নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন্তব্য

উদদিন

"সামহোয়্যার ইন ব্লগের ব্লগার হিসাবে নিবেদিত প্রাণ যারা" প্রসঙ্গে ঃ আমার বক্তব্য টি সংযোযন করলাম ;- ব্লগার যাযাবর বেদুইন-কে বলছি ; "আপনার পোষ্ট পড়ে অন্তত কিছু "সু-শীল ব্লগার হস্তীদের" চিনতে পারলাম, এই-সব "সু-শীল হস্তী" বা রাঘব-বোয়ালদের কারনেই হয়তো আমাদের লেখার সাথে সম্পৃক্ত ছবিগুলো "সু-শীল ব্লগার হস্তীদের" মত বা "রাঘব-বোয়ালদের লেখার মত লেখার পূর্ব-লাইনে সংযোযন করা হয়-না ; -যেমন তাদের পোষ্টে সংযোযন করা হয় এবং "সু-শীল ব্লগার হস্তীদের" সাদা-বিষের ছোবলে সত্যের সন্ধ্যানীদের জন্য আমাদের লেখা-গুলো প্রথম পাতা থেকে বাদ-দেয়া হয় অথবা মুছে ফেলা-হয় , বন্ধ করে দেয়া হয় অন্যান্য পাঠকদের জন্য পড়ার লিংক ! ধন্যবাদ আপনাকে "যাযাবর বেদুইন" !

উদদিন › বিস্তারিত পোস্টঃ

« ভিয়েনা » থেকে « জুরিখ » 3 / 3

২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৩



কিন্তু আজ আর সে-সব দিনের কথা মনে পড়ছে-না , আজ মনে পড়ছে "রেখা-আপার" বড় নাতী "লুই" এর কথা , যার মার জন্ম হয়েছে এই জার্মানেই এক বাংগালী পরিবারে আর পিতার জন্ম-ও এই জার্মানেই কিন্তু মা থেকে সম্পূর্ন ভিন্ন একটা আলাদা পরিবারে , যে সব পরিবারের লোকেরা এক সময় দাবী করতো "আমরা জার্মান-জাতী পৃথিবীর সব মানুষ-জাতী থেকে আলাদা এবং আমাদের রক্তের রং লাল-নয় , আমাদের রক্তের রং"নীল" " ! তেমনি কোন এক পরিবারে জন্ম হওয়া সেই জার্মান-জাতীর"ই কেউ একজন "লুই" এর পিতা ! কিন্তু আজকের এই "লুই" এর পিতার চেহারায় বা মনে সেই অহমিকা বা দাম্বিকতার কোন"ই ছাপ-নাই , "অমায়ীক" "মায়া-ভরা মুখ" এবং "বন্ধু-সুলভ" মনোভাবের এক সাধারন জার্মানী ! এক সময় কেন জার্মানীরা নিজেদের পৃথিবীর সব মানুষ-জাতী থেকে আলাদা এবং রক্তের রং"নীল" বলে দাবী করতো তার কোন তথ্য আমার জানা-নাই ! তবে এর আগে-ও যখন জার্মানীদের দেখেছি এবং এবার যখন "সিনথিয়া" আর নাজনিনের জামাই বা "বর" দেখলাম ওদের দিকে ভালো করে লখ্য করলে বুঝা-যায় রক্তের রং"নীল" না হলে-ও গায়ের রঙ্গে ঠিক"ই "নীল" রং এর উপস্থতি আছে ! "লুই" যেমন জার্মানী ভাষা "ডয়েচ" বলতে পারে তেমনী বাংলা ভাষা "বাংলা"-ও বলতে পারে , আশ্চর্য বিষয় হলো এই বয়সেই "ও" বুঝে নিয়েছে মার আত্মীয়ের সাথে কোন ভাষায় কথা বলতে হবে আর পিতার আত্মীয়ের সাথে কোন ভাষায় ! "দুলাভাই" আর "রেখা-আপা" জানালেন "লুই" এর মা "লুই"-কে যে-ভাবে আন্তরিকতার সাথে "বাংলা" শিখায় "ছোট-বেলা সে নিজেই অর্থ্যাৎ "লুই" এর মা নিজে-ও এতো আন্তরিকতার সাথে "বাংলা" বলতো-না , হয়তো মেয়েদের এই স্বভাব টা-কেই আমরা গ্রামে বলে থাকি "মেয়েটা সংসারী হয়েছে" !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.