![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সামহোয়্যার ইন ব্লগের ব্লগার হিসাবে নিবেদিত প্রাণ যারা" প্রসঙ্গে ঃ আমার বক্তব্য টি সংযোযন করলাম ;- ব্লগার যাযাবর বেদুইন-কে বলছি ; "আপনার পোষ্ট পড়ে অন্তত কিছু "সু-শীল ব্লগার হস্তীদের" চিনতে পারলাম, এই-সব "সু-শীল হস্তী" বা রাঘব-বোয়ালদের কারনেই হয়তো আমাদের লেখার সাথে সম্পৃক্ত ছবিগুলো "সু-শীল ব্লগার হস্তীদের" মত বা "রাঘব-বোয়ালদের লেখার মত লেখার পূর্ব-লাইনে সংযোযন করা হয়-না ; -যেমন তাদের পোষ্টে সংযোযন করা হয় এবং "সু-শীল ব্লগার হস্তীদের" সাদা-বিষের ছোবলে সত্যের সন্ধ্যানীদের জন্য আমাদের লেখা-গুলো প্রথম পাতা থেকে বাদ-দেয়া হয় অথবা মুছে ফেলা-হয় , বন্ধ করে দেয়া হয় অন্যান্য পাঠকদের জন্য পড়ার লিংক ! ধন্যবাদ আপনাকে "যাযাবর বেদুইন" !
যে বয়সটায় ছেলেরা কবি হয়ে যায় এবং কবিতা লেখতে শুরু করে "প্রমের কবিতা , সে বয়সে আমি-ও কবি হতে চেয়েছিলাম "কবিতা-ও লেখা শুরু করলাম , কিন্তু পারলাম-না একটা"ও প্রেমের কবিতা লেখতে ! যা লেখেছিলাম তা পড়ে "বা-জান" আমাকে বলেছিলো "বাবা এ-বয়সেতো ছেলেরা প্রেমের কবিতা লেখে "আর তুমিতো লেখেছে বৈরী হওয়ার কথা" , আমার যৌবন বয়সের লেখা কবিতা থেকে একটা কবিতা আজ এখানে প্রকাশ করলাম যে কবিতা আমার জীবন-কে আজ স্বার্থক করে তুলেছে অথবা প্রায় স্বার্থক ।
প্রতিভা
প্রতিভা থাকে যদি ঘড়ে থাকলে বসে
বিকাশ ঘটবে-না গলি থেকে রাজ-পথে !
প্রতিভা নয়তো বস্তু লুকিয়ে রাখার মতো
যেমনি সূর্য উদিত হয় মেঘে ঢাকে যতো !
মেঘ হলেই বৃষ্টি নামে যত"ই বাতাসে কাটে
প্রকাশে বিকাশ ঘটে ঝড়তা যায় চলে !
লজ্জা নয় বিলাও প্রতিভা মুক্ত-দিগন্তে আপন-মনে
ভালো-মন্দ বিচার হবে প্রতিভা বিকাশের পরে !
অর্থ আর সম্পদ যদিও ভুরি-ভুরি আছে
সব"ই হার মানবে তোমার "প্রতিভা"র কাছে !
©somewhere in net ltd.