নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

আমার সোনার গ্রাম, আই লাভ ইউ!

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:২৯

আমার সোনার গ্রাম, আই লাভ ইউ। আমি গ্রাম ভালবাসি, এটা নুতন কথা নয়। বয়স কালে আমি গ্রামে আশ্রয় নিব, এটাও পুরানো কথা। আপাতত গ্রামের ছবি দেখে সময় কাটাই!





এমন সোনার গ্রাম!





এমন দৃশ্য দেখতে কার না ভাল লাগবে!





এমন সবুজে কার না মনে আনন্দ লাগবে!





সোনাই সোনা!





আহ... শান্তি!





এমন স্থির সময় আর কি কোথায় আছে!





গ্রামের দোকান গুলোতে সময় কাটানো, আসাধারন!





গ্রামের দোকান গুলোতেও এখন সিঙ্গারা পাওয়া যায়, হেভী টেষ্টি।





আর চা! বলেন কি? কত কাপ চাই আপনার!



তার পরেও শহরেই থাকবেন? গ্রাম ভালবাসবেন না! বলেন কি?

মন্তব্য ২৪ টি রেটিং +১৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:৪৪

তন্ময় চক্রবর্তী বলেছেন: গ্রাম্য পরিবেশ প্রকৃতি সবসময়ই ভালো লাগে, জল-কাঁদা-মাটি সব সময়ই টানে, কিন্তু গ্রাম ভালো লাগে না ভিন্ন কারণে, আর সেই ভালো না লাগার পরিমাণটা চূড়ান্ত পর্যায়ের। যাই হোক, ২ নং ছবিটাই সবচাইতে বেশি ভালো লেগেছে।

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:৫০

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ ব্রাদার। বুঝতে পারছি গ্রাম নিয়ে আপনার মনে অন্য কষ্ট আছে, থাক। সেটা আপনার হয়েই থাক। তবে, প্রতিষ্ঠিত হয়ে গ্রামের সবাইকে দেখিয়ে দিন।

২| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:০০

রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: লাভ গ্রাম! :) :) :)

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:০১

সাহাদাত উদরাজী বলেছেন: হা হা হা.।।

৩| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:০৫

লিঙ্কনহুসাইন বলেছেন: ভালো .।.।।।

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:০৬

সাহাদাত উদরাজী বলেছেন: গ্রাম ভালোই।

৪| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:১২

সোহাগ সকাল বলেছেন: আরে! আপনি দেখি আমাদের গ্রামের ছবি তুলেই দিয়ে দিলেন! X(

অসম্ভব ভালোলাগা+++++++++++

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:৩২

সাহাদাত উদরাজী বলেছেন: প্রায় সব গ্রামই এমন! হা হা হা.।

৫| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:১৪

লিঙ্কনহুসাইন বলেছেন: মাছ ধরতাম মঞ্চায়

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:৩২

সাহাদাত উদরাজী বলেছেন: খালি হাতে না বড়শি দিয়ে! খালি হাতে মাছ ধরছেন কখনো? (আমি দেখেছি, ধরি নাই!)

৬| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:
৫ নং লাইক +++++

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:৩১

সাহাদাত উদরাজী বলেছেন: পুকুরে গোসল করতে কার না ভাল লাগবে! ধন্যবাদ ব্রাদার।

৭| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৭:২৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: সিংগারা খাইতাম চাই

৮| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৯:৪০

প‌্যাপিলন বলেছেন: গ্রামে এখন শুধু সবুজ প্রকৃতিইটা আছে আর সবকিছু শহরের মতো। প্রায় সব বাড়িতে বিজলি বাতি, ফ্রিজ, ফ্যান, টেলিভিশন উইথ স্যাটেলাইট টিভি কানেকশন , সবার হাতে ফোন (চাইনিজদের কল্যানে স্মার্ট ফোন)। সেই আগের মতো সন্ধ্যা হলে ভুতুড়ে অন্ধকার, গরম লাগলে উঠানে পাটি পেতে শুয়ে থাকা, তালপাতার বাতাস - সেরকম সময়ের গ্রামে ফিরে যেতে ইচ্ছে করে

৯| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১১:২৬

মামুন রশিদ বলেছেন: আমার সোনার গ্রাম, আই লাভ ইউ ++

১০| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:২৮

হাসান মাহবুব বলেছেন: মন জুড়ানো সব ছবি।

১১| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৪৬

সমুদ্র কন্যা বলেছেন: চা দেখেতো এই মূহুর্তেই খেতে মন চাইল।

অনেক সুন্দর সব ছবি। ভাল লাগা রইল।

১২| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:৪১

আমিনুর রহমান বলেছেন:


দারুন সব ছবি +++

১৩| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:১২

শামা বলেছেন: বলদ ঘটকের সঙ্গে আমার কোন শত্রুতা বা মিত্রতা কোন কিছুই নাই...!! কেবল মনে হয়েছে সে একটা বলদ!!! আর কিছু বলা বা না বলার কিছু নাই, ব্যান হবেন কেন??? এই ভয় কেন কাজ করে...!!!! সত্য বললে, যুক্তি দিয়ে কথা বললে ব্যান হওয়ার কিছু নাই.........................!!!!!!
আর আপনার ছবি গুলো সুন্দর হয়েছে ধন্যবাদ.....!!

১৪| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:৫০

~মাইনাচ~ বলেছেন: আহ, কতদিন এ দৃশ্য দেখা হয়না, হয়না শিঙ্গারাও খাওয়া :(

১৫| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ২:২৪

খেয়া ঘাট বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

১৬| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৯:২৮

নীল-দর্পণ বলেছেন: সব গ্রামের ছবিই মনে হয় একরকম। কি সুন্দর :)

১৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
চমৎকার।

১৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫০

খাটাস বলেছেন: খেয়া ঘাট বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.