নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।
নুতন পেয়ে পুরাতনকে আমরা ফেলে দেই! এমন কি মনে রাখার প্রয়োজন বোধ করি না। এই তো স্বাদের দুনিয়া! কিছুক্ষন আগে কম্পিউটার নিয়ে ভাবছিলাম, আমার এক বছরের পোলাও এখন কম্পিউটারে গান শুনে, মাউস হাত দিয়ে মনিটরে নাড়ায়! আহ, কি দিন আইছে! অথচ আমি কেমন কম্পিউটার দিয়ে শুরু করেছিলাম! ১৯৮৪ সালে আমি প্রথম কম্পিউটার দেখি, এক বন্ধুর অফিসে তার বস মেরিকা থেকে কিনে এনেছিল এবং সেটা ছিল, ম্যাকিন্টোস কম্পিউটার। রুমে জুতা খুলে প্রবেশ করতে হত! হা হা হা। ছুঁয়ে দেখতেও বারন ছিল!
পরে ১৯৮৫ সালে আমার বাবা আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভবনের কম্পিউটার সেন্টারে ভর্তি করিয়ে দেন এবং সেখানেই প্রথম কম্পিউটারে হাতে খড়ি! প্রতি প্যাকেজ তিন মাসের ডস, ওয়ার্ড, লোটাস ১২৩! মোট নয় মাস!
তখন আর মাত্র ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে এমন সর্ট কোর্স চালু ছিল! যাই হোক, সহজে কম্পিউটারের মারপ্যাঁচ ধরে ফেলেছিলাম! এবং বাসা পালিয়ে আমার জীবনের প্রথম চাকুরী চট্রগ্রামে 'কম্পিউটার হোম' এ কম্পিউটার প্রশিক্ষক।
এই রকম ফ্লপি দিয়েই আমরা কম্পিউটার চালাতাম।
ডস এবং লোটাস ওয়ান, টু, থ্রী ছিল আমার প্রধান বিষয়।
জটিল, সেল টু সেল!
দুনিয়ার হিসাব নিকাশ কত সোজা!
(সামুতে পোষ্ট দেয়া সত্যই কঠিন কাজ, আমার বড় লেখাটা এই মাত্র হারিয়ে ফেললাম! আবার এডিট করে কয়েকটা ছবি লাগালাম কিন্তু লেখা গুলো আবার লিখতে ইচ্ছা হচ্ছে না! )
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৯
সাহাদাত উদরাজী বলেছেন: অন্ধবিন্দু ভাই, আরো বেশ কিছু ছবি এবং লেখা লিখে আপডেট দিতেই দেখি সব লেখা গায়েব! সামান্য কিছু এসেছে!
সাম্মুর এই ভেজাল কবে শেষ হবে!
যাই হোক, মনে পড়ে যায়, আপনিও কি এই সময় থেকে কম্পিউটার জানতেন? হা হা হা
শুভেচ্ছা।
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
স্মৃতিকাতর করে দিলেন
১৯৯১-১৯৯২। মনে পড়ে গেলো অ্যাপলের ম্যাকিনটশের কথা। সাধারণ ওয়ার্ডপ্রসেসিং-এর জন্য মাইক্রোসফটের তৈরি ‘রাইট’ নামে একটি অ্যাপলিকেশন ছিলো।
আইবিএম তখন কেবল বাজারে নেমেছে। সিডি রমে ভিডিও দেখা যায়... বের হলো সিডি ম্যাজাজিন।
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩৯
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ মইনুল ভাই।
মাইক্রোসফটের সব কিছুই আমাদের চোখের সামনে দিয়েই ঘটে গেল! হা হা হা, এখন উন্ডোজ ৮।১ ব্যবহার করি!
আমরা প্রযুক্তির উন্নতি দেখে গেলাম!
শুভেচ্ছা।
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৭
তিক্তভাষী বলেছেন: ওয়ার্ডস্টার, ওয়ার্ডপারফেক্ট, ডিবেস-২ আর লোটাস ১-২-৩। কতোকাল আগের কথা!
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩৭
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ তিক্তভাষী ভাই।
হ্যাঁ, অনেক আগের কথাই। এখনকার ছেলে পুলেদের কাছে বললে কিছুই বুঝতে পারবে না! হা হা হা।
আপনাদের পেয়ে ভাল লাগছে!
৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:০৫
মোস্তফা কামাল পলাশ বলেছেন: অতিকায় হস্তি (স্টিভ জবস) আমাদের ছেড়ে চলিয়া গেছে কিন্তু শাহদৎ উদরাজি ভাই ঠিকই আমাদের মাঝে রহিয়া গিয়াছে
তার মানে আমি যখন নেংটি পড়িয়া ঘুরিতাম ও রাত্রিবেলে বিছানা ভিজাইতাম সেই সময় আপনার কম্পিউটারে হাতেখরি
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩০
সাহাদাত উদরাজী বলেছেন: হা হা হা, বয়স কম হয় নাই! আপনিও একদিন এই সময় পার করে ফেলবেন।
মনে এইতো সেই দিনের কথা।
৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:১৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এই কম্পিউটার শেখার জন্য কত কি --- এখন মনে পড়লে হাসি পায় -- ইয়া ঢাউস একটা মনিটর দিয়ে কাজ করতাম -- আর এখন কত সুবিধা ---
পোস্টে +++++++++++
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩২
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ বোন।
হ্যাঁ, ছুঁয়ে দেখাও এক সময়ে ব্যাপার ছিল। আমাদের এক বন্ধু কম্পিউটার কিনেছিল, ধরতে বারন ছিল। খালি মনে হত নষ্ট হয়ে যাবে।
হা হা হা.।
৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০১
ডট কম ০০৯ বলেছেন: আমি সারাদিন অফিস করতাম কাওরান বাজার আর সন্ধ্যা হলে ফার্মগেট আইসা কম্পিউটার শিখতাম। খুব বেশি সময় লাগে নাই ক্যচ করতে।
পুরান কথা মনে হইয়া গেল।
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৪
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ ব্রাদার।
এখন আর কেহ কম্পিউটার শিখে না, হয়ে যায়!
সামান্য একটু বুদ্ধি হলেই চলে।
এখন যারা মোবাইল চালাতে পারে তারা সবই পারে!
হা হা হা
৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১৯
একজন ঘূণপোকা বলেছেন: এমন গ্রাফিক্সে কাজ করে মজা পাইতেন??
আমরা কম্পিউটার শুরু করছি এক্সপি দিয়ে, কত লাকি দেখছেন ??
সামুর কথা বলে আর লাভ নাই, সামুতে পোস্ট দেয়া আর যুদ্ধ জয় করা সেইম কথা।
নিজের জন্মের আগেরও কম্পিউটারের ইতিহাস (অসমাপ্ত) পড়ে ভালো লেগেছে, আশা করি পুরোটা দিবেন সামনে।
আমি আগে ওয়ার্ড ফাইলে লিখে ব্লগে পোস্ট করি।
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৭
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ ব্রাদার।
আসলে আমাদের কি করার ছিল? এটাই তখন সেরা ছিল। আমার এখনো মনে আছে, ফ্লোরা থেকে আমাদের স্যার একজঙ্কে দিয়ে এমন একটা কম্পিউটার কিনিয়েছিলেন, টেকনিশিয়ান সংযোগ দিয়ে কি খুশি! হা হা হা, আর এখন এই কাজ আমার ৬ বছরের পোলায়ও পারবে বা করে থাকে!
সময় বাঁচাতে মাঝে মাঝে ডাইরেক্ট লিখি, সামুতে এটা প্রথম নয়, অনেক বার এমন হয়েছে। আমি ভাবি পোষ্ট হয়ে যাবে কিন্তু হয় না। দুঃখের কপাল!
শুভেচ্ছা।
৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১৮
হাসান কালবৈশাখী বলেছেন:
আমি উইন ৯৫ পেন্টিয়াম ১ দিয়ে সুরু।
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৯
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ ব্রাদার,
আমি উইন ৯৫ নিজে কিনেছিলাম এবং অনেকদিন ব্যবহার করেছি।
উইন ৯ আসার জন্য অপেক্ষা করছি!
শুভেচ্ছা।
৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৪
কলমের কালি শেষ বলেছেন: হা হা হা । ভাল লাগল । তখনও আমার জন্মই হয় নাই তাই ব্যবহার করা হয় নাই ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১০
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ।
হা হা হা, আমার জন্মের আগেও কম্পিউটার ছিল!
শুভেচ্ছা।
১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৬
আবু শাকিল বলেছেন: আপনি লাকি মানুষ উদরাজী ভাই। আপনার ম্যাকিন্টোস দেখার সৌভাগ্য হয়েছে।
ম্যাকিন্টোস ইতিহাস।
ভাল লাগল
১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:২৫
সরদার হারুন বলেছেন: আজ যা নতুন কাল তা পুরাতন ।যদি আরম্ভ না হতো তাহলে পুরাতনও হতনা ।
কাজেই প্রথম আবিস্কারের মূল্য সবসময়ই বেশী ।
আবার যারা পুরাতনকে নিত্যনতুন রূপ দিয়ে তিলত্তমা গড়লো তারাই আাধুনিক
প্রজন্মের রূপকার ।
তাই, পদে পদে পরিবর্তণ শীল পৃৃথিবীর সকলের অবদানকে জানাই আন্তরিক ধন্যবাদ ।
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++্
©somewhere in net ltd.
১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫১
অন্ধবিন্দু বলেছেন:
পুরাতন হলো জঞ্জাল ফেলে দিতে হয়, সাহাদাত। হাহ হা।
ভালো লাগলো স্মৃতির পাতা উলটে ...