নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন্তব্য

উদদিন

"সামহোয়্যার ইন ব্লগের ব্লগার হিসাবে নিবেদিত প্রাণ যারা" প্রসঙ্গে ঃ আমার বক্তব্য টি সংযোযন করলাম ;- ব্লগার যাযাবর বেদুইন-কে বলছি ; "আপনার পোষ্ট পড়ে অন্তত কিছু "সু-শীল ব্লগার হস্তীদের" চিনতে পারলাম, এই-সব "সু-শীল হস্তী" বা রাঘব-বোয়ালদের কারনেই হয়তো আমাদের লেখার সাথে সম্পৃক্ত ছবিগুলো "সু-শীল ব্লগার হস্তীদের" মত বা "রাঘব-বোয়ালদের লেখার মত লেখার পূর্ব-লাইনে সংযোযন করা হয়-না ; -যেমন তাদের পোষ্টে সংযোযন করা হয় এবং "সু-শীল ব্লগার হস্তীদের" সাদা-বিষের ছোবলে সত্যের সন্ধ্যানীদের জন্য আমাদের লেখা-গুলো প্রথম পাতা থেকে বাদ-দেয়া হয় অথবা মুছে ফেলা-হয় , বন্ধ করে দেয়া হয় অন্যান্য পাঠকদের জন্য পড়ার লিংক ! ধন্যবাদ আপনাকে "যাযাবর বেদুইন" !

উদদিন › বিস্তারিত পোস্টঃ

« ভিয়েনা » থেকে « জুরিখ » 1 / 3

২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১২



"ভিয়েনা" শহড়ের বর্ননা দেয়ার মত তেমন কিছু নেই , বর্বর হিটালের জন্ম-ভূমি এই অষ্ট্রিয়া তাই "অষ্ট্রিয়া" বা "ভিয়েনা"-তে হিটালের বর্বরতার তেমন কোন চিহ্ন-ও নাই , সম্রাগ্যী বা আম্পেরিয়াষ্ট "সিসির" আমলের বা তার-ও আগের আমলে গড়া আছে কিছু রাজবাড়ী , সম্পূর্ন রখ্যিত এবং অখ্যত ! "ভিয়েনা"-তে পৌছে দেখার মত তেমন কিছু না থাকাতে অথবা এই-সব বড়-বড় রাজবাড়ী আমরা দেখতে অব্যস্ত হয়ে পড়েছি বলে"ই আমাদের কাছে ভালোলাগতেছে-না বা সে কারনেই হয়তো এমন লাগছে তা-ও হতে পারে , অথবা বর্বর হিটালের জন্ম-ভূমি হওয়াতে হয়তো আমার মাথায় একটা "রাগ" অথবা এর থেকে-ও বড় কিছু "প্রতি-হিংসা" বা "প্রতিশোধ" নেয়ার এই একটা "সুযোগ" বলে ধারনা করছি বা ইচ্ছা ব্যাক্ত করছি "অষ্ট্রিয়া" বা "ভিয়েনা"র কোন কিছুর বর্ননা দেয়া থেকে বিরত থেকে, তা-ও একটা কারন হয়তো হতে পারে ? ঠিক বুঝতে পারছি-না , কারন একটা "কুকুর"-কে যতো সুন্দর করেই সাজাই-না কেন সে "কুকুর" "কুকুর"ই থাকে এবং ঐ কুকুর রাস্তায় ময়লা দেখলে তা না খাইলে-ও নাক-দিয়ে সেই ময়লার গন্ধ-নিবে , আর হিটলার তো একটা কুকুর থেকে-ও বেশী "বর্বর-পষু ছিলো তাই হয়তো আমি মানুষীক ভাবে "ভিয়েনা" বা অষ্ট্রিয়া নিয়ে গুন গাওয়ার কোন উৎসাহ আমি পাইতেছি-না , কেন-না এতো গুছানো সবুজালয় , ফুলের বাগান অথবা পুতুলের মত সাজিয়ে-সাজিয়ে রাখা গ্রাম-গুলো দেখলে তখন কিন্তু এর প্রশংশা করতেই হয়তো হবে , "আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি" অথবা "এমন সুন্দর দেশটি আর কোথাও খুজে পাবে-নাকো তুমি" তা-যে কবির নিজ মনের আবেগ ছারা বাস্তবে এবং পৃথিবীর সর্ব খেত্রের জন্য সঠিক নয় তা কিছু-খনের জন্য হলে-ও নিজ মন থেকে কবির সেই আবেগ-ভরা দেশের-প্রশংসা করা ত্যাগ করে বলতে হয়তো হতো সত্যি"ই দেশটি "সুন্দর"! কিন্তু তা আমি করতে পারছি-না , এই রকম অসস্থিকর মন-মানষিকতায় আমার শুধু অতীতের কথা মনে-হয় !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.