নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

লটারি ভাগ্য এবং পুরস্কার! রাঁধুনী গুড়া মশলা!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৪

ইন্টারভিউ এবং আমার লটারী ভাগ্য বেশ! এ যাবত চাকুরীর যত ইন্টারভিউ আমি ফেইস করেছি কখনো ফেল করি নাই! বরঞ্চ আমিই তাদের ছেড়ে এসেছি! হা হা হা… লটারি ভাগ্য! আমার লটারী ভাগ্য বেশ ভাল বলা চলে। লটারিতে ও আমি তেমন ফেল মারি নাই! অংশ গ্রহন করলে কিছু না কিছু কিংবা শান্তনা পুরস্কার হলেও পেয়ে যাই! আপনারা আবার মুখ লাগাবেন না, আমি আগামীতেও লটারি জিততে চাই। (আমার লটারি ভাগ্য নিয়ে লিখলে মোটামুটি একটা উপন্যাস হয়ে যাবে!)



কিছুদিন আগে স্কায়ার কঞ্জুমার প্রোডাক্ট এর রাধুনী গুড়া মশলা কিনে এসএমএস করে পুরুস্কার জিতে নেয়ার একটা লটারি ছিল। আমি ও আমার ব্যাটারী মশলা কিনতে গিয়ে এই অফার দেখে আমরা রাধুনী ব্যান্ডের মশলা কিনি এবং এই লটারিতে আমরা অংশ গ্রহন করেছিলাম। আমার ব্যাটারীর ইচ্ছা ছিল প্রথম পুরস্কার, রান্নাঘরের সরাঞ্জাম, কিচেন সাজিয়ে দেয়া।



যাই হোক, কিছু একটা তো পেয়েছি! মজার ব্যাপার হচ্ছে, আমি কয়েকদিন ধরে এমন একটা রান্নার সেট কেনার কথা ভাবছিলাম, ঘরে হাড়ি পাতিল গুলো অনেক পুরনো হয়ে পড়ছে, ছবি তুলে রেসিপি দিতে পুরাই পুরাতন দেখাছিল!



কিন্তু টাকা যোগাড় করতে পারছিলাম না! হা হা হা… দুনিয়াতে মানুষের কোন ইচ্ছাই উপরওয়ালা অপূর্ন রাখেন না!





ছবি ১





ছবি ২





ছবি ৩



দুনিয়াতে লটারি (হঠাত কিছু পেয়ে যাওয়া) আছে বলেই হয়ত এখনো অনেকে স্বপ্ন দেখে! স্বপ্ন দেখতে তো আর টাকা লাগে না!



আমাদের দেশে কম্পিউটারাইজড ইউরোপ/আমেরিকার আদলে ন্যাশনাল লটারি চালু করা দরকার, মুল্যমান ১০ টাকা এবং নিখুত কম্পিউটারাইজড ও দক্ষ ব্যবস্থাপনা হলে মানুষের উপকার হত। সপ্তাহে একজন বা কয়েকজনকে কোটিপতি বানালেও বছরে ৫২ জন বা তার বেশী ব্যক্তি, গ্রুপ, পরিবার বা প্রতিষ্ঠান কোটিপতি হয়ে যেত। বাংলাদেশের সাধারন মানুষের স্বপ্ন আরো বেড়ে যেত!



কোন এক ভাল সরকার/প্রধানমন্ত্রী এসে সবই একদিন দেশে করবে, হয়ত আমরা সেদিন আর জীবিত থাকবো না! আমাদের মরে যেতে হবে, কত কিছু না দেখেই। দেশমাতার দারিদ্র অবস্থা আর সইতে পারি না!



