নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন্তব্য

উদদিন

"সামহোয়্যার ইন ব্লগের ব্লগার হিসাবে নিবেদিত প্রাণ যারা" প্রসঙ্গে ঃ আমার বক্তব্য টি সংযোযন করলাম ;- ব্লগার যাযাবর বেদুইন-কে বলছি ; "আপনার পোষ্ট পড়ে অন্তত কিছু "সু-শীল ব্লগার হস্তীদের" চিনতে পারলাম, এই-সব "সু-শীল হস্তী" বা রাঘব-বোয়ালদের কারনেই হয়তো আমাদের লেখার সাথে সম্পৃক্ত ছবিগুলো "সু-শীল ব্লগার হস্তীদের" মত বা "রাঘব-বোয়ালদের লেখার মত লেখার পূর্ব-লাইনে সংযোযন করা হয়-না ; -যেমন তাদের পোষ্টে সংযোযন করা হয় এবং "সু-শীল ব্লগার হস্তীদের" সাদা-বিষের ছোবলে সত্যের সন্ধ্যানীদের জন্য আমাদের লেখা-গুলো প্রথম পাতা থেকে বাদ-দেয়া হয় অথবা মুছে ফেলা-হয় , বন্ধ করে দেয়া হয় অন্যান্য পাঠকদের জন্য পড়ার লিংক ! ধন্যবাদ আপনাকে "যাযাবর বেদুইন" !

উদদিন › বিস্তারিত পোস্টঃ

স্মার্ট-ভালোবাসা

২৬ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০৬



শুধু তোমাকে"ই ( সকালে লেখেছিলাম )

"সূর্যদৈয়ের-শুভেচ্ছা" , আজ মঙ্গল-বার , তুমি জান আমার সামার ভ্যাকেশন চলছে , বাবুল বাবুলের বউ আর ওর শালী আসবে বলে এবার দেশে-ও আসা হলো-না , দেশে যেহেতু আসলাম-না ভেবেছিলাম সারাখন তোমার সাথেই কথা বলবো , কবিতা অথবা শুনাবো তোমাকে গান , বাকি সময় পরে থাকবো স্কাইপে শুনবো তোমার মন-ভুলানো কথা , দেখবো চোখের জল কখন-ও আনন্দের অথবা অভিমানের , কিন্তু তা আর হলো কোথায় ? ভ্যাকেশন আসলো আর মনে পড়লো জমে থাকা আছে সাড়া বছরের কতো কাজ । শব্জীর বাগানে শব্জী , টমাটো-গুলো , মিরাবেল গাছের মিরাবেল পেকে টুপ-টুপ করে ঝড়ে পড়ছে , সে-খানে কোথা-থেকে পিপড়া-গুলো এসে বেধেছে সংসার যা খাবারের টেবিলে বসলেই চোখে পড়ে প্রতিদিন , তবু-ও আজ আমি কিছুই করবো-না ভাবছি সারাদিন , তাই টয়লেটের কাজ এবং নাস্তা সেরে এক-কাপ গরম "কফি" নিয়ে টি-ভি"র সামনে বসে সাপ্তাহিক রিপোর্ট-গুলো দেখবো বলে ভাবছি , কিন্তু "মনে থাকবে "তুমি" আর তুমি , তুমি ছিলে আজ আছ এবং থাকবে চিরদিন কিন্তু আজকের এই শূন্যতা ঘুচবে-কি কোনদিন ? আমি "কফি" খুব ভালো বানাই , তুলনা-হীন রান্না আমার , দেশী-বিদেশী যারা আমার রান্না খেয়েছে সবার"ই খুব ভালো-লেগেছে , -অপেখ্যায় আছি তোমাকে-ও একদিন আমি আমার নিজের হাতে "কফি" বানিয়ে খাওয়াবো ( কোলকাতার তুমি ,কিন্তু তুমি-তো জান আমরা বাংলাদেশীরা "চা , "কফি , বা "পানি সব কিছুই "খাই" ) , সাথে আমার সু-স্বাধের রান্না ! ঐ-দিন-গুলোর অপেখ্যায় তোমার-আমার এখনকার দিন-গুলো হাসি-আনন্দতে ভরে যাক এই প্রত্যাসা"ই আজ আমি করছি ! ভাল-থাকো !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.