![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সামহোয়্যার ইন ব্লগের ব্লগার হিসাবে নিবেদিত প্রাণ যারা" প্রসঙ্গে ঃ আমার বক্তব্য টি সংযোযন করলাম ;- ব্লগার যাযাবর বেদুইন-কে বলছি ; "আপনার পোষ্ট পড়ে অন্তত কিছু "সু-শীল ব্লগার হস্তীদের" চিনতে পারলাম, এই-সব "সু-শীল হস্তী" বা রাঘব-বোয়ালদের কারনেই হয়তো আমাদের লেখার সাথে সম্পৃক্ত ছবিগুলো "সু-শীল ব্লগার হস্তীদের" মত বা "রাঘব-বোয়ালদের লেখার মত লেখার পূর্ব-লাইনে সংযোযন করা হয়-না ; -যেমন তাদের পোষ্টে সংযোযন করা হয় এবং "সু-শীল ব্লগার হস্তীদের" সাদা-বিষের ছোবলে সত্যের সন্ধ্যানীদের জন্য আমাদের লেখা-গুলো প্রথম পাতা থেকে বাদ-দেয়া হয় অথবা মুছে ফেলা-হয় , বন্ধ করে দেয়া হয় অন্যান্য পাঠকদের জন্য পড়ার লিংক ! ধন্যবাদ আপনাকে "যাযাবর বেদুইন" !
সেক্সস্যুয়েল দিক-থেকে ( আমরা বাইরে বসবাস রত-গন সেক্স শব্দ ব্যাবহার না করে "লাভ" শব্দ ব্যাবহার করি -তাতে সুন্দর শুনায় ) কি-ভাবে তৃপ্তি-দিতে হয় বা তৃপ্তি পাইতে পারেন একজন মহিলা ‘তা শুধু ইন্ডিয়ার পুরুষ-গন"ই নয় , পৃথিবীর অনেক-দেশের পুরুষ-রা"ই জানে-না বা জানলে-ও দিতে চান-না যথেষ্ট সময় বা সুযোগ , একজন নারী-কে লাভ করার মত উপযুক্ত সময় ও পরিপূর্ন ভাবে তৈরী হতে তার স্বামীকে হতে হবে অনেক যত্নবান ও ধর্যশীল , লাভ করার মত অর্থাৎ সঙ্গম করার জন্য একজন পুরুষ যত তারাতরি প্রস্তুত হয়ে যায় তার তুলনায় একজন মহিলার জন্য সঙ্গম করার মত নিজেকে নিজের শরীর-কে তৈরী করতে সময় লাগে কখন-ও ১ বা ২ মিনিট , আবার ১ ঘন্টা-ও সময় লেগে যেতে পারে , এমন-ও দেখা-যায় যে "সে দিনের জন্য মহিলাটি নিজেকে তৈরী"ই করতে পারলো-না , -তবে এমন হলে মহিলা-গন নিজে থেকেই সেক্রীফাইজ করেন তার স্বামীর জন্য , সুতরাং আজ মহিলা যে সেক্রীফাইজ করলো তার স্বামীর জন্য নিশ্চই স্বামীকে-ও লখ্য রাখতে হবে তার নিজ স্ত্রীর জন্য , কিন্তু তা না-করে প্রায় সব-পুরুষরা"ই সেই দাদার আমলের ষ্টাইলে সঙ্গম শুরু করে দেন অনেকটা "মুরগী" জবাই করার মত , তা না হয় ‘সঙ্গম না হয় ‘লাভ , তা মূলত হয়ে-যায় "ধর্ষণ"! কিন্তু সেক্স বা লাভ যা-ই বলি-না কেন তা একটা মেয়ে ৪০ বছর তার স্বামীর সাথে ঘড়-সংসার করে-ও যে তৃপ্তি স্বামীর কাছ থেকে পান নাই -তা হয়তো অন্য কোন পুরুষের সাথে একবার সঙ্গম করলেই পাইতে পারেন এবং তা সম্ভব ( কথা-টা অপ্রিয় লাগলে-ও সত্য এবং পরিখ্যিত ) ! বিশেষ অর্থে "সেক্স" আর "লাভ" এক নয় ! "সেক্স" হলো যৌবনের তারনা , আর "লাভ" হলো "যৌবন" আর "মনের" মিলনে পুরুষ-মহিলার শাররীক এবং মানষীক তৃপ্ততা , আসলে শব্দ-টা আরো অনেক গভীর বা মধুর কিন্তু আমি ঐ শব্দ-টা জানি-না ! কানডার কিউবেক ভাষায় বা ফ্রান্স ভাষায় বলে "ফ্যান্টাজ্ম" অর্থাৎ যৌবন আর মনের "আত্মতৃপ্তি" দু"জন"ই দুজনের দিক থেকে যে দেহ এবং মনের পূর্ন-স্বাধ পাওয়া তা"ই হলো লাভ বা ইংরেজীতে যারা পারদর্শী তারা বলেন "সেটিষ্টফেক্সশণ" ! অস্বস্থী লাগলে-ও সত্য জানা বিবেক বান পুরুষের জন্য অতি-প্রয়োজন এবং সেক্স বিশেষগ্যদের কাছ থেকে চিকিৎসা ও সময়মত পরাম নেয়া বিশেষ প্রয়োজন , বিশেষ করে সংসার টিকিয়ে রাখার জন্য ।
©somewhere in net ltd.