![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সামহোয়্যার ইন ব্লগের ব্লগার হিসাবে নিবেদিত প্রাণ যারা" প্রসঙ্গে ঃ আমার বক্তব্য টি সংযোযন করলাম ;- ব্লগার যাযাবর বেদুইন-কে বলছি ; "আপনার পোষ্ট পড়ে অন্তত কিছু "সু-শীল ব্লগার হস্তীদের" চিনতে পারলাম, এই-সব "সু-শীল হস্তী" বা রাঘব-বোয়ালদের কারনেই হয়তো আমাদের লেখার সাথে সম্পৃক্ত ছবিগুলো "সু-শীল ব্লগার হস্তীদের" মত বা "রাঘব-বোয়ালদের লেখার মত লেখার পূর্ব-লাইনে সংযোযন করা হয়-না ; -যেমন তাদের পোষ্টে সংযোযন করা হয় এবং "সু-শীল ব্লগার হস্তীদের" সাদা-বিষের ছোবলে সত্যের সন্ধ্যানীদের জন্য আমাদের লেখা-গুলো প্রথম পাতা থেকে বাদ-দেয়া হয় অথবা মুছে ফেলা-হয় , বন্ধ করে দেয়া হয় অন্যান্য পাঠকদের জন্য পড়ার লিংক ! ধন্যবাদ আপনাকে "যাযাবর বেদুইন" !
তোমাদের মেঝ ভাইয়ের জন্মের পর পাড়া-প্রতিবেশীর কতো লোকজন-যে আসতেন তোমার ভাইকে দেখার জন্য ! সেই সময় আমাদের কারোর মনে কখনও কোন দিন প্রশ্ন-জাগে নাই বা জাগতো-না কাউকে জিঙ্ঘাসা করি তুমি "হিন্দু" না "মুসলমান" "আমরা সবাই "প্রতিবেশী" ! তখনকার "প্রতিবেশী" আর একনকার "প্রতিবেশীর" মধ্যে বিড়াট ব্যাবধান ! তখনকার "প্রতিবেশী" ছিলো "-যেন তাঁরা একই পরিবারের লোক" না-কেউ "হিন্দু" না-কেউ "মুসলমান" সবাই আমরা "মানুষ" ! তখন নিজে বাড়ী করে হউক বা বাড়ী ভাড়া করে এসে প্রতিবেশী "হও" কেউ প্রশ্ন-ও করতো-না আর এতো জবাব-ও দিতে হতো-না -কোন জিলার বা কোন ধর্মের লোক , সবাই আমরা "মানুষ" সবাই আমরা "মহা-ভারতের" " হিন্দু-মুসলিম ভাই-ভাই" এটাই ছিলো তখনকার রাজনৈতিক "শ্লো-গান"! "জয়" হলে তুমি "হিন্দু" আর "জিন্দাবাদ" হলে আমি "মুসলমান" এমন কোন "অপ-বাদ" মূলক কথা কেউ"ই বলতো-না ! এই-সব "উস্কানী-মূলক" শব্দ "জয়" -"হিন্দু" জিন্দাবাদ" -"মুসলমান" ভারত-পাকিস্তান ভাগের পর "আওয়ামী-মুসলিমলীগ" রা নিজেদের যার যার স্বার্থ হাছিল করার জন্য "দুই পবিত্র ধর্মের" মাঝে ফাটল ধরিয়েছে ( মা সত্য বলতেন , এখন-ও ভারতে অধিকাংশ রাজনৈতিক দল গুলো " জিন্দাবাদ" বলে ) ! শব্দ "শব্দ"ই , শব্দের মধ্যে আবার ধর্ম আছে না-কি ? শব্দের মাঝে যদি ধর্ম থাকে তা"হলে-তো খাদ্যের মাঝে-ও ধর্ম থাকতে হবে ? যেমন;-রুটি বা ভাত "হিন্দু" সমাজ খায় বলে আমরা "মুসলমান" সমাজ তা বর্জন করতাম ! অথবা ইলিশ মাছ আমরা "মুসলমান" সমাজ খাই বলে তা "হিন্দু" সমাজ তা বর্জন করতো ? "দুই পবিত্র ধর্মের" নামে দেশ ভাগ হলে-তো খাদ্যের-ও ভাগ হতে-হতো ? মজার বেলায়-তো কোন কিছুই ভাগ হয়-না ! আমার "মার" কথা ছিলো স্পষ্ট - "বাংগালী মুসলমানগন বলে , বাংগালী মোল্লারা বলে , "সরীওতী" ফতুয়া দেয় "হিন্দুরা ( বাংগালী মুসলমানরা "হিন্দুগন"-ও বলে-না -বলে "হিন্দুরা" ) "অ-পরিস্কার" , "অ-পবিত্র" তারা "বিসমিল্লাহ" বলে-না , এটা-যদি বাংগালী মোল্লারা বলে তা"হলে তো "হিন্দু" লোক বা "হিন্দু" সমাজের সংস্পর্শে যা-কিছু আছে তা সবই বাংগালী মুসলমানগনের জন্য , বাংগালী মোল্লাদের জন্য "হারাম" , কেন-তবে "হিন্দু" লোক বা "হিন্দু" সমাজের তৈরী "মিষ্টি" বাংগালী মুসলমানগন , বাংগালী মোল্লাগন এতো মজা করে খায় ? আবার "ওয়াজ" পড়াতে এসে বাড়ীর জন্য নিয়ে-ও যায় ! এতো সাধারন একটা উদাহরন ! এমন আরো কত শত-শত উদাহরন আছে যার জবাব বাংগালী মোল্লারা দিতে পারবে তো দূরের কথা জানেও-না" ।
©somewhere in net ltd.