![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সামহোয়্যার ইন ব্লগের ব্লগার হিসাবে নিবেদিত প্রাণ যারা" প্রসঙ্গে ঃ আমার বক্তব্য টি সংযোযন করলাম ;- ব্লগার যাযাবর বেদুইন-কে বলছি ; "আপনার পোষ্ট পড়ে অন্তত কিছু "সু-শীল ব্লগার হস্তীদের" চিনতে পারলাম, এই-সব "সু-শীল হস্তী" বা রাঘব-বোয়ালদের কারনেই হয়তো আমাদের লেখার সাথে সম্পৃক্ত ছবিগুলো "সু-শীল ব্লগার হস্তীদের" মত বা "রাঘব-বোয়ালদের লেখার মত লেখার পূর্ব-লাইনে সংযোযন করা হয়-না ; -যেমন তাদের পোষ্টে সংযোযন করা হয় এবং "সু-শীল ব্লগার হস্তীদের" সাদা-বিষের ছোবলে সত্যের সন্ধ্যানীদের জন্য আমাদের লেখা-গুলো প্রথম পাতা থেকে বাদ-দেয়া হয় অথবা মুছে ফেলা-হয় , বন্ধ করে দেয়া হয় অন্যান্য পাঠকদের জন্য পড়ার লিংক ! ধন্যবাদ আপনাকে "যাযাবর বেদুইন" !
প্রকৃত একজন ইমানদার "মানুষ" বা একজন "মমিন-মুসলমান যিঁনি বা যাঁরা তাঁদের মন-থেকে "ভালোবেসে , বিশ্বাষ করে ইসলাম ধর্ম-কে গ্রহন করেছেন এবং সে-বিশ্বাষ নিয়ে"ই ইসলাম-কে উপযুক্ত সন্মান দিয়ে ইসলামী কাজ-কর্ম করছেন এবং জীবন-যাপন করছেন "তাঁরা কখন-ও তাঁদের নিজেদের "পোষাক" ও স্ব-সরীরে কোন "ধর্মীয়" চিহ্ন" রাখার কোন প্রয়োজনীয়তা আছে বলে তেমন ঘূরুত্ব দেন-না , তাঁর বা তাঁদের বিশ্বাস সব মানুষের উপর , সব মানুষ-কে"ই তাঁরা ভালোবাসেন , "রং , ধর্ম ও ভাষার কারন দেখিয়ে একমাত্র আল্লাহ"র-ই শৃষ্টি সেরা-জীব "মানুষ"-কে বিভক্ত বা দূরে সরিয়ে দেন-না , কারন আজকের আমরা সব মানুষ"ই "আদম এবং হাওয়া" থেকে এসেছি এবং ইসলাম-ও তাই বলে ।
©somewhere in net ltd.