নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।
বিবাহিত জীবনে যে বিষয়টা দুইজনকে কুড়ে কুড়ে শেষ করে দেয়, তা হচ্ছে 'সন্দেহ'! স্বামী স্ত্রী যে কোন একজন এই 'সন্দেহ প্রবণ' হলেই বিবাহিত জীবনের সকল আশা ভরসা শেষ হয়ে যায়, বিচ্ছেদেই সমাপ্তি হয়! তবে এই সমস্যা মধ্যবিত্ত পরিবারেই বেশী ঘটে! অন্যদিকে 'সন্দেহ প্রবণ' এই রোগের রোগী স্ত্রীরাই বেশি হয়ে থাকে, প্রথমে তারাই শুরু করে, এবং ক্রমে বাড়িয়েই চলে! স্বামী ডাক্তার ইঞ্জিনিয়ার সরকারী চাকুরে ব্যবসাহী যাই হয়ে থাকুক না কেন, স্ত্রীরা একটু রাতে ফেরা, মোবাইলে কথা বলা, চ্যাটিং ফিটিং তেমন প্রমান না দেখেই সন্দেহ করা শুরু করে, আর এখানেই ভেজাল লেগে যাই, অনেকে এই ভেজাল বা মিথ্যা অপবাদ নিয়ে জীবন পার করে, আর পরে সত্য সত্য অন্য নারীর প্রেমে পড়ে যায়! নিজের স্ত্রীকে তখন ঘৃণা করতে থাকে, এমন কি স্ত্রীর শরীরও আর সেই স্বামীকে টানে না!
বুঝতে পারছি, আপনারা উপরের প্যারা পড়ে আমার উপর রাগ করে ফেলছেন, নারী বন্ধুরা তো কাছে পেলে আমাকে হয়ত চাকু দিয়ে ঘাই দিয়ে দিতেন! আসেন, একটা বাস্তব উদাহরণ দেই। আমার অফিসে এক লোক আসে, সে প্রায় বারে বসে মদ পান করে, আবার নিজ মুখে বলেও সে অন্য নারীদের সাথে থাকে, তার পরিচিত অনেক নারী আছে যাদের ফোন করলেই চলে আসে! সে বিবাহিত, দুই কন্যা সন্তানের জনক।
গত কয়েক দিন আগে আমার অফিসে আসলে আমি তাকে এই সব বিষয় থেকে বিরত থাকতে অনুরোধ করি, বলি এই সব জীবন নয়, যৌবন ফুরালেই সব শেষ হবে, এইডসের ভয় দেখাই, পরকালের কথা বলি। সে যে এই সব বুঝে না, তা নয়, সব বুঝে তবুও সব চালিয়ে যাচ্ছে কেন, প্রশ্ন করতে সে উত্তরে বলে, আপনার ভাবীর কারনেই আমি এইসবে নেমেছিলাম। আমি আরো জানতে চাই, সে খোলামেলাই আমাকে অনেক কিছু জানায়। সারাংশ আপনাদের জানাচ্ছি।
সে বলে তার দ্বিতীয় মেয়ের জন্মের পরে তার স্ত্রী অহেতুক তাকে সন্দেহ করা শুরু করে, সে অনেকভাবে তাকে বুঝিয়ে বলার পরেও তার স্ত্রী সন্দেহ থামায় না, অফিস থেকে বাসায় গেলেই তার শার্ট প্যান্ট চেক করে এমন কি তার আন্ডারওয়ারও নাকি শুখে দেখতে থাকে! এই বিষয় নিয়ে কয়েক বার হাতাহাতিও হয়েছিল। একদিনতো বাসায় এমন লংকা কান্ড ঘটিয়ে ছিল যে, নানা শ্বশুরকে ডেকে এনে থামাতে হয়েছিল, সেই দিন সে নাকি তালাক দিতেও প্রস্তুত হয়ে গিয়েছিল। এর পরেও কিছুতেই স্ত্রীকে এই সন্দেহ থেকে থামাতে পারে নাই, এমন কি একবার ডাক্তারের কাছে নিয়েও।
এর পরেই মুলত তার চরিত্র নষ্ট হয়ে যায়, সে গুলশানে এক বারে মদপানে নাম লিখায়। সে বলে, কিছু না করেই যখন ঘরে গেলেই অপবাদ শুন্তে হয় তখন খারাপ কাজ করেই দেখি, ব্যস, নেমে পড়ে মদ নারীদের নিয়েও! এভাবেই এখন দিন চলে, এখন এই সব খারাপ কাজ করে মদ পান করে বাসায় গেলে স্ত্রী কিছু বললে চুপ করে অন্য রুমে চলে যায়, কথা কম বলে, খেয়েই অন্যরুমে ঘুমায়, স্ত্রীর দিকে ফিরেও তাকায় না!
