![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সামহোয়্যার ইন ব্লগের ব্লগার হিসাবে নিবেদিত প্রাণ যারা" প্রসঙ্গে ঃ আমার বক্তব্য টি সংযোযন করলাম ;- ব্লগার যাযাবর বেদুইন-কে বলছি ; "আপনার পোষ্ট পড়ে অন্তত কিছু "সু-শীল ব্লগার হস্তীদের" চিনতে পারলাম, এই-সব "সু-শীল হস্তী" বা রাঘব-বোয়ালদের কারনেই হয়তো আমাদের লেখার সাথে সম্পৃক্ত ছবিগুলো "সু-শীল ব্লগার হস্তীদের" মত বা "রাঘব-বোয়ালদের লেখার মত লেখার পূর্ব-লাইনে সংযোযন করা হয়-না ; -যেমন তাদের পোষ্টে সংযোযন করা হয় এবং "সু-শীল ব্লগার হস্তীদের" সাদা-বিষের ছোবলে সত্যের সন্ধ্যানীদের জন্য আমাদের লেখা-গুলো প্রথম পাতা থেকে বাদ-দেয়া হয় অথবা মুছে ফেলা-হয় , বন্ধ করে দেয়া হয় অন্যান্য পাঠকদের জন্য পড়ার লিংক ! ধন্যবাদ আপনাকে "যাযাবর বেদুইন" !
"জন-লুক" একজন কৃষক এবং হটিকল্চার-ও , যেমন ফলান "গম" তেমনী তুলেন "আঙ্গুর-ফল" , অনেক বড় কৃষক , তখন "আঙ্গুরের" বাগানে সবেমাত্র আঙ্গুরের দানা বের হয়েছে এবং এ সময়টাতেই যত্ন নিতে হয় ভালোমানের "আঙ্গুর" ফলানোর জন্য , ভালোমানের "আঙ্গুর" মানে ভালোমানের "ওয়াইন" , প্রতিদিনের মত সেদিন সকালে ছেলে "এরিক"-কে স্কুলে দিয়ে এসে "জন-লুক" বিদায় নিয়েছে স্ত্রী ফ্রাঁন্সোয়াজের" কাছ থেকে দুপুরের খাবার বাড়ীতে এসে খাবে বলে ! "জন-লুক" বাড়ীতে এসেছে অনেক খন হলো অথচ স্ত্রীর কোন সারাশব্দ নাই , প্রথমে ভেবেছিলো গোসল-খানায় আছে তার এই ধারনা ভুল হলো , গোসল-খানা খোলা রয়েছে কেও নাই সেখানে , এভাবে টয়লেট , বাড়ীর নীচের অংশ যে-খানে তৈরী করা "ওয়াইন" ষ্টক থাকে সেখানেও দেখলো , তারপর গেলো যে-খানে গম ষ্টক থাকে সেখানে-ও নাই স্ত্রী ফ্রাঁন্সোয়াজ , গাড়ী-ও রয়েছে গ্যারেজে সুতরাং কিছু কেনা-কাটা করতে গেছে সে ধারনা-ও নাই , ছেলের স্কুলে গিয়েছে তা-ও নয় , তাই যদি হবে তা"হলে অন্তত গাড়ী গ্যারাজে থাকতো-না , এতোদূর হেটে যাওয়া কিছুতেই সম্ভব নয় ! এবার জন-লুক চিন্তিত হলো " আর কোথায় যেতেপারে ফ্রাঁন্সোয়াজ ? কোন ধারনাই করতে পারলো-না ! এখন কি করবে কিছুই বুজতে পারছেনা "পুলিশকে ফোন করে জানাবে ঘটনাটা , আর "পুলিশকে ফোন করলেই বা কি কোন পাত্তা দিবে-না , এক কথায় বলে দিবে "ঘাবড়ানোর কিছুই নাই , আছে হয়তো কোথা-ও চলে আসবে" , আর খুব বেশী জোর করলে বলবে "২৪ ঘন্টা না হওয়া পর্যন্ত আমরা কোন পদখ্যেপ নিতে পারবো-না" ! পুলিশ কে ফোন করার ইচ্ছা-ও বাদ দিলো , আস্তে-আস্তে মন ভাড়ী হতো হাকলো যন-লুকের , মাথায় কিছুই আসছে-না , বার-বার মাথায় হাত দিয়ে খুব জোরে-জোরে চুল টানতে থাকলো , এবার ভাবলো বাড়ীর চারী-পাশ-টা একটু খুজে দেখী নয়তো পুলিশকে ফোন করতে হবে তা-ছাড়া আর কোন উপায় দেখছে-না জন-লুক ! প্রথমে গেল রান্না ঘড়ে , তারপর গেল কুয়ার পাশে সেখানে-ও নাই , কুয়ার পাশে দাড়িয়ে ভাবছে আর কোথায় দেখবে , বাড়ীতে এসেছে সেই কখন এখনও পর্যন্ত হাত মুখ ধোয়া হয়নাই , তাই ভাবলো কুয়ার পাশে যেহেতু এসেছি তো কুয়া থেকে পানি তুলে হাত মুখটা ধুয়ে নেই , বলে বালটি-টা নিয়ে কুয়ায় ফেলতে গিয়েই চোখে পড়লো স্ত্রী ফ্রাঁন্সোয়াজের দেহ কুয়ার ভিতর ভাসছে , তা দেখে সর্ব-প্রথম ছেলে "এরিক" এর কথা ভাবলো জন-লুক ! কিছুখনের মধ্যেই দম-কল বাহিনী , পুলিশ আসলো , আসলো ছেলে "এরিক" , আসলো-না শুধু ফ্রাঁন্সোয়াজ !
©somewhere in net ltd.