![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সামহোয়্যার ইন ব্লগের ব্লগার হিসাবে নিবেদিত প্রাণ যারা" প্রসঙ্গে ঃ আমার বক্তব্য টি সংযোযন করলাম ;- ব্লগার যাযাবর বেদুইন-কে বলছি ; "আপনার পোষ্ট পড়ে অন্তত কিছু "সু-শীল ব্লগার হস্তীদের" চিনতে পারলাম, এই-সব "সু-শীল হস্তী" বা রাঘব-বোয়ালদের কারনেই হয়তো আমাদের লেখার সাথে সম্পৃক্ত ছবিগুলো "সু-শীল ব্লগার হস্তীদের" মত বা "রাঘব-বোয়ালদের লেখার মত লেখার পূর্ব-লাইনে সংযোযন করা হয়-না ; -যেমন তাদের পোষ্টে সংযোযন করা হয় এবং "সু-শীল ব্লগার হস্তীদের" সাদা-বিষের ছোবলে সত্যের সন্ধ্যানীদের জন্য আমাদের লেখা-গুলো প্রথম পাতা থেকে বাদ-দেয়া হয় অথবা মুছে ফেলা-হয় , বন্ধ করে দেয়া হয় অন্যান্য পাঠকদের জন্য পড়ার লিংক ! ধন্যবাদ আপনাকে "যাযাবর বেদুইন" !
আমাদের প্রতিদিনের চলমান জীবনে আমরা অনেক লোকের সংস্পর্শে আসি এবং আসতে হয় ! কিন্তু প্রতিদিন যতঘুলো লোকের সাথে আমাদের ক্রসপন্ড্স হয় তারা সবাই"ই নিজেকে একজন সৎ এবং জ্যান্টেল-ম্যান বলে দাবী করে ! তাই আমার জানতে ইচ্ছা করে সত্যি-সত্যি"ই যদি তারা সৎ এবং জ্যান্টেল-ম্যান হবে , তা"হলে পৃথিবীতে যে-সব অ-পকর্ম , দূর্নীতি , সন্ত্রাসী , করাপন্স , খুনা-খুনী যে হচ্ছে এই-গুলো করছে কারা ? কারন সৎ এবং জ্যান্টেল-ম্যানরা তো এই-সব মানবতা-হীন কাজ-কর্ম করতে পারেন-না ? বর্তমান দুনিয়ায় সে-সব স্মার্ট টেকনোলজী বের হয়েছে , বিগ্যান যে ভাবে আমাদের নিত্য-প্রয়োজনিতার উপড় লখ্য রেখে এবং অতি দ্বায়িত্বের যে-ভাবে আমাদের চাহিদা পূরন করে চলছে , তাতে আমি কোন-ভাবেই বিগ্যান-কে ছোট করে দেখার অবকাশ পাই-না , বরং উল্টো , আজ বিগ্যান আমাদের চাহিদা-গুলোকে এতো সস্তায় আমাদের হাতে পৌছে দিচ্ছে যা নাকি বিগ্যান না থাকলে আমাদের অভিবাবক গন আমাদের তা দিতে অখ্যম হতেন , যা ধনীর দুলারী-রা পর্যন্ত না-পাওয়ার চাহিদায় ভুগতেন ! তাই কেউ বলবেন-কি কারা করছে এই-সব অ-পকর্ম , দূর্নীতি , সন্ত্রাসী , করাপন্স , খুনা-খুনী ?
©somewhere in net ltd.