আমি থ হয়ে তার কথা শুনছিলাম, তবে সে যে ভাষায় যেভাবে বলেছে তা আমি সেন্সর করেছি, অনেক গালি লিখি নাই, সে বাড্ডা এলাকার অধিবাসী, ঢাকার ভাষায় তার গালি গুলো কান ঝালাপালা করে দিচ্ছিলো! সে তার স্ত্রীকে প্রায় প্রতিটা লাইনের আগে চুত/মারানীর/মাগী শন্দ ব্যবহার করেছিল, এমনি আরো অনেক গালাগাল করছিলো। আমি হেসে বললাম, স্ত্রীকে এভাবে গালি দেয়া উচিত নয়, সে বলল, হারামী আমার জীবন নষ্ট করছে্, এই গালি তো কমই দিচ্ছি!
সন্দেহ আসলেই একটা বিরাট রোগ, এই রোগে যারে পাইছে তার ইহকাল পরকাল শেষ!
(আপনার কাছে গালগল্প মনে হতে পারে, বিশ্বাস করুন, সামান্য মিথ্যা লিখি নাই, তবে সংক্ষেপ করতে অনেক কথা লিখি নাই)
*সন্দেহ = সংশয় / সত্যতা নির্ণয়ে অনিশ্চয়তা / অপরাধী বলিয়া অনুমান
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৫২
আজব লিংকন বলেছেন: কারো ব্যাক্তিগত জীবন লইয়া হাতাহাতি ঠিক না। পারলে ওনারে একাকিতে বুঝান জনসম্মুখে এসব বলার কোন মানে হয় না।
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৫৮
শূন্য সারমর্ম বলেছেন:
আপনি কিছুদিন প্রবাসে (আরব ) ছিলেন?
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:০৮
Rudolph Bush বলেছেন: সন্দেহ সত্যিই একটি ভয়ানক রোগের মতো অনুভব করতে পারে, যা আমাদের আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করে। এটি আমাদের লক্ষ্য এবং স্বপ্ন অনুসরণ করা থেকে বিরত রাখতে পারে। যাইহোক, এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে সন্দেহ মানুষের অভিজ্ঞতার একটি স্বাভাবিক অংশ। এটি একটি চিহ্নও হতে পারে যে আমরা আমাদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে যাচ্ছি এবং নিজেদেরকে চ্যালেঞ্জ করছি। geometry dash world
©somewhere in net ltd.
১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৩৫
ডার্ক ম্যান বলেছেন: সব সন্দেহ অমূলক নয়।
দাম্পত্য সঙ্গীর সাথে ঝামেলা হলে ডিভোর্স নিবে। কিন্তু কখনো অন্য সম্পর্কে যাওয়া উচিত না।
একই সাথে একাধিক জনের সাথে সম্পর্ক সেটা শারীরিক হোক বা মানসিক, আমি কোনভাবেই সমর্থন করি না।
অনেকে আবার অতীতের ভালো লাগার মানুষকে ভুলতে পারে না। তাই সংসারে মনোযোগও থাকে না। একটা সময় সেটা বিচ্ছেদ টেনে আনে।