![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সামহোয়্যার ইন ব্লগের ব্লগার হিসাবে নিবেদিত প্রাণ যারা" প্রসঙ্গে ঃ আমার বক্তব্য টি সংযোযন করলাম ;- ব্লগার যাযাবর বেদুইন-কে বলছি ; "আপনার পোষ্ট পড়ে অন্তত কিছু "সু-শীল ব্লগার হস্তীদের" চিনতে পারলাম, এই-সব "সু-শীল হস্তী" বা রাঘব-বোয়ালদের কারনেই হয়তো আমাদের লেখার সাথে সম্পৃক্ত ছবিগুলো "সু-শীল ব্লগার হস্তীদের" মত বা "রাঘব-বোয়ালদের লেখার মত লেখার পূর্ব-লাইনে সংযোযন করা হয়-না ; -যেমন তাদের পোষ্টে সংযোযন করা হয় এবং "সু-শীল ব্লগার হস্তীদের" সাদা-বিষের ছোবলে সত্যের সন্ধ্যানীদের জন্য আমাদের লেখা-গুলো প্রথম পাতা থেকে বাদ-দেয়া হয় অথবা মুছে ফেলা-হয় , বন্ধ করে দেয়া হয় অন্যান্য পাঠকদের জন্য পড়ার লিংক ! ধন্যবাদ আপনাকে "যাযাবর বেদুইন" !
আমার "বা-জান" (আমাদের পিতা-কে আমরা সবাই "বা-জান" বলেই ডাকতাম) এর "গরম-মেজাজ" এর মূল কাহিনীটা শেষ করি ! পূর্বেই লেখেছি "বা-জান" বিয়ের পূর্বে তিনি কোলকাতা চলেযান এবং সেখানেই থাকতে শুরু করেন , প্রথমে চাকুরী এবং পরে "সাধনা" নামে তার এক বন্ধুর সাথে ব্যাবসা শুরু করেন , ব্যাবসা মানে "ছাপা-খানা" বা "প্রেন্টিং-প্রেশ" ব্যাবসা , এই ব্যাবসার অবস্থা ভালো হওয়ার কারনেই তিনি কোলকাতাতেই থাকবেন বলে "বা-জান" এর ইচ্ছা ছিলো , তাই আমার মেঝ চাচাকে-ও তিনি কোলকাতা নিয়ে যান , "সাধনা" বাবু আর "বা-জান" এর মধ্যে শুধু বন্ধুত্বের"ই সম্পর্ক ছিলো না , ছিলো দুই পরিবারের মধ্যে আত্মীয়তা ও আসা-যাওয়ার সম্পর্ক , "সাধনা" বাবু আর "সাধনা" বাবুর পরিবার ছারা আমাদের "ঈদ" হতো-না , আর আমাদের পরিবার ছারা "সাধনা" বাবু আর "সাধনা" বাবুর পরিবারের "পূজা" ( ১২ মাসের ১৩ কার্তিকক ) পূর্ন হতো-না , এই ছিলা দুই পরিবারের সম্পর্ক । "দুই পবিত্র ধর্মের" মাঝে এ এক সফল স্বার্থকতার সৃতি-ফলক হিসাবে যখন এগিয়ে চলছিলো ভারত তখন বিলাতের ডিগ্রী নিয়ে তৎকালীন মহা-ভারতের"ই এক শ্রেনীর স্বার্থ পর ব্যাক্তি ভারতে পা রাখলেন যার মধ্যে ছিলো "মাতাল কায়দে-আযম জিন্নাহ" যার এক হাতে থাকতো বিলাতী "মধ" আর এক হাতে থাকতো "পবিত্র-কোরআন" যা ছিলো জিন্নাহ"র রাজনৈতিক হাতিয়ার , দিন যায় সমস্যা বাড়ে , যুগ-যুগ বা শত-শত বছর যাবৎ বসবাস করে আসা সমস্ত ধর্মের লোক ভাই-ভাই সম্পর্ক নিয়ে পূর্বের মতই এক ভারতে বসবাস করতে থাকলো , "বৌদ্য" "হিন্দু" "ভ্রাম্য" খৃষ্টান