(লেখাটা আমার রেসিপি ব্লগেও এক যোগে প্রকাশিত)

মন্তব্য ৩৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬

পাইলট ভয়েচ বলেছেন: আমি ও আমার ব্যাটারী মশলা কিনতে গিয়ে এই অফার দেখে আমরা রাধুনী ব্যান্ডের মশলা কিনি এবং এই লটারিতে আমরা অংশ গ্রহন করেছিলাম।
আমার ব্যাটারী বেপক মজা পেলুম।
আমার ব্যাটারী বলতে আপনি আপনার ছেলেকে বুঝিয়েছেন

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২১

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ পাইলট ভাই। আপনিও আশা করি কিছু পেয়ে যাবেন।
আরে না ভাই, ব্যাটারী মানে আমার প্রিয়তমা স্ত্রী!

শুভেচ্ছা।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮

জাহিদ ২০১০ বলেছেন: ভাই আপনার ব্যাটারীর নাম কী????? :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২২

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ জাহিদ ভাই।

আমার স্ত্রীর ভার্চুয়াল নাম হচ্ছে ব্যাটারী এবং ছেলের নাম হচ্ছে বুলেট!

শুভেচ্ছা।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৭

জাহিদ ২০১০ বলেছেন: কইচ্চেন কি???

আমি তো জানতাম ছোট পোলা মাইয়্যার নাম ব্যাটারী হয়, আর বুলেট তো ভাবীর নাম হওয়া দরকার ছিল। নুনের তে চুন খসলেই বুলেট গতিতে আপনাকে =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩২

সাহাদাত উদরাজী বলেছেন: হা হা হা। চার্জ দেয়া নেয়ার ব্যাপার তো!

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:

স্বপ্নগুলো স্বপ্নই থেকে যাবে হয়ত :(

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৩

সাহাদাত উদরাজী বলেছেন: কি দুঃখের কথা!

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৫

শ্রাবণধারা বলেছেন: আনন্দ পেলাম। লাটারীতে পুরষ্কার পাওয়া ভাগ্যবান মনুষদের দেখলেও আনন্দ।

শুভকামনা রইলো......।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৪

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ শ্রাবনধারা ভাই।

আপনার জন্যও শুভকামনা। ভাল থাকুন।

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩২

দি সুফি বলেছেন: ইসলামিক দৃষ্টিতে সকল ধরনের লটারী হারাম। এটা কখনও ভালো কিছু বয়ে আনতে পারে না।

ব্যাটারীর ব্যাপারটা পছন্দ হইছে B-)) B-))

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৫

সাহাদাত উদরাজী বলেছেন: দি সুফি ব্রাদার,
যাক কিছু কমু না! কইয়্যা লাভ নাই।

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শ্রাবন ধারা যথার্থই বলেছেন, লটারীতে পুরষ্কার পাওয়া ভাগ্যবান মনুষদের দেখলেও আনন্দ। :) আমারও আনন্দ হচ্ছে সাহদাত ভাই।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৬

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ ভালবাসা ভাই। ভালবাসা কল্পনা করে কি সারা জীবন কাটিয়ে দেবেন!

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩২

ভুং ভাং বলেছেন: আহেন ভাই আপনার কপাল একটু ঘইশা লই।জীবনে কোন লটারিতে কিছু পাইলাম না।

আর ব্যাপক মজা পাইলাম "চার্জ দেয়া নেয়ার ব্যাপার তো! " =p~ =p~ =p~

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৮

সাহাদাত উদরাজী বলেছেন: হা হা হা.।।
ভুং ভাং ভাই। ধন্যবাদ।

প্রবাসে থাকা কালীন একটা লটারী পেয়েছিলাম, আমার এক কলিগ উঠে এসে আমাকে জড়িয়ে ধরেছিল! এখনো সেই স্মৃতি মনে আছে।

শুভেচ্ছা।

৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৮

জহীরুল ইসলাম বলেছেন: ভাই ভাবীরে ব্যাটারী, আর ভাইস্তারে বুলেট বলার কারন কি?

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৯

সাহাদাত উদরাজী বলেছেন: ইসলাম ভাই,
না এর পিছএ তেমন কোন কারন নেই। এমনিই! ভার্চুয়াল ব্যাপার। তবে এতে তাদের কোন আপত্তি নেই, বরঞ্চ ওরা আরো মজা পায়!

