নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন্তব্য

উদদিন

"সামহোয়্যার ইন ব্লগের ব্লগার হিসাবে নিবেদিত প্রাণ যারা" প্রসঙ্গে ঃ আমার বক্তব্য টি সংযোযন করলাম ;- ব্লগার যাযাবর বেদুইন-কে বলছি ; "আপনার পোষ্ট পড়ে অন্তত কিছু "সু-শীল ব্লগার হস্তীদের" চিনতে পারলাম, এই-সব "সু-শীল হস্তী" বা রাঘব-বোয়ালদের কারনেই হয়তো আমাদের লেখার সাথে সম্পৃক্ত ছবিগুলো "সু-শীল ব্লগার হস্তীদের" মত বা "রাঘব-বোয়ালদের লেখার মত লেখার পূর্ব-লাইনে সংযোযন করা হয়-না ; -যেমন তাদের পোষ্টে সংযোযন করা হয় এবং "সু-শীল ব্লগার হস্তীদের" সাদা-বিষের ছোবলে সত্যের সন্ধ্যানীদের জন্য আমাদের লেখা-গুলো প্রথম পাতা থেকে বাদ-দেয়া হয় অথবা মুছে ফেলা-হয় , বন্ধ করে দেয়া হয় অন্যান্য পাঠকদের জন্য পড়ার লিংক ! ধন্যবাদ আপনাকে "যাযাবর বেদুইন" !

উদদিন › বিস্তারিত পোস্টঃ

বিপন্তীক এক ফরাসী কৃষকের গল্প ঃ p_4

২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

জন-লুকের পিছনে বিচ্ছু লেগেছে , তার নমুনা সে বুঝতে পেরেছে বেশ কয়েক মাস পূর্বে"ই , বিচ্ছু-গুলো বাড়ীর চারী পাশে এতোদিন শুধু ঘুড়েছে , তার বাড়ীর সীমানা শেষ থেকেই সরকারী জমি । আজ একজন এসে "ওর বাড়ীর ঠিক পাষ ঘেষে মাটি খোড়া শুড়ু করেছে , সাধারনত এমন সব কাজ করতে গেলে পাশের জমি বা বাড়ীর মালিক-কে পূর্বেই জানাতে হবে কবে থেকে এবং কি-ধরনের কাজ করবে এই জমি বা জায়গাতে , হোক তা সরকারী জমি , শুধু তা"ই নয় সরকারী জমি হলেই যে সরকার মনের ইচ্ছামত যা খুশী তা"ই করবে তা-ও পারবে-না , দেশের নিয়ম আছে , আছে আইন এবং সে আইন সবার জন্য , সরকার হলেই আইনের সুবিদা পাবে তা ফ্রাঁন্সের মত দেশে সম্ভব নয় ! এই জন্য গন-পূর্ত বিভাগ আছে , তাদের কাছ থেকে লেখিত অনুমতি নিয়ে কাজ শুরু করার তিন মাস পূর্বে কোন ধরনের কাজ করবে তার পূরো বর্ননা দিয়ে জমির পাশে একটা সাইন-বোর্ড লাগাতে হবে , কারন "আইন" সবার জন্য ! এই নিয়ম-টা এ জন্য"ই করা হয়েছে " আমার টাকা আছে সাথে জমি বা জায়গা-ও আছে সুতরাং আমার ইচ্ছা মত একটা ইন্ডাসষ্ট্রী খুলে বসবো আমার জমিতে তা সম্ভব হবে-না ! তার পর আছে "এলাকা-তে কোন "পাট্রি-মোয়ান" ( ঐতিহাসিক কোন দর্শনীয় স্থান ) আছে কি-না -যদি থাকে তা"হলে সিচুয়েশন হবে আরো জটিল ! এমতাবস্থায় পৌরসভা বা কমিউন ( ইউনিয়ন কাউন্সিল ) দিবে বাধা , স্বায়ত্ব-স্বাষন তো স্বায়ত্ব-স্বাষন সুতরাং পৌরসভা বা কমিউন বাধা দিলে সরকার-ও কিছুই তৈরী করতে পারবে-না সরকার তাঁর নিজস্ব জায়গায় ! তাই জন-লুক বেশ অবাক হলো , ঠিক বুঝে উঠতে পারছে-না ব্যাপারটা কি হতে পারে ? আজ যাকে দেখা যাচ্ছে সে পুরুষ নয় , একজন মহিলা বয়স ৩৫ এর মত হবে , পরনে আছে একটা লাল রং এর "রব" ( কামিজ ) , "রব" এর নীচে কিছু পরেছে কি-না তা কিছুই বুঝা যাচ্ছে-না যদি-ও রব-টি তেমন লম্বা-নয় "হাটুর বেশ উপড়ে উঠে আছে রব-টি , উঠে আছে মানে রবটি"ই খাঠ , তার পর-ও বুঝা যাচ্ছে-না রবের নীচে কিছু পরছে কি-না ভদ্র-মহিলা , তা-ছারা এ-সব দেখার বয়স-ও নাই জন-লুকের , একবার ভাবলো কমিউন-পুলিশ অথবা জনদাম-কে ফোন করবে -হয়তো "ওরা জানতে পারবে অফিসিয়াল তেমন কিছু হলে ! ফোন আর করলো-না , সিদ্ধান্ত নিলো মহিলার কাছে গিয়ে সে নিজেই জানবে ঘটনা-টা কি ? বাড়ী থেকে বের হয়ে জন-লুক মহিলার কাছে যেতে থাকলো , এক-সময় জন-লুক এতো কাছাকাছি হলো তারপর-ও কোন প্রতিক্রিয়া হলো-না মহিলার , হয়তো মহিলা কানে শুনে-না আবার এমন-ও হতে পারে জন-লুকের আগমন ইচ্ছা করেই এবাউট করে যাচ্ছে মহিলা , এরা "বিচ্ছু" , "বিচ্ছু" মানে ইনকাম-টেক্সের লোক , এদের খুব ভালো করেই চিনে সে ! খুব কাছাকাছি আসার পর-ও যখন মহিলার দিক থেকে কোন প্রতিক্রিয়া নাই "তাই জন-লুক"ই শুভসকাল জানালো "বো-জু" বলে , এবার মহিলা এমন ভাবে তাকালো যেন সে জন-লুকের আগমন সত্যি-সত্যি"ই বুঝতে পারে-নাই , তার অবসাধনতার জন্য খমা-ও চাইলো এবং সাথে-সাথে হাত থেকে গ্লব্স খুলে হাত মিলালো জন-লুকের সাথে "আমি বেলোরী" বলে !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.