![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সামহোয়্যার ইন ব্লগের ব্লগার হিসাবে নিবেদিত প্রাণ যারা" প্রসঙ্গে ঃ আমার বক্তব্য টি সংযোযন করলাম ;- ব্লগার যাযাবর বেদুইন-কে বলছি ; "আপনার পোষ্ট পড়ে অন্তত কিছু "সু-শীল ব্লগার হস্তীদের" চিনতে পারলাম, এই-সব "সু-শীল হস্তী" বা রাঘব-বোয়ালদের কারনেই হয়তো আমাদের লেখার সাথে সম্পৃক্ত ছবিগুলো "সু-শীল ব্লগার হস্তীদের" মত বা "রাঘব-বোয়ালদের লেখার মত লেখার পূর্ব-লাইনে সংযোযন করা হয়-না ; -যেমন তাদের পোষ্টে সংযোযন করা হয় এবং "সু-শীল ব্লগার হস্তীদের" সাদা-বিষের ছোবলে সত্যের সন্ধ্যানীদের জন্য আমাদের লেখা-গুলো প্রথম পাতা থেকে বাদ-দেয়া হয় অথবা মুছে ফেলা-হয় , বন্ধ করে দেয়া হয় অন্যান্য পাঠকদের জন্য পড়ার লিংক ! ধন্যবাদ আপনাকে "যাযাবর বেদুইন" !
জন-লুক আজ-ও উদাসতায় ভুগে , "ওর এই উদাসতা দেখেই বুঝা-যায় সে কতোটুকো ভালোবাস-তো স্ত্রী ফ্রাঁন্সোয়াজ-কে ! উদাস-জীবন নিয়ে কাটিয়ে দিলো ১৫-টি বছর , বিয়ে আর করলো-না আর হয়তো করবে-ও না , এক-সময় আত্মীয় স্ব-জন বন্ধু বান্ধব সবাই বলতো বিয়ে একটা করে নেও , যারা একসময় উপদেশ দিতো বিয়ে করার জন্য আজ তারাই বলে জন-লুক আর বিয়ে করবে-না ! প্রতিদিনের মত আজ-ও দাড়িয়ে আছে কুয়াটি যে-স্থানে ছিলো সেখানে , কুয়ায় পড়ে স্ত্রী ফ্রাঁন্সোয়াজ মারা যাওয়ার পর"ই কুয়াটি বন্ধ করে দিয়েছে "জন-লুক" , ছেলে এরিকের কথা ভেবে , এরিকের মা সাতার জানতো-না , এরিক-ও সাতার জানে-না সুতরাং ছেলের উপড় যেন কোন-রকম ঝুকি না-থাকে তার জন্য স্ত্রী মারা যাওয়ার পরদিন"ই সবাই মিলে কুয়াটি বন্ধ করে-দেয় আ-জীবনের জন্য , তার পর-ও ছেলেকে সাতার শিখিয়েছে সাতারের স্কুলে ভর্তি করিয়ে ! জন-লুক এখন-ও পর্যন্ত নিজেকে খমা করতে পারে-না , স্ত্রী ফ্রাঁন্সোয়াজের মৃত্যুর জন্য জন-লুক নিজেই নিজেকে দায়ী করে , অকাল-মৃত্যুতে জন-লুক বিশ্বাসী নয় , তার ধারনা প্রতিটা জীবন"ই শৃষ্টি হয় পূর্ন বয়স নিয়ে এবং সে জীবন পূর্ন বয়স পাওয়ার পর"ই নিভবে তার আগে নয় , আর যদি এর ব্যাতিক্রম হয় তা"হলে ঐ জীবন হয় নিজে দায়ী আথবা অন্য-কেউ , নিঃশ্চ"ই কোথাও কোন অ-সাবধানতা , অবহেলা বা ত্রুটি রয়েছে যার খেসারত দিতে গিয়ে অ-কালেই একটা জীবন ধংশ হয়ে যায় আর আমরা তা "তকদির" এবং "কিসমৎ" এর উপড় চাপিয়ে দিয়ে নিজের অপরাধ ঢাকি ! "তকদির" "কিসমৎ" এ-সবের উপড় জন-লুকের বিশ্বাস নাই , "তকদির" "কিসমৎ" যদি সত্য"ই থাকবে তা"হলে কেন শুধু সাধারন মানুষ গুলোর উপড়"ই খারাপ "তকদির" "কিসমৎ" গুলো সবসময় আসে , আর সব ভালো "তকদির" "কিসমৎ" গুলো সবসময়"ই "পোপ"-দের উপড় যায় , তার উল্টো কেন কখন-ও হয়-না ? এরিক-কে সে "এই সব মতবাদের উপড় বিশ্বাস রেখেই তৈরী করেছে , নিজের অপরাধ ডাকার যন্য যেন কখন-ও কোন অজু-হাত তৈরী না করে , কখন-ও যেন কোন এক্সকিউজ দ্বাড় না করায় তার নিজ ছেলে "এরিক" ! ছেলে-ও ঠিক পিতার মতবাদের উপড়"ই বিশ্বাস রাখে , রাখে কারন পিতার মতবাদের সাথে বাস্তবের মিল খুজে পাওয়া-যায় !
©somewhere in net ltd.