নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

সুশাসনের একটা অধ্যায় হচ্ছে বিচার, বিচার ঠিক থাকলে অনেক অন্যায় শুরুই হয় না! (নেপালের একটা বিচার শুনুন)

১৩ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৪

(নেপাল থেকেও আমাদের শিখতে হবে নিশ্চয়, বিচার কাকে বলে! গত দুইদিন আগে নেপাল আদালতের বিচার!)

নেপালের সবচেয়ে নামী ক্রিকেটার ও জাতীয় দলের সাবেক অধিনায়ককে ধর্ষণের দায়ে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। কাঠমান্ডু জেলা আদালতের বিচারক ২৩ বছর বয়সী সন্দীপ লামিছানেকে এই সাজা দেন। তার কাছে আপিল করার জন্য পরবর্তী 100 দিন আছে। লামিছনের অ্যাটর্নি মন্তব্যের জন্য উপলব্ধ ছিল না, তবে স্থানীয় সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে যে তারা আপিল করতে পারে।

ডিসেম্বরের শেষ দিকে রায় শোনার পর তার আইনজীবীরা উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান। শুক্রবারের রায় সম্পর্কে আইনজীবী সবিতা ভান্ডারী বড়াল বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, "আমরা এই রায় আশা করিনি... আমরা হতাশ।" "আমরা অবশ্যই আপিল করব," তিনি বলেছিলেন।

আদালতের কর্মকর্তা চন্দ্র প্রসাদ পন্থি সাংবাদিকদের জানান যে বিচারক শিশির রাজ ধাকাল লামিছনেকে জরিমানা হিসেবে 300,000 রুপি ($3,349.23) এবং ক্ষতিপূরণ হিসাবে ক্ষতিগ্রস্থকে আরও 200,000 রুপি ($2,232) দেওয়ার নির্দেশ দিয়েছেন।

ভুক্তভোগী, একজন 18 বছর বয়সী মহিলা বলেছেন যে তিনি 21 আগস্ট, 2022-এ যৌন নির্যাতনের শিকার হন। লামিছনেকে শীঘ্রই গ্রেফতার করা হয় এবং আদালতে মামলার শুনানি চলাকালীন জামিনে বের হওয়ার আগে জেলে সময় কাটান। আদালতও তাকে ম্যাচ খেলার অনুমতি দেয় কিন্তু এখন তাকে জেলে যেতেই হবে।

ভিক্টিমের পরিচয় গোপন রাখা হয়েছে।

(খবরের সরাসরি গুগ্ল অনুবাদ, নেয়া হয়েছে এবিসি নিউজ থেকে, নিউজ এখানে)

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৮

বিজন রয় বলেছেন: ওটা নেপাল, বাংলাদেশ না।

বাংলাদেশে বহু ধর্ষনের সঠিক বিচায় হয়নি।

আমাদের শুধু বাইরের দেশের দিকে তাকিয়ে থাকতে হবে।

১৩ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১০

সাহাদাত উদরাজী বলেছেন: এই দেশে আমি এমন বিচার গত ২০ বছরে একটাও দেখি না, গৃহকর্মী কত হত্যা হয়ে গেল, একটা বিচারও দেখি নাই। দরিদ্র মানুষের জন্য বিচার আছে মনেই হয় না!

২| ১৩ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৪

বিজন রয় বলেছেন: সেটাই।

আমাদের দেশটা যেন কেমন!!

৩| ১৩ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪১

ঢাবিয়ান বলেছেন: এই পৃথীবির কথা বাদই দিলাম , সার্কভুক্ত দেশগুলোর মধ্যেও সবচেয়ে খারাপ অবস্থা বাংলাদেশের। আর কোন দেশে এত অবিচার , দুর্নীতি ও মিথ্যাচার নাই। পদ , পদবি ও টাকার লোভে আমাদের দেশে কিছু মানুষ চরম মিথ্যাবাদী হয়ে গেছে। সকল ক্ষমতা এইসব মিথ্যাবাদীদের হাতে।

১৩ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৫

সাহাদাত উদরাজী বলেছেন: পুরাই, আবার এটা বলাও যাচ্ছে না! কি ভয়াবহ!

৪| ১৩ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৪

শূন্য সারমর্ম বলেছেন:


আপিলের পর পোস্টটা দিলে ভালো হতো না?

১৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৪

সাহাদাত উদরাজী বলেছেন: আকাম করেছে, এটা নিশ্চিত, জেল জরিমানা হবেই।

৫| ১৩ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



বাংলাদেশের নোয়াখালীর একটি মাদ্রাসার প্রিন্সিপাল সিরাজউদ্দৌলাকে একই অপরাধে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে ।
বাংলাদেশে কোন বিচার হয় না এই ধারণা
সঠিক নয়।

১৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৬

সাহাদাত উদরাজী বলেছেন: া হা হা, সব থেমে গেছে!

৬| ১৩ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৮

বদরুল হোসেন বাবু বলেছেন: লামিচানে নেপালের বিখ্যাত ক্রিকেটার হওয়ায় যথেষ্ট তথ্য-প্রমাণ না থাকলে এরকম রায় হত না। সুতরাং আপিল আদালতে এই রায় পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম।

লামিচানের ক্রিকেটিং ক্যারিয়ারের আন্তর্জাতিক অধ্যায় শেষ এ কথা বলাই যায়।

১৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৬

সাহাদাত উদরাজী বলেছেন: এখানে সে কেমন ক্রিকেটার সেটা বিবেচ্য ছিল বলে মনে হয় না, সে অপরাধী এটা প্রমানিত।

৭| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫১

জ্যাক স্মিথ বলেছেন: ওর ক্যারিয়ার শেষ। বাংলাদেশের রুবেলর কি হইছিলো? এক সময়ের টক অব দ্যা টাউন কিছুদিন পড়ে আর কোন খবরই পেলাম না।

১৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪০

সাহাদাত উদরাজী বলেছেন: নাসির আরেকজনের স্ত্রী ভাগিয়ে বিয়ে করেছেন, তার বিচার কিংবা তদন্তই এখনো হয় নাই! বুঝেন অবস্থা! আবার সন্তানের বাবাও হয়ে গেছে!

৮| ১৪ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪২

নিমো বলেছেন: বাহ! ২৩ বছর বয়সী লামিছানের বেলায় সঠিক বিচার কিন্তু ২১ বছর বয়সী তানজিম হাসান সাকিবের বেলায় সে ছুডু পোলা। ভুলে বলে ফেলছে। ভালো! তানজিম হাসান সাকিবের যেমন চিন্তাধারা তাতে ভবিষ্যতে লামিছানের মত কীর্তিমান হওয়ার প্রবল সম্ভাবনা আছে।

১৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৮

সাহাদাত উদরাজী বলেছেন: তানজিমের অপরাধ আর ধর্ষন এক হয় কি করে। মানে যা আসে বলে ফেল্লেই হয়ে যায়?

৯| ১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৯

রাজীব নুর বলেছেন: আমরা এক ভন্ড দেশে বাস করি। মিথ্যার শহরে বাস করি। ইতরের দেশে বাস করি।

১৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৯

সাহাদাত উদরাজী বলেছেন: উপরে কিছু ছ_ল ব্লগার দেখেন, যারা অপরাধ কি সেটাও বুঝে না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.