নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

আমার দেখা/শোনায় সেরা বাংলা প্রেমের গান "আমি কতদিন কতরাত ভেবেছি, ভেবেছি বলবো তোমারে, একটি পুরনো কথা নতুন করে.."

০৬ ই জুলাই, ২০২৩ দুপুর ২:৪৫

বাংলা সিনেমায় সেরা প্রেমের গান কোনটি এবং যদি আমাকে একটি গান সিলেক্ট করতে বলেন, তবে আমি ১৯৭২ সালের ১২ ফ্রেবুয়ারীতে মুক্তি পাপ্ত ছবি 'মানুষের মন' ছবির 'আমি কতদিন কতরাত ভেবেছি, ভেবেছি বলবো তোমারে, একটি পুরনো কথা নতুন করে...' এই গানটা সিলেক্ট করবো।

এই ছবির পরিচালক ছিলেন জনাব মোস্তাফা মেহমুদ, গানের সুরকার ছিলেন জনাব সত্য সাহা, আর গানটা লিখেছিলেন, জনাব গাজী মাজহারুল আনোয়ার (উনার লেখা প্রতিটা গানই অসাধারন), গাইছিলেন জনাব মোহামদ আলী সিদ্দিকি এবং সাবিনা ইয়াসমিন, অভিনয়ে ছিলেন নায়ক রাজ রাজ্জাক এবং ববিতা (রাজ্জাকের সাথে যে কোন নায়িকার জুটি অনায়েসে মিলে যেত)। এই ছবির আরো গান গুলো তখন ইট হয়েছিল। তবে এই গানটা আমি যতবার শুনি/দেখি, আমার কাছে নুতন লাগে এবং মনে হয় এই তো প্রেমের ভাষা।


ইউটিউবের লিঙ্ক

আপনার চোখে/শোনা কোন এমন গান মনে পড়লে শেয়ার করতে পারেন।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:১২

আহলান বলেছেন: পুরনো দিনে গান আজো ভরে মন প্রাণ ....

০৭ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:১৮

সাহাদাত উদরাজী বলেছেন: হ্যাঁ, এই গান গুলো আসলেই অসাধারন।

২| ০৬ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৪৩

এইযেদুনিয়া বলেছেন: ভালো লিরিক। সুর শুনেই বোঝা যায় পুরোনো।

০৭ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:১৮

সাহাদাত উদরাজী বলেছেন: কথা গুলো পুরাই কবিতা! হা হা হা

৩| ০৬ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:২৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: গানটা খুব ভালো লাগলো। বাংলা সিনেমার কিছু প্রেমের গান নীচে শেয়ার করলাম।

১। দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়
২। এই মন তোমাকে দিলাম
৩। একবার যদি কেউ ভালোবাসতো
৪। আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে
৫। কে বাঁশি বাজায় রে
৬। কি যাদু করিলা পিরীতি শিখাইলা
৭। এ কি সোনার আলোয় জীবন
৮। আমার বুকের মধ্যে খানে মন
৯। ও গো বিদেশিনী তোমার চেরি ফুল
১০। আমি একদিন তোমায় না দেখিলে
১১। সন্ধ্যার ছায়া নামে এলোমেলো হাওয়া
১২। আবার এলো যে সন্ধ্যা
১৩। বিমূর্ত এই রাত্রি আমার
১৪। ও আমার মন কান্দে

০৭ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:১৩

সাহাদাত উদরাজী বলেছেন: সন্ধ্যার ছায়া নামে এলোমেলো হাওয়া - এই গান আমি কয়েক হাজারবার শুনেছি, উচ্চু ভলিউমে। অসাধারন। প্রতিটা বিট শোনা যায়।

৪| ০৬ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:২৮

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: আহা কত সুন্দর একটা গান!

আমার কাছে সেরা

০৭ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:১৯

সাহাদাত উদরাজী বলেছেন: অনেক বৃষ্টি ঝরে তুমি এলে | রুনা লায়লা - আহ।

৫| ০৬ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দিনরাত তো গানেই ডুবে থাকি, তবু কেন যেন এ গানটা আগে কোনোদিন শোনা হয় নি। ছবিটাও দেখা হয় নাই। যাই হোক, গাজী মাজহারুল আনোয়ারের লেখা ফ্লপ গানের সংখ্যা বাত্তি জ্বালাইয়া খুঁজতে হয়। সত্য সাহার সুরও অনন্য। রেডিওর যুগে মোহাম্মদ আলী সিদ্দিকীর গান শুনে আমার ভূপেন হাজারিকার কথা মনে পড়তো। আরেকজন ছিলেন লোকমান হোসেন ফকির।

সুন্দর গান।

০৭ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:১৬

সাহাদাত উদরাজী বলেছেন: বলেন কি, আপনি এই গান প্রথম শুনলেন? আমি সত্যই অবাক হলাম। এই সেরা গান্টা আপনাকে দেখাতে পেরে আবার খুশীও লাগছে। এই গানের কথা গুলো দেখেছেন। আহ, প্রেম!

এই ছবির সব গানই সেই সময়ে হিট হয়েছিল। এই শহরে আমি যে এক নুতন ফেরিওয়ালা, এটাও, এই গান্টাও মোহাম্মদ আলী গেয়েছিলেন, যা রাজ্জাকের সাথে পুরাই মানিয়ে গিয়েছিল। রাজ্জাক জাত অভিনেতা বটে।

৬| ০৬ ই জুলাই, ২০২৩ রাত ৯:১০

রাজীব নুর বলেছেন: আমি আপনার বাসার আশেপাশসেই থাকি।
একদিন আসবো আপনার বাসায়। আপনি নিজের হাতে রান্না করবেন। আমি খাবো।

০৭ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:১৬

সাহাদাত উদরাজী বলেছেন: আচ্ছা, ঠিক আছে, একদিন হয়ে যাবে।

৭| ০৬ ই জুলাই, ২০২৩ রাত ১০:১০

জগতারন বলেছেন:
শুনলাম।
"আবার এলো যে সন্ধ্যা" আমার প্রিয় একটি গান।

০৭ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:১৭

সাহাদাত উদরাজী বলেছেন: হ্যাঁ, এটাও ভাল গান।

৮| ০৭ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:৩০

আমি সাজিদ বলেছেন: নায়ক রাজের সময়কার নায়ক ও এরপরের বাংলাদেশী সিনেমার নায়কদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য চোখে পড়ে।

০৯ ই জুলাই, ২০২৩ রাত ১:০৩

সাহাদাত উদরাজী বলেছেন: মি রাজ্জাকে নিয়ে এক সময়ে গবেষণা হবে নিশ্চিত। যে কোন নায়িকার সাথে তার মুখ মিলে যেত, জুটি হয়ে যেত।

৯| ০৭ ই জুলাই, ২০২৩ রাত ১০:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সেরা নির্বাচন করা খুব কঠিন কাজ। পরিবেশ আর সময়ের সাথে সেরারা স্থান পরিবর্তণ করে।

০৯ ই জুলাই, ২০২৩ রাত ১:০২

সাহাদাত উদরাজী বলেছেন: একমত, তবুও আমি সাহস করলাম! হা হা হা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.