এমনকি ইহুদী-ও ছিলো তাতে । শুধু আমরা মুসলমান থাকতে চাইলাম-না বাকি সব ধর্মের সাথে এক-ভারতে "মহা-ভারতে , জিন্নাহ"র ধর্মীয় ব্যাবসার সাথে "ইসলামের" নাম নিয়ে যোগ দিলাম আমরা "বাংগালী মুসলমান" , শুরু হলো রায়েট , "সাধনা" বাবু আর "সাধনা" বাবুর পরিবার অনেক বিপদ থেকে রখ্খা করলেন , এক সময় তার নিজ বাড়ীতে নিয়ে রাখলেন আমার দুই ভাই এবং মা-কে , পরিস্থিতি যখন আরো ঘোলাটে হলো "বা-জান" এবং "চাচা"-ও "সাধনা" বাবুর পরিবারের কাছে গিয়ে উঠলেন , যতোই দিন যাইতে থাকলো পরিস্থিতি -ততই ঘোলাটে হতে শুরু করলো , ঢাকা থেকেও তাগাদা , পারিবারিক চাপ , মিথ্যা গুঞ্জন , সব মিলে এক সময় বাধ্য হন আমাদের পূরো পরিবার ঢাকায় ফিরে আসতে । এই-যে এই ফিরে আসা শুধু-মাত্র একটা লোকের রাজনৈতিক স্বার্থের জন্য তা ঢাকায় ফিরে "বা-জান" কোন দিন"ই মেনে নিতে পারেন-নাই , তিনি জিন্নাহ"র ধর্মীয় ব্যাবসার নামে "ইসলামের" এই অপমান-কে কোন দিন খমা করেন-নাই ! তাই কোলকাতা তিনি যখন স্থায়ী ভাবে বসবাস করতে শুরু করলেন এবং বুঝতে পারলেন তার নিজ গ্রামে-ও চলছে "ইসলামের" নামে ধর্মীয় ব্যাবসা তখন আর তিনি মেনে নিতে পারেন-নাই , "অন্যায়" আর "ধর্ম "-কে কোনদিন"ই মিশাতে দিতেন-না , "ইসলামের" নামে ধর্মী নিয়ে যারা ব্যাবসা করতেছিলেন যুগের পর যুগ সেই সব ভন্ড ধর্মীয় ব্যাবশায়ীদের ব্যাবসা হয়ে গেল বন্ধ , যুগের পর যুগ মসজিদের জমির ফসল , মসজিদের বাগানের ফল আত্মসাৎ করে আসতেছিলো তা এখন বিক্রি করে স্কুলে দেয়ার সব ব্যাবস্থা করলেন , এবং মসজিদের"ই বিভিন্ন উন্নয়ন কাজে হাত দিলেন , গ্রামের লোকজন আস্তে-আস্তে আমার পিতার পাশে এসে দাড়ালেন , তখন গ্রামের ধর্মীয় ব্যাবশায়ীরা "শিয়ালের আঙ্গুর ফল টক" গল্পের মতই বলতেন "গরম-মেজাজী" লোক ।
সবাইকে Good By , সবাই ভাল থাক , সুস্থ থাক এবং সাবধানে থাক !
২৬ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৮
উদদিন বলেছেন: "দৃষ্টিসীমানা" ধন্যবাদ তোমাকে , হ্যাঁ "আমার মা-র কাছে শুনা , কিন্তু অনেক কিছু"ই তাঁর এবং আমার "বা-জান"-এর জীবন থেকে নেয়া , তাঁরা এক সময় কোলকাতা থাকতেন , হিন্দু-মুসলীম রায়েটের সময় বাংলাদেশে চলে-আসেন ! তোমাকে কথা-গুলো লেখতে বেশ ভালো-লাগলো , ভালো থাকবে নিঃশ্চই !
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০৫
দৃষ্টিসীমানা বলেছেন: মায়ের কাছে শুনা - - - তিনটা-ই পড়লাম ,ভাল লাগল ।