নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন্তব্য

উদদিন

"সামহোয়্যার ইন ব্লগের ব্লগার হিসাবে নিবেদিত প্রাণ যারা" প্রসঙ্গে ঃ আমার বক্তব্য টি সংযোযন করলাম ;- ব্লগার যাযাবর বেদুইন-কে বলছি ; "আপনার পোষ্ট পড়ে অন্তত কিছু "সু-শীল ব্লগার হস্তীদের" চিনতে পারলাম, এই-সব "সু-শীল হস্তী" বা রাঘব-বোয়ালদের কারনেই হয়তো আমাদের লেখার সাথে সম্পৃক্ত ছবিগুলো "সু-শীল ব্লগার হস্তীদের" মত বা "রাঘব-বোয়ালদের লেখার মত লেখার পূর্ব-লাইনে সংযোযন করা হয়-না ; -যেমন তাদের পোষ্টে সংযোযন করা হয় এবং "সু-শীল ব্লগার হস্তীদের" সাদা-বিষের ছোবলে সত্যের সন্ধ্যানীদের জন্য আমাদের লেখা-গুলো প্রথম পাতা থেকে বাদ-দেয়া হয় অথবা মুছে ফেলা-হয় , বন্ধ করে দেয়া হয় অন্যান্য পাঠকদের জন্য পড়ার লিংক ! ধন্যবাদ আপনাকে "যাযাবর বেদুইন" !

উদদিন › বিস্তারিত পোস্টঃ

সাইকেল কম্পিটিশন ফ্রাঁন্স Le Tour De France 2014

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩১





বর্তমান বিশ্বে ফ্রাঁন্সের "টুর দ্য ফ্রাঁন্স" ( Le Tour De France . সাইকেল কম্পিটিশন ফ্রাঁন্স ) জন-প্রিয় এক প্রফেশনাল খেলা , ফরাসীদের কাছে ফুটবলের পরে"ই "টুর দ্য ফ্রাঁন্স" এর জনপ্রিয়তার স্থান দখল করে আছে , প্রতি বছর এই খেলাটি জুলাইয়ের প্রথমে শুরু হয় এবং শেষ হয় জুলাইয়ের শেষে , একেক বছর একেক শহড় থেকে শুরু হয়ে কম্পিটিশনটি শেষ হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর-তম এ্যাভিনিউ সম্জেলীতে (Avenue des Champs-Élysées Paris ) এসে , কোন-কোন বছর কম্পিটিশন ফ্রাঁন্সের বাইরে থেকে-ও শুরু হয় , -যেমন এই বছর ইংল্যান্ডের « লেড" ( Leed ) সিটি থেকে শুরু হয়েছে ৫"ই জুলাই শনিবার , এবার ইংল্যান্ড দ্বীতীয়-বারের মত এই খেলার উদভোধনী অনুষ্ঠানের আয়োজন করার সন্মান পান , এর আগে ২০০৭ এ তাঁরা প্রথম বারের মত উদভোধনী অনুষ্ঠানের আয়োজন করেছিলেন যুক্ত-রাজ্যে , সে-বার খেলাটি শুরু হয়েছিলো ইংল্যান্ড বা যুক্ত-রাজ্যের রাজধানী "লন্ডন" শহড় থেকে , এবারের কম্পিটিশন নাম্বার ১০১ তম , ১৯০৩ তিন সালের ১৯ শে জানুয়ারী-তে "টুর দ্য ফ্রাঁন্স" ( সাইকেল কম্পিটিশন ফ্রাঁন্স ) নামে সাইকেল খেলাটি প্রথম বারের মত আত্ম-প্রকাশ লাভ করে ! হা" আমি বুঝতে পারছি তোমরা বলবে "আমি অংকে কাঁচা , তা-না হলে ১৯০৩ সালে যদি খেলাটি প্রথম বাবারের মত আত্ম-প্রকাশ লাভ করে আর এবার আমরা হলাম ২০১৪ সাল , তা"হলে ১১৬ তম না হয়ে ১০১ তম হয় কি-করে ? সত্যি"ই "আমি অংকে কাঁচা ! "তবে প্রথম বিশ্ব-যুদ্ধ এবং দ্বীতীয় বিশ্ব-যুদ্ধের কারনে বেশ কয়েক বছর কম্পিটিশনটি হতে পারে-নাই , তাই এবারের খেলাটি হলো ১০১ তম "টুর দ্য ফ্রাঁন্স" ! প্রায় ১৯০-টি দেশ থেকে এই খেলাটি সরাসরি প্রচার করা হয় সাইকেল প্রিয় দর্শক ভাই-বোনদের জন্য ! Monsieur , Henri Desgrange নামে এক খেলার-পত্রিকা সম্পাদক তাঁর পত্রিকা জন প্রিয় হওয়ার জন্য "টুর দ্য ফ্রাঁন্স" নামে সাইকেল কম্পিটিশন ফ্রাঁন্স খেলাটির পরিকল্পনা এবং বাস্তবায়িত করেন , খেলাটির নাম "টুর দ্য ফ্রাঁন্স" , কিন্তু খেলাটি "ওয়ার্ল্ড-টুর" সন্মানে ভুষিত এবং এই কম্পিটিশনে ওয়ার্ল্ড-এর যে কোন দেশ থেকে এসে যে-কোন সাইকেল ক্লাব অংশ গ্রহন করতে পারবেন -যদি তাঁদের ক্লাবের মান ভালো-থাকে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.