নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

১০ বছর মেয়াদের বেশী কাউকেই শাসনের প্রধান হিসাবে রাখা উচিত নয়! (নতুন ভোরের অপেক্ষায় ভেনিজুয়েলার জনগণ, এবারও সুষ্ঠু ভোট নিয়ে সংশয়!)

২৯ শে জুলাই, ২০২৪ রাত ১২:০৪

কি এক অজানা কারনে দুনিয়ার যে বেশ কয়েকটা দেশ ছোট বেলা থেকেই ভাল লাগত তার মধ্য ভেনিজুয়েলা, কলাম্বিয়া, পেরু উল্লেখযোগ্য। এখনো সময় পেলে ইউটিউবে এই দেশ গুলোর ভিডিও দেখি, এই সব দেশের অলগলি আমার চেনা, মুখস্ত। একদম যেন আমার চোখের সাম্নেই সব! মানুষ গুলো আমাদের মতই! এই সব দেশের খাবার দাবার এত বেশি দেখেছি যে, বলে বুঝানো যাবে না। যাই হোক, দেশ গুলোর একই সমস্যা এখন এই দেশ গুলোতে তেমন আর সুশাসক নেই! পেরুতে কিছুদিন আগে ভয়াবহ আন্দোলন হয়েও তেমন কিছু হচ্ছে না। কলাম্বিয়া ঝুলে আছে অনেকদিন। ভেনিজুয়েলার ব্যাপারটা নিয়ে আর কি বলবো! খবরে এই মাত্র পড়লাম, নিন্মে উল্লেখ যোগ্য অংশ দেখুন!

লাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলা এক ঐতিহাসিক প্রেসিডেন্ট নির্বাচনের দ্বারপ্রান্তে। দেশটিতে স্থানীয় সময় রোববার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা। ধারণা করা হচ্ছে ২৫ বছর ধরে চলা সমাজতান্ত্রিক শাসনের অবসান হতে পারে এবারের নির্বাচনে। যদি দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো সেখানে সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি করেন, তাহলে ভোটের পরবর্তী দিনের প্রভাত হবে ভেনিজুয়েলার জন্য এক ঐতিহাসিক সকাল। এবারের নির্বাচনে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে লড়াই করছেন ৬১ বছর বয়সী মাদুরো। এক্ষেত্রে তার শক্ত প্রতিপক্ষ হচ্ছে বিরোধী দলীয় নেতা এবং একজন সেরা কূটনীতিক এডমান্ডো গঞ্জালেজ। মতামত জরিপের তথ্য বলছে এবার ৭৪ বছর বয়সী অভিজ্ঞ রাজনীতিবিদ গঞ্জালেজের কাছে পরাজিত হতে পারেন টানা দুইবার ক্ষমতায় থাকা মাদুরো। এবারের নির্বাচন যদি অবাধ ও সুষ্ঠু হয় তাহলে ভূমিধস পরাজয় হতে পারে মাদুরোর। কিন্তু সর্বশেষ যে অবস্থার কথা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তাতে দেশটিতে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় ঘনীভূত হয়েছে।

অনলাইন দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন যে মাদুরো নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ফলাফল নিজের পক্ষে নিয়ে আসতে পারেন। যদিও গঞ্জালেজের পক্ষে ভোট বেশি পড়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে এই নির্বাচনকে সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে বেশি স্বেচ্ছাচারী হিসাবে বর্ণনা করেছেন পর্যবেক্ষকদের কেউ কেউ। যদি মাদুরো তার পূর্বসূরি হুগো শ্যাভেজের পথে হাঁটেন তাহলে এবারও দেশটির নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে নানা প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়। কেননা শ্যাভেজের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি দেশটিতে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করেছেন। তার উত্তরসূরী হিসেবে সেই শাসন বহাল রেখেছেন বর্তমান প্রেসিডেন্ট মাদুরো। তিনি শ্যাভেজের মৃত্যুর পর থেকেই ক্ষমতায় রয়েছেন। তার বিরুদ্ধে ২০১৮ সালের নির্বাচনে ভোট কারচুপির অভিযোগও রয়েছে।


জনগণ আর কত সইবে? সেই একই প্যাঁচাল, একই মিথ্যাভরা মুখ! আশা করি, এবার দল পরিবর্তন হয়ে জনগণ হাসি মুখ করবে!

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০২৪ রাত ১২:০৬

সাহাদাত উদরাজী বলেছেন: খবরের লিঙ্ক, এখানে

২| ২৯ শে জুলাই, ২০২৪ রাত ১২:০৮

জ্যাক স্মিথ বলেছেন: কিন্তু আমাদের বাংলাদেশের কি হবে?

২৯ শে জুলাই, ২০২৪ রাত ১২:১৫

সাহাদাত উদরাজী বলেছেন: আপনার উত্তর দিতে পারছি না, তবে জানিয়ে রাখি, সব কিছুর শেষ আছে নিশ্চয়!

