নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

আমাদের ড. ইউনুস

২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২১



আমাদের ড. ইউনুস কেন জাতীয় দূর্যোগে কোথায়ও যান না, আজ ভেবে চিন্তে মোটামুটি একটা উত্তর পেলাম!



- সাভারের রানা প্লাজার দূর্ঘটনা স্থলে আমাদের বিরোধীনেত্রী গেলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাকে অনেক টিপ্পান্নী কাটলেন!



- সাভারের রানা প্লাজার দূর্ঘটনা স্থলে আমাদের মুসা ইব্রাহীম গেলেন ও ছবি তুললেন, পুরা ফেইসবুকে পোলাপাইন ঝাপাইয়া পড়ল, ফটোশেসন করার কি দরকার ছিল মামা!



- আমাদের ইমরান এইচ সরকার গন জাগরণমঞ্চ নিয়া কিছু টাকা তুলে সাভারের রানা প্লাজার দূর্ঘটনা স্থলে সেবা দিতে গেলেন, ডাক্তার আইজু সহ অনেকে তাকে টাকা মেরে দেয়ার কথা বললেন।



- আমাদের ভাতিজা ইরেশ জাকের ১৩ লক্ষ টাকা নিমিশেই ডেনেশন তুলে নিলেন সাভারের রানা প্লাজার দূর্ঘটনা স্থলের জন্য, প্রশ্ন উঠে গেল কেন তিনি বা কার নির্দেশে এই টাকা তুলেছেন, জায়গা মত কমপ্লেইন গেল!



সব কিছু ভেবে মনে হচ্ছে(!) এই সব নানান কথা উঠতে পারে বলেই আমাদের ড. ইউনুস কোথায়ও যান না! দেশী ভেজাল ভাল লাগে না! হা হা হা।

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৩

জুবায়ে১২ বলেছেন: ওখানে গেলে কি সুদ পাওয়া যাবে ভাই ?

২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪১

সাহাদাত উদরাজী বলেছেন: হা হা হা.।।। এই দুনিয়াতে কে না সুদ খায়!

২| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩২

মো ঃ আবু সাঈদ বলেছেন: গিয়ে কি হাসিনার মাইর খাইব নাকি??

২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪১

সাহাদাত উদরাজী বলেছেন: কঠিন দুনিয়া!

৩| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৪

আহলান বলেছেন: যারা হিমালয় জয় করার জন্য ট্রেলিং নেয়, তাদেরকে এই কাজে ব্যবহার করা উচিৎ ছিলো ... মুসা গং কে ধরে সুড়ঙ্গে নামানো উচিৎ ছিলো ...

২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪২

সাহাদাত উদরাজী বলেছেন: সেই সাহস নাই! এভারেষ্ট থেকে উদ্বারকরার কাজ অনেক কঠিন এবং সাহসী।

৪| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৮

টেকনিসিয়ান বলেছেন: ... মুসা/মিছা মুহিত গং কে ধরে সুড়ঙ্গে নামানো উচিৎ ছিলো ........
আরো ছিল মুসা ইব্রাহিম এর নতুন স্কুলের পোলাপাইন গুলো......

এমন একটি মহৎ কাজে তারা নাই কেন ?

২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৩

সাহাদাত উদরাজী বলেছেন: গরীব মানুষের জন্য এদের টাইম কই!

৫| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৯

হাসান মাহবুব বলেছেন: মানী লুকের মান বৈলা কথা!

২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৫

সাহাদাত উদরাজী বলেছেন: আরে এ যে দেখছি আমাদের হামা ভাই! আগে আসেন কোলাকুলি করি। কতদিন পরে আপনার দেখা পেলাম। বিবাহের পর কেমন যেন চুপ হয়ে গেলেন! তা কেমন আছেন?

মানী লুক মান লইয়্যা থাকুক!

৬| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫২

পুংটা বলেছেন:
সাবাস বাঙালী... এই দেখো বংলাদেশের হিরো। মনে রাখবা, হিরো থাকলে রিক্স নাই। :-&

২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০০

সাহাদাত উদরাজী বলেছেন: ব্রাদার ব্যাপারটা নিয়ে একটু আলাদা বক্তব্য দেখলাম। যিনি এই ছবি দুটো তুলেছেন তিনি হলেন প্রলয় হাসান। তার ব্যাখ্যা দেখে মনে হয়েছে ছবিটা বাই চান্সে উঠে গেছে! মাথায় কিছু ধরে না!

৭| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৩

রানিং ফ্ল্যাশ বলেছেন:




শাহাদাত ভাই

বুঝলাম। ভালো আছেনতো নাকি।

২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০১

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ রানিং ব্রাদার। হা, চলছে কোন মতে।
আপনাকে চিন্তে পারছি না। একটু যদি ভাল করে ফ্লাশ মারতেন!

শুভেচ্ছা।

৮| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৭

নিজাম বলেছেন: ওইখানে কী দরিদ্র সেবার নামে কোন বাণিজ্য আছে? নিহত বা আহত পরিবারের সকলকে নিয়ে একটি সমিতি করে উচ্চ সুদে ঋণ দিয়ে বাণিজ্য করতে পারলে একটা কথা ছিল! হুদা কামে কে যায়?

২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৭

সাহাদাত উদরাজী বলেছেন: লাভ ছাড়া কি আছে দুনিয়ায়!

৯| ২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

এই আমি সেই আমি বলেছেন: ঐ খানে সুদ এবং মেডেল দুটার একটাও নাই , কেমনে যায় ?

২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৭

সাহাদাত উদরাজী বলেছেন: টাকা এবং সন্মান!

১০| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৩

আরজু পনি বলেছেন:

কি জানি! হয়তো আপনার কথাই সত্যি :(

২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৫

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ বোন। আসলে এছাড়া আর কি ভাবতে পারি?

১১| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪০

এই আমি সেই আমি বলেছেন: ও হ্যাঁ ঐখানে গেলে উনার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হতে পারে ।

২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৬

সাহাদাত উদরাজী বলেছেন: বটে, ব্রাদার!

১২| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৪:২২

শাশ্বত স্বপন বলেছেন: ইউনুস, ভাল লোক না। আমি অনেক ভেবে বলছি।

০৫ ই জুন, ২০১৩ দুপুর ২:০৮

সাহাদাত উদরাজী বলেছেন: কম কথা বলেন, স্বার্থ ছাড়া অবশ্য কথা কম বলাই ভাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.