নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন্তব্য

উদদিন

"সামহোয়্যার ইন ব্লগের ব্লগার হিসাবে নিবেদিত প্রাণ যারা" প্রসঙ্গে ঃ আমার বক্তব্য টি সংযোযন করলাম ;- ব্লগার যাযাবর বেদুইন-কে বলছি ; "আপনার পোষ্ট পড়ে অন্তত কিছু "সু-শীল ব্লগার হস্তীদের" চিনতে পারলাম, এই-সব "সু-শীল হস্তী" বা রাঘব-বোয়ালদের কারনেই হয়তো আমাদের লেখার সাথে সম্পৃক্ত ছবিগুলো "সু-শীল ব্লগার হস্তীদের" মত বা "রাঘব-বোয়ালদের লেখার মত লেখার পূর্ব-লাইনে সংযোযন করা হয়-না ; -যেমন তাদের পোষ্টে সংযোযন করা হয় এবং "সু-শীল ব্লগার হস্তীদের" সাদা-বিষের ছোবলে সত্যের সন্ধ্যানীদের জন্য আমাদের লেখা-গুলো প্রথম পাতা থেকে বাদ-দেয়া হয় অথবা মুছে ফেলা-হয় , বন্ধ করে দেয়া হয় অন্যান্য পাঠকদের জন্য পড়ার লিংক ! ধন্যবাদ আপনাকে "যাযাবর বেদুইন" !

উদদিন › বিস্তারিত পোস্টঃ

"মা"র মুখে শুনা কোলকাতার সত্য গল্প (এক)

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ২:০৪



আমার সেঝ মামা একটু বেশী বয়সে বিয়ে করেছেন , পাশের বাড়ীটাই তাঁর শ্বশুর বাড়ী ! না প্রেম করে নয় ! বড় মামী মেয়ের সাথে কথা বলে এ বিয়ে ঠিক করেছেন । বাইরের মেয়েরা মামার বয়স দেখেই মামাকে রিজেক্ট করেছেন , আমি "মা"-কে বলতাম -তোমার ভাইয়ের মেজাজ যদি মেয়েরা জানতো তা" "ওরা" দুই-বার তোমার ভাই-কে রিজেক্ট করতো ? "মা" বলতেন এটা ঠিক নয় ! তোমার "পিতার" মেজাজ-কি কম ? আর জেনেও আমি তোমার "পিতাকে" বিয়ে করেছি ! "মা" আরো বলতেন " তোমার পিতার মেজাজ গরম , কিন্তু নিজের স্বার্থের জন্য কখন-ও নরম মেজাজী মানুষ গুলোর মত অন্যায়-কে কখন-ও মানে-নাই এখন-ও মানে-না এবং তোমার পিতার কারনে অন্যেরা অন্যায় ভাবে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে পারেনা বলেই তোমার পিতাকে মেজাজী লোক বলে লোকজনের কাছ থেকে তোমার পিতাকে সরিয়ে রাখতে চায় ! কিন্তু গ্রামের লোকজন-কে-কি ওরা সরাতে পেরেছে তোমার পিতার কাছ থেকে ? পারে নাই ! আর ওনি যদি সত্যি-সত্যি মন্দ লোক হতো তা"হলেতো গ্রামের লোক , বাড়ীর লোক তাঁর কাছে আসতো-না বরং দূরত্ব বজায় রেখে চলতো ! আসলে এগুলো হলে "ভিলেজ-পলিটিক্স" আরো বড় হলে বুজবে ! এখন ঠিক"ই বুঝি ! আমার পিতা বড় হয়েছেন ঢাকা নিজ পরিবারের-সাথে"ই ঢাকাতে পরিবারের আদি বাস-ও এই ঢাকার পাশের এক গ্রামে । বিয়ের পূর্বে তিনি কোলকাতা চলেযান এবং থাকতে শুরু করেন , পরিবারের চাপে এক-সময় এসে বিয়ে করেন পিতার" "মামাত বোন" , জন্ম হয় আমার বড় ভাইয়ের , এরপর পরিবারের চাপেই মা এবং ভাইকে নিয়ে কোলকাতাতেই বসবাস করতে শুরু করেন , কোলকাতায় জন্ম নেয় আমার মেঝা ভাই , মার কাছ থেকে কোলকাতার কত গল্প যে শুনেছি , মার কাছ থেকে কোলকাতার কত গল্প শুনতে-শুনতেই হয়তো কোলকাতা-কে আমি বা আমরা ভালোবেসে ফেলছি , -ভালোবেসে ফেলছি গোটা "ভারত"-কে ! মা গল্প করতে-করতে কেঁদে উঠতেন তাঁর ফেলে আসা গুছানো সংসারের জন্য , মার ঐ কান্না দেখে আমরা-ও স্থির থাকতে পারতাম-না , টল-টল করে আমাদের"ই অজান্তে আমাদের চোখ থেকে পানি ঝরতে থাকতো , কতযে গল্প ছিলো তার , পাড়াপ্রতিবেশীদের গল্প"ই পেত বেশী প্রাধান্য !

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৪১

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.