নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।
(সামুতে যারা উপরে নিচে বিজ্ঞাপন দেখে কষ্ট পাচ্ছেন, তাদের জন্য।)
ফেইসবুক সহ নানা সাইটে গেলেই আমরা মনিটরে নানান বিজ্ঞাপন দেখে থাকি। এই বিজ্ঞাপন গুলো আমাদের মোটেই কাজে লাগে না এমন কি আমাদের টাকায় কেনা বাইট গুলো নষ্ট করে। মনিটরের অনেক জায়গা জুড়ে দখল করা এই বিজ্ঞাপন গুলো বার বার দেখে বিরক্ত হয়ে যাই, মেশিন স্লো, নেট লাইন স্লো হয়ে যায়।
এই বিজ্ঞাপন গুলো না দেখতে চাইলে আপনি খুব সহজে একটা এডঅন ডাউনলোড করে ইন্সটল করে নিতে পারেন।
"https://addons.mozilla.org/en-us/firefox/addon/adblock-plus/"
উপরের লিঙ্কটা কপি (কোটেশন কমা বাদে) করে আপনার ফায়ারফক্স ব্রাউজারের পেষ্ট করুন কিংবা এখানে ক্লিক করুন এবং উক্ত এড ব্লকারটি ইন্সটল করে নিন। বিজ্ঞাপন ছাড়া সব কিছু দেখার মজা লুটে নিন।
বলে রাখি, বাংলার জন্য আমি এ যাবত যত ব্রাউজার দেখেছি, আমার কাছে ফায়ারফক্স ব্রাউজার বেষ্ট মনে হয়েছে। আর এই এডঅনটা ফায়ারফক্স ব্রাউজারের জন্য।
এডঅনটি ইন্সটল করে নিলে মনিটরের নীচে আর একটা বার দেখাবে। ইচ্ছা হলে আপনি এখান থেকে এড এনাবল/ডিজাবেল করে দিতে পারবেন এবং কিছু ইনফো দেখাবে। খুব সহজ এবং সাধারন।
বলে রাখা ভাল, এই এডঅনটার খোঁজ দিয়েছেন আমাদের বোন সুলতানা সাম্মী। তার কাছে আমি কৃতজ্ঞ, দারুন উপকার হল। আপনিও বিজ্ঞাপন ছাড়া নানান ব্লগ বা পোষ্ট দেখুন, ভাল লাগবে।
(বিজ্ঞাপন ছাড়া সামু দেখতে একদম বাসর রাতের মত!)
২| ৩০ শে জুন, ২০১৩ সকাল ১১:৩৬
লিঙ্কনহুসাইন বলেছেন: এক্সট্রা ব্লেন্ডার আছে ? বেচে দিন www.,cellbazaar.com কি সুন্দর বিজ্ঞাপন আর আপনি কন বিরক্তের কথা
৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:২৩
সাহাদাত উদরাজী বলেছেন: আর কত দেখবো? সেল বাজার আর বিক্রয় ডট কম আমাদের কোন কাজে লাগে না। কষ্টের টাকায় আর কত বাইট খরচ করবো?
৩| ৩০ শে জুন, ২০১৩ সকাল ১১:৩৬
মোগল সম্রাট বলেছেন: ভালো লাগলো ভাই, সাথে সাথে ইনস্টল করে নিলাম, ধইন্যবাদ ভাই
৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:২৭
সাহাদাত উদরাজী বলেছেন: চরম কাজের জিনিষ একটা। যে কোন সাইটের বিজ্ঞাপন গুলো ফিল্টার করে দিচ্ছে। অসাধারণ। ফেইসবুক কিংবা সামু! যে কোন সাইট।
৪| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:২৬
এস.কে.ফয়সাল আলম বলেছেন: ভাইয়া আপনি সামুর এত সিনিয়র ব্লগার হয়েও এতদিন এই অতি কমন একটা অ্যাড অন ব্যবহার করেননি বলে আপনাকে মাইনাচ
আমার মনে হয় সামুর ৯৮% ব্লগার-ই এই অ্যাড অনটি ব্যবহার করে।
আর এর কল্যাণে সামুতে শেষ কবে বিজ্ঞাপন দেখেছিলাম মনে নেই
..................
