নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন্তব্য

উদদিন

"সামহোয়্যার ইন ব্লগের ব্লগার হিসাবে নিবেদিত প্রাণ যারা" প্রসঙ্গে ঃ আমার বক্তব্য টি সংযোযন করলাম ;- ব্লগার যাযাবর বেদুইন-কে বলছি ; "আপনার পোষ্ট পড়ে অন্তত কিছু "সু-শীল ব্লগার হস্তীদের" চিনতে পারলাম, এই-সব "সু-শীল হস্তী" বা রাঘব-বোয়ালদের কারনেই হয়তো আমাদের লেখার সাথে সম্পৃক্ত ছবিগুলো "সু-শীল ব্লগার হস্তীদের" মত বা "রাঘব-বোয়ালদের লেখার মত লেখার পূর্ব-লাইনে সংযোযন করা হয়-না ; -যেমন তাদের পোষ্টে সংযোযন করা হয় এবং "সু-শীল ব্লগার হস্তীদের" সাদা-বিষের ছোবলে সত্যের সন্ধ্যানীদের জন্য আমাদের লেখা-গুলো প্রথম পাতা থেকে বাদ-দেয়া হয় অথবা মুছে ফেলা-হয় , বন্ধ করে দেয়া হয় অন্যান্য পাঠকদের জন্য পড়ার লিংক ! ধন্যবাদ আপনাকে "যাযাবর বেদুইন" !

উদদিন › বিস্তারিত পোস্টঃ

মার কাছে লেখা একটি চিঠি

২২ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০৪

"মা" ! "মা আজ একসাথে তোমাকে তিন-টা আনন্দ সংবাদ দিবো ঃ প্রথম-টা শুনে "তুমি কাঁধবে কিছুখন ! কিন্তু কি-করবো" জান"ই-তো "নাক-দিয়ে একটু পানি বের হলেই অসুস্থ বলে দেশের সবাইকে জানিয়ে দুঃশ্চিন্তায় রাখার স্বভাব আমার-নয় ! "শীতের দেশ ঠান্ডা একটু লাগবেই ! তা জানিয়ে আত্মীয়-স্বজন সবাই এবং তোমাকে এক-সপ্তাহ দুঃশ্চিন্তায় রাখার চেয়ে পরে শুনে আধা-ঘন্টা কান্না-কর বরং সেটাই আমার পছন্দ ! "গত বৃহঃস্পতি-বার সকালে অফিসে যাবো এমন সময় শরীরটা হঠাৎ করে অসুস্থ বোধ করি , ডাঃ কল করতে হয়েছিলো , ডাঃ প্রাথমিক দেখার পর কিছু ঔষধ দেয় এবং একটা চিঠি লেখে দেয় যেন আমি এখন"ই হাসপাতাল বা ক্লিনিকে গিয়ে রক্ত-সহ পূরো-বডি "চ্যাক-আপ" করি ! হাঁ বলে আমি ডাঃ বিদায় করে দিয়ে ফ্রার্মাসী থেকে ঔষধ নিয়ে আসি ! ইচ্ছা হলো-না আর ক্লিনিকে গিয়ে ঐ "রোবর্ট" নার্সদের ধাক্কা-ধাক্কি সহ্য করতে ! "রোবর্ট" নার্সদের এমন ভাব থাকে যেন বাইরে থেক আসা লোকগুলো সবাই অশিখ্খিত এবং মূর্খ্য , তাই বাসায়"ই ছিলাম , ঐষধ গুলো নিয়মিত ব্যাবহার করেছি ! আজ আমি সম্পূর্ন সুস্থ ! গতকাল থেকেই সুস্থ বোধ করছিলাম , আজ অফিস করে বাসায় ফিরলাম ! -তোমাকে যে মেয়েটির কথা বলেছিলাম গতকাল ওর সাথে যোগাযোগ করার জন্য "গোগুল+" অনেক চেষ্টা করে-ও ব্যার্থ হয়েছি , আজ সুমা ফোন করেছিলো , ও বললো- " ভাইয়া , তুমি-যে "ফেজ-বুক" বা "গোগুল+" মেয়েদের বিশ্বাস কর তা অত্যান্ত বিপদ জনক হয়ে দাড়াতে পারে ? আসলে মেয়েদের দোষ-নয় , যে মেয়েটার বা মেয়েদের ছবি তুমি দেখ সেই মেয়েরা হয়তো জানে-ও না "ফেজ-বুক" বা "গোগুল+" কি ? ঢাকার সন্ত্রাসী গ্রুপের ছেলেরা সঙ্গবদ্ধ ভাবে এ-গুলো করে , তারা ছেলেরাই মেয়ে সেজে "ফেজ-বুক" বা "গোগুল+" মেয়েদের ছবি দিয়ে এ-সব করে , সুন্দর-সুন্দর মেয়েদের ছবি সংগ্রহ করে একটা ছেলেই হয়তো ১০ টা একাউন্ট করে রেখেছে , এতে ওদের ২টা প্রফিট , এক ঃ সূন্দরী মেয়েদের ছবি দেখে "লাইক" বেশী পায় , দুই ঃ তা অত্যান্ত লাভ-জনক , সম্পর্ক যখন গভীরে চলে যায় তখন "মূমুর্ষ" একটা রোগীকে বাচানোর জন্য বা নিজেই খুব বিপদে পড়েছে বলে টাকা নেয়ার জন্য ফোন নং ব্যাঙ্ক এ্যাকাউন্ট পাঠায় "টাকা পাঠানোর জন্য , যদি সত্যি-সত্যি কারোর উপকার করতে পার-তো ভাল ! কিন্তু ওরা-তো সঙ্গবদ্ধ-সন্ত্রাসী ! ছবিতে যে মেয়েকে তুমি দেখ এমন-ও হতে পারে ঐ মেয়েটি-কে সন্ত্রাসীরা জোর করে ব্যাবহার করছে , সুতরাং সাবধান ! কিন্তু মা আশ্চর্য হই কেমন স্বাধীন দেশের লোক আমরা একটা লোকের ১০ টা পরিচয় থাকবে অথচ সরকারী যন্ত্র নীরব ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.