নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।
গত কয়েকদিন আগে (২৪ এপ্রিল ২০২৩) কানাডায় নাগরিকত্ব নেয়া পাকিস্তানের করাচির বাসিন্দা (যদিও তিনি নিজকে ভারতের বাসিন্দা মনে করতেন কিন্তু ভারত এটা কখনো মেনে নেয় নাই) মিঃ তারেক ফাতাহ ক্যান্সারে মারা গেছেন, তিনি মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেও চরম ইসলাম বিদ্বেষী ছিলেন, তিনি মনে করতেন ও বলতেন ইসলাম ধর্ম মানব সমাজের জন্য ক্যান্সার, অথচ সেই ক্যান্সারেই তিনি পরপারে চলে গেলেন!
বাংলাদেশের নিউজ গুলোতে ছোট করেও তার এই মৃত্যুর কোন খবর দেখলাম না, যদিও বাংলাদেশের অনেকের সাথে তার যোগাযোগ ছিলো বলে আমি মনে করি, কারন তিনি অনলাইনে সব সময়েই এক্টিভ থাকতেন এবং নানান দেশের নাস্তিক লোকেদের সাথে কথা চালিয়ে যেতেন বলে বুঝতে পারতাম। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়েও তার অনেক ধারনা ও মন্তব্য ছিলো। অনেকদিন আগে সেই ইয়াহু মেসেঞ্জার আমলে গ্রুপ মেসেজে (আমি উনাকে সেই আমল থেকে চিনতাম) তিনি আমার সাথেও বেশ কথা বলেছিলেন, পরে দুই একবার ইমেলেও দুই একটা বিষয়ে কথা হয়েছে, আমি নিজেই আর এই বিষয়ে আগ্রহ দেখাই নাই, তবে বুঝতে পারি তিনি বাংলাদেশ প্রসঙ্গেও ভাল জ্ঞান রাখতেন। এক বার আমি উনাকে বলেছিলাম, আপনি ইসলামের বিপক্ষে লিখেন বা বলেন, অন্যান্য ধর্মের বিরুদ্ধেও তো লিখতে পারেন। তিনি এর কোন উত্তর দেন নাই বা দিলেও আমার চোখে পড়ে নাই।
ভারতের কিছু মানুষের (যদিও এমন মানুষ হিন্দু ধর্মের লোকেরাও পছন্দ করে না বলে দেখতে পাই) মধ্যে তিনি বেশ গ্রহনযোগ্য হলেও, পাকিস্তানের মানুষের কাছে চরম ঘৃন্য ছিলেন। আমাদের মেয়ে লেখক তসলিমা নাসরিনের সাথে যোগাযোগ থাকার কথা বলে বুঝতে পারি, কারন দুই জনের আদর্শ এক ও অভিন্ন ছিলো, তার মৃত্যুর পরে লেখক তাসলিমা নাসরিনকেও একটা লাইন লিখতে দেখলাম না (যদি লিখে থাকেন তবে আমার চোখে পড়ে নাই এখনো)!
ছবিঃ নেট থেকে নেয়া।
০১ লা মে, ২০২৩ বিকাল ৪:২১
সাহাদাত উদরাজী বলেছেন: আপাতত উইকিতে উনার জীবনী পড়ুন, পরে গুগুল করে দেখে নিতে পারেন।
https://en.wikipedia.org/wiki/Tarek_Fatah
২| ০১ লা মে, ২০২৩ বিকাল ৪:৩৮
নিমো বলেছেন: জনাব উইকি, গুগল ঘুরেই মন্তব্যটা করেছি, কোথাওতো আপনার পোস্টের স্বপক্ষে কিছু পেলাম না। এমনকি প্রথম আলো, ইত্তেফাক যথেষ্ঠই গুরুত্বের সাথে সংবাদ করেছে, তাই এই বিষয়ে আপনার বলা কথার কোন মিল পেলাম না।
০২ রা মে, ২০২৩ দুপুর ১:১২
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ।
৩| ০১ লা মে, ২০২৩ বিকাল ৪:৪০
গেঁয়ো ভূত বলেছেন: ছবির ভদ্র মহিলার সাথে আমি তসলিমা নাসরিনের চেহারার মিল খুঁজে পাচ্ছি, এটা কি আমার দৃষ্টিভ্রম?
