নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন্তব্য

উদদিন

"সামহোয়্যার ইন ব্লগের ব্লগার হিসাবে নিবেদিত প্রাণ যারা" প্রসঙ্গে ঃ আমার বক্তব্য টি সংযোযন করলাম ;- ব্লগার যাযাবর বেদুইন-কে বলছি ; "আপনার পোষ্ট পড়ে অন্তত কিছু "সু-শীল ব্লগার হস্তীদের" চিনতে পারলাম, এই-সব "সু-শীল হস্তী" বা রাঘব-বোয়ালদের কারনেই হয়তো আমাদের লেখার সাথে সম্পৃক্ত ছবিগুলো "সু-শীল ব্লগার হস্তীদের" মত বা "রাঘব-বোয়ালদের লেখার মত লেখার পূর্ব-লাইনে সংযোযন করা হয়-না ; -যেমন তাদের পোষ্টে সংযোযন করা হয় এবং "সু-শীল ব্লগার হস্তীদের" সাদা-বিষের ছোবলে সত্যের সন্ধ্যানীদের জন্য আমাদের লেখা-গুলো প্রথম পাতা থেকে বাদ-দেয়া হয় অথবা মুছে ফেলা-হয় , বন্ধ করে দেয়া হয় অন্যান্য পাঠকদের জন্য পড়ার লিংক ! ধন্যবাদ আপনাকে "যাযাবর বেদুইন" !

উদদিন › বিস্তারিত পোস্টঃ

বাংলা এবং ফরাসী ভাষায় লেখা কিছু-কথা ঃ

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ২:১৭





কেউ আমাকে আঘাত করলে আমি বেথা-পাই , যদি আমরা শুধু এইটুকোই বুঝি তা"হলেই আর আমার দ্বারা অন্য কারোর খতি করা সম্ভব নয় এবং এ-ভাবেই একদিন আমাদের পৃথিবীতে অবশ্ব্যই শান্তি ফিরে আসবে !

Quand on me frappe, j’ai mal. Si je pense que ça me fais mal, je ne ferais pas de mal à d’autres personnes.



আমি জানি , কোন না কোন কারনে সবার মনে"ই একদিন অনু-শোচনা আসে , বিশেষ করে "যখন আমরা কাউকে কখন-ও অন্যায় ভাবে "আঘাত" করি ! তবু-ও কেন-করি ? আসুন , একা-মনে ভাবি একবার করে প্রতিদিন ।

Je sais que tout le monde sait que quand on frappe quelqu’un cette personne aura mal, mais pourquoi on fait ça ?



আমার সারা দিনের লেখাতে একটা উপকার-ও যদি কারোর হয় বা কারোর মনে আমি একটু-খনের জন্য হলে-ও আনন্দ দিতে পারি তাতে আমি শান্তি-পাই ! এ-ভাবে লেখতে-লেখতে পরিবর্তন একদিন আসবে"ই আমাদের এই সভ্য জগৎ-এ !

Dans tout ce que j’écris dans la journée, si une parole peut bénéficier à quelqu’un, je me sens bien.



কথার সাথে কাজের মিল আছে -এমন চরিত্র"ই হতে হবে আমাদের এবং এটাই আমাদের মূখ্য উদ্যেশ্য ও আদর্শ হওয়া প্রয়োজন যা মানব কল্যেনের জন্য একজন মানুষের চরিত্রে থাকতে-হয় !

Il faut qu’il y ait un lien entre ce que je fais et ce que je dis. Alors là, je suis un humain. Cela, tout le monde doit s’en rappeler.

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.