![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্বাক ঠিক ঐ কেটে ফেলা পালকের পাখীর, মত দু-চোখ দিয়ে ঠিকরে বেরোয়, জীবনের প্রতি অথবা জন্মানোয়, প্রবল ঘৃনা
কাছে আসার গল্প অথবা কাছে আসার সাহসী গল্প দেখি। পুকুর পাড়ে হাতে রেখে বসে থাকতে দেখি অথবা রাস্তায় হাতে হাত ধরে হেঁটে যেতে দেখি অথবা রিক্সায় উচ্ছ্বাসিত দু'জোড়া চোখ দেখি অথবা সাদা পাঞ্জাবী পরা ছেলেটিকে লাল গোলাপ হাতে আকাশী শাড়ি পড়ে আসবে বলে মেয়েটির জন্য অপেক্ষা করতে দেখি অথবা বাহুডোরে বেঁধে রাখতে দেখি অথবা সারাজীবন একসাথে থাকার কথা দিতে দেখি।
দূরে চলে যাওয়ার সাহসী গল্পগুলো আড়ালে চলে যায়। আমরা দেখি না ।
একটা চাকরীর জন্য ভালবাসার মানুষটির সাথে আর সংসার করতে না পারার কষ্টে বদ্ধ রুমে বসে থাকা ছেলেটির খবর কেউ রাখে না। সাদা শার্ট কালো প্যান্ট,হাতে ফাইল নিয়ে উঁচু অফিসটির দিকে হতাশা নিয়ে তাকিয়ে থাকা ছেলেটির খবর কেউ রাখে না।
মধ্যবিত্ত পরিবারে বাবার পেনশনের টাকা দিয়ে পড়া ছেলেটির অসহায়ত্ব কেউ বুঝে না।
কেউ বুঝবে না।
"প্লিজ ! কিছু একটা কর। আমার বিয়ে হয়ে যাচ্ছে।" আতংকিত এই কথাগুলোর মানে কেউ বুঝে না। কেউ বুঝবে না।
কপোত কপোতীরা আকাশে উড়ুক । তারা ভালো থাকুক।
কারেন্টের তারে বসে থাকা কাকটি একাই থাকুক।
ভাল থাকুক ভালবাসা
০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ৯:৪১
উদাস কিশোর বলেছেন: বেঁচে থাকুক ভালবাসা . . . . !
মন্তব্যে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা
২| ০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১২:০৭
একনীল বনসাই বলেছেন: ভালো থাকুক
০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ৯:৪৩
উদাস কিশোর বলেছেন: ভাল থাকুক ভালবাসায় ।
মন্তব্যে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা
৩| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ১২:০৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: কষ্টের নীল উপাখ্যানগুলো সবসময় উপেক্ষিতই থেকে যায় ভ্রাতা।
০৫ ই মার্চ, ২০১৫ রাত ১২:৫২
উদাস কিশোর বলেছেন: মিথ্যে বলেননি এক বিন্দুও ।
মন্তব্যে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ । ভাল থাকুন সবসময়
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ২:১৬
আজকের বাকের ভাই বলেছেন: কপোত কপোতীরা আকাশে উড়ুক । তারা ভালো থাকুক।
কারেন্টের তারে বসে থাকা কাকটি একাই থাকুক।