০২ রা মে, ২০২৩ দুপুর ১:১৩
সাহাদাত উদরাজী বলেছেন: না, আমার দৃষ্টিভ্রম ছিলো। সরি।
৪| ০১ লা মে, ২০২৩ বিকাল ৪:৫৮
ঋণাত্মক শূণ্য বলেছেন: গেঁয়ো ভূত বলেছেন: ছবির ভদ্র মহিলার সাথে আমি তসলিমা নাসরিনের চেহারার মিল খুঁজে পাচ্ছি, এটা কি আমার দৃষ্টিভ্রম? আমিওতো তাই মনে করেছিলাম। শেষে এসে টাস্কিত হইলাম!
০২ রা মে, ২০২৩ দুপুর ১:১৩
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ।
৫| ০১ লা মে, ২০২৩ বিকাল ৫:৩৬
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ছবিতে যাকে দেখা যাচ্ছে ইনি ওনার স্ত্রী নন ইনি তসলিমা নাসরিন !!
০২ রা মে, ২০২৩ দুপুর ১:১৪
সাহাদাত উদরাজী বলেছেন: আপলোডে ভুল হয়েছে, সরি।
৬| ০১ লা মে, ২০২৩ রাত ৮:৫৪
শেরজা তপন বলেছেন: আমার ও সেই কথা; ইনি তসলিমা নাসরিন- পেছনের দেয়ালের ছবিটা লক্ষ্য করেন। ওইটা ট্রেডমার্ক ছবি।
নিজের বউ এর সাথে এই বয়সে কেউ লাজুক ফাচুক হাসি দিয়ে ছবি তুলে না
০২ রা মে, ২০২৩ দুপুর ১:১৪
সাহাদাত উদরাজী বলেছেন: হ্যাঁ, এই তো হয়!
৭| ০১ লা মে, ২০২৩ রাত ১০:৫৬
এমজেডএফ বলেছেন: তথ্যবিকৃতি ও মিথ্যাচারের জন্য এই ব্লগারের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা হওয়া উচিত। মামলা হলে তখন প্রথম আলুর মতো বলবে 'ছবিটি ভুলবশতঃ এসে গেছে। সরকার আমাদের বাক স্বাধীনতায় বাধা দিচ্ছে'।
০২ রা মে, ২০২৩ দুপুর ১:১৫
সাহাদাত উদরাজী বলেছেন: এই সামান্য ব্যাপারে আমাকে জেলে ভরে দিতে চান!
৮| ০১ লা মে, ২০২৩ রাত ১১:১৪
কামাল১৮ বলেছেন: মার্ক্স ধর্মকে আফিমের সাথে তুলনা করেছেন উনি করেছেন ক্যান্সারের সাথে।কাকতালীয় ভাবে উনি ক্যান্সারে মারা গেছেন।এটা নিয়ে উপহাস করার কিছু নেই।একজনের মৃত্যু নিয়ে উপহাস করে আপনি আপনার মুখোঁশ খুলে দিয়েছেন।
০২ রা মে, ২০২৩ দুপুর ১:১৫
সাহাদাত উদরাজী বলেছেন: এই জন্যই তো ভদ্র থাকতে হয়!
৯| ০১ লা মে, ২০২৩ রাত ১১:৫৪
অর্ক বলেছেন: ভাই, আপনি সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে ও উদ্দেশ্যপ্রণোদিতভাবেই দিয়েছেন ছবিটা। যা খুবই দুর্ভাগ্যজনক। আমরা সবাই তাঁদের চিনি, জানি। নিদেনপক্ষে মানুষকে মানুষ হিসেবে সম্মান করতে শিখুন। তাতে নিজেও নিজেকে মানুষ বলে পরিচয় দিতে পারবেন। খুবই কষ্ট পেলাম দেখে। মডারেটরের দৃষ্টি আকর্ষণ করছি। এ লেখা মুছে ফেলা হোক ও এই ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হোক। সভ্য সমাজ রাষ্ট্রের আইনে এই লেখার জন্য এই ব্যক্তির শাস্তির ব্যবস্থা আছে। ব্লগ কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ না করলে তারা অপরাধী বলে বিবেচিত হবে।
আপনার শুভবুদ্ধির উদয়। মানুষকে মানুষ হিসেবে সম্মান করতে শিখুন। আপনার কল্যাণ হোক।
০২ রা মে, ২০২৩ দুপুর ১:১৭
সাহাদাত উদরাজী বলেছেন: অহেতুক বিতর্ক করে ভ্যাজাল করছেন, তিনি সারা জীবম ইসলামের বিরুদ্ধে কাজ করেছেন, আর আমি এই সামান্য কথা লিখতে পারবো না!