৩| ২৯ শে জুলাই, ২০২৪ রাত ১২:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লেখক বলেছেন: আপনার উত্তর দিতে পারছি না, তবে জানিয়ে রাখি, সব কিছুর শেষ আছে নিশ্চয়!

হ্যাঁ, সব নৈরাজ্যের একটা শেষ তো হতেই হবে। চলুন, সে আশায় বুক বাঁধি।

৯৮ সালে মিস ভেনিজুয়েলা মিস ওয়ার্ল্ড হয়েছিলেন, এটা মনে আছে। প্রগ্রামটা লাইভ দেখেছিলাম। পরে তার খেতাব সম্ভবত ফিরিয়ে নেয়া হয়, তিনি নাকি বিবাহিতা ছিলেন সেজন্য।

ভেনিজুয়েলার আরো কী কী যেন আকর্ষনীয় আছে, ভুলে গেছি।

যাই হোক, নিউজ পড়ার সময় কনফিউশনে ছিলাম - এটা আসলে কোন দেশের বর্ণনা পড়ছি!! :)

কয়েক বছর আগে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে নিয়ে অনেক গণ্ডগোল হলো না?

প্রতিটা রাজনৈতিক দলের সংবিধানে এমন কিছু ক্লজ থাকা জরুরি যাতে বোঝা যায় যে একটা নির্দিষ্ট সময়ের পর তাকে শীর্ষপদ থেকে সরে দাঁড়াতে হবে।

কিন্তু আমরা চাটুকার জাতি। কে সবার আগে সামনে যেয়ে বলবে, আপনিই আমাগো সভাপতি, আর কেউ না, আমরা সেই ধান্ধায় অস্থির। ১০ বছর না, অনির্দিষ্ট কালের মেয়াদই আময়াদের ভরসা।

২৯ শে জুলাই, ২০২৪ দুপুর ১২:২৩

সাহাদাত উদরাজী বলেছেন: না, পারলো না, আমাদের মত সেখানেও নির্বাচন কমিশন মাদুরোর পক্ষেই কাজ করলো।
https://www.prothomalo.com/world/south-america/a28843n8k2

৪| ২৯ শে জুলাই, ২০২৪ রাত ২:৩৬

কামাল১৮ বলেছেন: ভালো প্রস্তাব।

২৯ শে জুলাই, ২০২৪ দুপুর ১২:২৫

সাহাদাত উদরাজী বলেছেন: দল থাকতে পারে কিন্তু ব্যক্তি নয়!
আর দূর্বল শাসনের চিন্তার ব্যক্তি হলে তো কথাই নেই। তাকে সামনে রেখে মুলত চোরেরাই এগিয়ে যায়।
ভেনিয়ুয়েলার পুরা অবস্থাই আমাদের মত। মানুষ ভোট দিয়েছে একজনকে আর ঘোষণা আরেক জনকে!

৫| ২৯ শে জুলাই, ২০২৪ ভোর ৪:০৯

সোনাগাজী বলেছেন:



আপনার অনুমতি নেয়ার জন্য জিয়া ও এরশাদ আপনাকে খুঁজে পায়নি মনে হয়।

২৯ শে জুলাই, ২০২৪ দুপুর ১২:২৭

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ সোনা ভাই, আপনার আরো একটা আদাচো কমেন্টের জন্য!

৬| ২৯ শে জুলাই, ২০২৪ ভোর ৬:১০

রিফাত হোসেন বলেছেন: এই রকম বিবাহিত মিস টিস অনেক দেশেই পরে ধরা পরে। কামাল সাহেব যাক একটি ব্যাপারে সায় দিলেন, যেটা ইতিবাচক। যা বছরের বছর ধরে বলা হচ্ছে। বাংলাদেশের জন্য ১ মেয়াদের বেশি ক্ষমতায় নয়। খেতে দিলে শুতে চাইবে। সবার আগে দরকার বিচার বিভাগকে স্বাধীন করা। পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা উচিত; যতটা সম্ভব।

ব্লগেই সিন্ডিকেটের অভাব নাই। বাহিরে এক আর অন্তরে...
বর্তমান সরকারও আশাই দেখাচ্ছে!

২৯ শে জুলাই, ২০২৪ দুপুর ১২:২৭

সাহাদাত উদরাজী বলেছেন: বলার আর কিছু বাকী নেই!

৭| ২৯ শে জুলাই, ২০২৪ দুপুর ১২:২২

সাহাদাত উদরাজী বলেছেন: না, ভেনিজুয়েলার জনগণ আবারো হেরে গেল!
ভেনেজুয়েলায় বিতর্কিত নির্বাচনে মাদুরোকে জয়ী ঘোষণা!
নির্বাচন কমিশনের সাহায্যে আবারো তিনি জিতে গেলেন, সাধারন মানুষ আবারো হেরে গেল! তবে এখন আবার লড়াই হবে বলে আনা যাচ্ছে! view this link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.