট নামক হায়না ।
চাঁদ টা কাল মেঘের আড়ালে ঢেকে গেল !
চারিদিকে ফজরের আজানের সুর ।
উঠে এলাম
আমি ক্লান্ত । বড্ড ক্লান্ত রাতের বুকে বিচরন আর কষ্ট গুলো সামাল দিতে!
এখন ঘুমোবো ।
খুব শান্তি হতো , যদি এটাই হতো অনন্ত ঘুম . . . . .

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৮

ছ্যাকামাইছিন বলেছেন: ভালো হইছে

১৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১১

উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ
ভাল থাকুন :)

২| ১৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

নাসরিন চৌধুরী বলেছেন: ভাল লিখেছেন তবে জীবন মানে অনন্ত ঘুম নয়
বার বার মুখ থুবড়ে পড়া
বার বার জেগে ওঠা।

বানানে যত্নশীল হলে পড়তে আরও সুখপাঠ্য হত।
ভাল থাকুন।

২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩২

উদাস কিশোর বলেছেন: বার বার মুখ থুবড়ে পড়ে গিয়েও জেগে উঠেছি বলেই আমার এই অর্থহীন লেখাটুকু পড়তে পেরেছেন :P

মন্তব্যে ধন্যবাদ :)

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

রহস্৪২০ বলেছেন: ভাল লাগা রইল

২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৪

উদাস কিশোর বলেছেন: মন্তব্যে ধন্যবাদ :)
ভাল থাকুন সবসময়

৪| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালোলাগা রইলো, খুব অনুভব করছিলাম এমন একটি রাত!

২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৮

উদাস কিশোর বলেছেন: মন্তব্যে ধন্যবাদ ভাইয়া ।
এখনো মাঝে মাঝে মন খারাপের রাতে গান গাই , সুর তুলি . . . . .
তবে মাউথ ওর্য়াগান বাজাই না । এখন গিটার বাজিয়ে মন ভাল করি ।

ভাল থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.