আর সামনে রোজার মাসে নয়া কি কি রেসিপি আসছে আপনার ব্লগে ? অপেক্ষায় রইলাম।
৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩১
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ ফয়সাল ভাই। আমার এটা জানাছিল না। সামুর ৯৮% ব্লগার-ই এই অ্যাড অনটি ব্যবহার করে, বলেন কি? আমাকে আপনারা আগে বলেন নাই কেন?
ছোট বোনটা না থাকলে আমি অত্যাচার সহ্য করে যেতাম! হা হা হা।।
সামু কেন সব সাইটেই এখন আমার বাসর রাত! বেশ ফকফকা!
অনেক রেসিপি আসছে..।। সময় পেলে.।।
http://udrajirannaghor.wordpress.com
শুভেচ্ছা নিন।
৫| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪৫
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালা জিনিস শেয়ার দিছেন
৩০ শে জুন, ২০১৩ দুপুর ২:০৬
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ কবি ভাই। আসলেই একটা ভাল জিনিষ। আগে পেলে আরো ভাল হত। আমি ফটোবাকেট সহ নানান সাইটে বিজ্ঞাপনের জালায় অতিষ্ঠ হয়ে পড়ছিলাম। এখন বেশ ভাল লাগছে। তা ছাড়া সাইট লোড হতেও কম সময় নিচ্ছে।
শুভেচ্ছা।
৬| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ১:১৪
যাদব সূত্রধর বলেছেন: দারুণ। উপকারে আসবে।
৩০ শে জুন, ২০১৩ দুপুর ২:০৮
সাহাদাত উদরাজী বলেছেন: যাদব ভাই, কেমন আছেন? হা, এটা বেশ কাজের জিনিষ। ব্যবহার করেই দেখুন। ফেইসবুকের এড নাই, কি ফকফকা।
৭| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ১:২২
বটের ফল বলেছেন: আসছে রোজায় আপনার জন্য এক বস্তা ধইন্যা পাতা।
৩০ শে জুন, ২০১৩ দুপুর ২:০৯
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ ব্রাদার। ব্যবহার করে দেখুন। আরাম পাবেন।
রোজায় ধনিয়া পাতার চাহিদা বেশ।
শুভেচ্ছা।
৮| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ২:১৪
দায়িত্ববান নাগরিক বলেছেন: আমি গুগল ক্রোমে ইউজ করি অনেক আগে থেকে। ঝামেলাহীন ব্রাউজিং !
সবারই কাজে লাগবে। দারুন জিনিস !
৯| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ২:২৮
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: আমিও ব্যবহার করি গুগল ক্রোমে
কিছুই দেখা যায়না। ফকফকা
১০| ৩০ শে জুন, ২০১৩ রাত ৮:৪১
ঈশান মাহমুদ বলেছেন: এটা একটি মোস্ট পপুলার এবং কমন এড অন। আমি প্রায় তিন বছর ধরে ব্যবহার করছি। তুমি এতদিন খোঁজ পাওনি দেখে অবাকই হলাম। তবে এ বিষয়ে পোস্টটা দিয়ে ভালোই করেছ, যারা জানেন না, তাদের খুব কাজে লাগবে। ধন্যবাদ বন্ধু।
১১| ২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৭
তূর্য হাসান বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। আমার জানা ছিল না। আহ!... কি আরাম!!...
১২| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৯
খাটাস বলেছেন: দায়িত্ববান নাগরিক বলেছেন: আমি ইউজ করি অনেক আগে থেকে। ঝামেলাহীন ব্রাউজিং !
সবারই কাজে লাগবে। দারুন জিনিস !
১৩| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৭
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: মিনিক্লিপ গেম যারা খেলে তাদের জন্য মাস্ট অ্যাড অন
১৪| ২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১১
আকাশ১৩ বলেছেন: উপকারি পোস্ট
©somewhere in net ltd.
১| ৩০ শে জুন, ২০১৩ সকাল ১১:২১
সাহাদাত উদরাজী বলেছেন: যাদের কাছে এটা নুতন এবং ভাল ফলাফল পাবেন তাদের কাছে অনুরোধ, অন্তত একটা কিছু লিখে যান! কেমন লাগছে?