শুভেচ্ছা।

১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৮

এইচ ইউ রোকন বলেছেন: লটারির ভাগ্য টা আমার কখনো হয়ে উঠে না ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৯

সাহাদাত উদরাজী বলেছেন: হা হা হা.।। বিবাহের পর হয়ত লটারী লেগে যাবে!

১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৯

হাসান মাহবুব বলেছেন: আপনাকে দেখে লটারির প্রতি বিশ্বাস ফিরে পেলাম। ভাবতাম যে এইগুলা ভুয়া। আগে নিয়মিত কিনতাম |-)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৩

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ হাসান ভাই,
আমি যখন ফোন পেয়েছিলাম আমারো ভুয়া মনে হয়েছিল। পরে তাদের কথা মিলিয়ে দেখলাম, সত্য। তবে এই ধরনের পুরস্কারে ভয়ও আছে। নানান প্রতারনা জড়িত থাকে।

তেমন টাকা না লাগলে পাঠাতে পারেন বা অংশ গ্রহন করতে পারেন। লেগে যেতে কতক্ষন।

আমি ইংল্যান্ডে ন্যাশনাল লটারি খেলে অনেক টাকা পেয়েছিলাম, আমার প্রায়ই দুই তিন ডিজিট মিলে যেত!

হবে একদিন। শুভেচ্ছা।

১২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৭

মামুন রশিদ বলেছেন: আপনার লটারী ভাগ্যে হিংসিত । একটু ছুঁয়ে দেন তো উদরাজি ভাই :D

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৪

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।
হাসিয়ে দিলেন।

আসেন এই দিকে।

শুভেচ্ছা।

১৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

চিরতার রস বলেছেন: আমিও আগে অনেক লটারি পাইতাম। এখন আর পাইনা। :P :P

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৫

সাহাদাত উদরাজী বলেছেন: চিরতার রস বলেই হয়ত এখন আর লটারী আপনার কাছে আসে না!

১৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :( :( :(

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৫

সাহাদাত উদরাজী বলেছেন: বর্ষন ভাই, সত্য ঘটনা!

১৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো পুরুস্কার জিতছেন, আপনার খুব কামে দিবো :)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৮

সাহাদাত উদরাজী বলেছেন: কবি ভাই,
কাম মানে আমার কত টাকা বাঁচল!

আমি এমন একটা সেট কিনবো কিনবো করছিলাম। সেট টা একজন ব্যচেলর পাইলে আরো কাজ দিত। মোটামুটি এই সেট থাকলে, ঘরের সব রান্না করে ফেলা যায়।

ভাল দিক হচ্ছে এই পাতিল গুলো রান্নার টেবিলে নিয়ে উঠিয়ে দেয়া যায়! হা হা হা, এক্সটা বাটির দরকার নেই!

শুভেচ্ছা।

১৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩১

মনে নাই বলেছেন: লটারী ভাগ্য ভালো লোকেদের খুব হিংসা হয়, যেখানে যা কিছুতেই লটারী হয়, সব কিছু তাদের দখলে চলে যায়।
যাই হোক, শুভকামনা।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৯

সাহাদাত উদরাজী বলেছেন: া হা হা.।.। মনে নাই!

হা, আমি পিকনিকে আমার চেয়েও ভাগ্যবান দেখেছি। একাই ৫ টা পুরস্কার পেয়েছেন এমন কলিগো দেখেছি।

শুভেচ্ছা।

১৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৮

গরম কফি বলেছেন: অভিনন্দন

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০০

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ কফি ভাই।

চিনি কম দিয়ে একটা গরম কফি দিন প্লিজ!

শুভেচ্ছা।

১৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:২৭

প্রিন্স হেক্টর বলেছেন: আপনের কপালের সাথে আমার কপালখান ঘষা দেওয়া দরকার :|

১৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫১

গরম কফি বলেছেন: এখানে কফি পাওয়া যায়না ...এটা তো পূরান স্লোগান ,,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.