১০| ০২ রা মে, ২০২৩ রাত ১২:২৭
কিরকুট বলেছেন: আপনার তথ্যের সাথে রিলেটেড কোন তথ্যই কোথাও খুজে পেলাম না।
তসলিমা নাসরিন কে ভদ্রলোকের স্ত্রী বানিয়ে আপনি কি মজা পেলেন জানাবেন।
আপনি মানুষিকভাবে অসুস্থ্য একজন অসভ্য মানুষ।
আমি অর্কের সাথে একমত পোষন করছি। লেখক কে শাস্তি স্বরুপ এই লেখা মুছে ফেলা হোক।
০২ রা মে, ২০২৩ দুপুর ১:১৯
সাহাদাত উদরাজী বলেছেন: তাই তো, একজন সারা জীবন একটা ধর্মের বিপক্ষে বলে গেলেন, আর আমি সামান্য এক লাইন লেখাতেই অসভ্য হয়ে গেলাম! বা, আপনার বিচার!
১১| ০২ রা মে, ২০২৩ রাত ১:০১
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এই পোস্টটা কি আপনার সাথে যায়? কী লিখেছেন; একবার পড়ে দেখেছেন?
০২ রা মে, ২০২৩ দুপুর ১:১৯
সাহাদাত উদরাজী বলেছেন: হ্যাঁ, আপনার বিচার এমনই হয়ে পারে!
১২| ০২ রা মে, ২০২৩ দুপুর ১:০০
রাজীব নুর বলেছেন: ৮ নং মন্তব্যকারীর সাথে একমত।
০২ রা মে, ২০২৩ দুপুর ১:২০
সাহাদাত উদরাজী বলেছেন: সবার মতামত এক রকম হবে না নিশ্চয়!
১৩| ০২ রা মে, ২০২৩ দুপুর ১:০৫
সোনালি কাবিন বলেছেন: এমজেডএফ বলেছেন: তথ্যবিকৃতি ও মিথ্যাচারের জন্য এই ব্লগারের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা হওয়া উচিত।
০২ রা মে, ২০২৩ দুপুর ১:২১
সাহাদাত উদরাজী বলেছেন: বাহ, তিনি সারা জীবন এক ধর্মের বিরুদ্ধে বলে গেলেন, তিনি ভাল মানুষ আর আমি এক লাইন লিখাতেই অপরাধী, আমাকে জেলে ভরে ফেলতে চান!
১৪| ০২ রা মে, ২০২৩ বিকাল ৩:৫৯
গেঁয়ো ভূত বলেছেন: ছবিটি যেহেতু সরিয়ে দেন নাই এবং ক্যাপশন এ ছবির বর্ণনাও ডিটেইলস দিলেন না সেইহেতু ধরে নেয়া যায় আগের ক্যাপশন টি ভুল ছিলনা, উহা সচেতন ভাবেই করা হয়েছিল।
১৫| ০৩ রা মে, ২০২৩ ভোর ৪:৫২
জটিল ভাই বলেছেন:
তলিয়ে যাওয়া বিষয় তুলে ধরার জন্য জটিলবাদ প্রিয় ভাই
©somewhere in net ltd.
১| ০১ লা মে, ২০২৩ বিকাল ৪:১৯
নিমো বলেছেন: উনার ইসলাম বিদ্বেষী লেখার লিংক দিন পড়ে দেখি।