নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

আজ আমার বিয়ে করার ২৬ বছর পূর্ন হল!

১১ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০২

আজ আমার বিয়ে করার ২৬ বছর পূর্ন হল, ২৭ বছরে পড়লাম! দুই সন্তান ও স্ত্রী নিয়ে এত বছর বলা চলে সুখেই কেটে গেল, মাঝে মাঝে তার ছিঁড়ে যাবার মত অবস্থা হলেও আবার সামলে নিয়ে এগিয়েছি। বিধাতার কাছে শোকরিয়া জানাতে হয় যে, তিনি এতদিন পার করার যোগ্যতা দিয়েছেন এবং পেরেছি, এটা অনেক দীর্ঘ সময় বটে!

যাই হোক, ইনবক্সে বছর দুয়েক আগের বিবাহিত এক ছোট ভাই বন্ধু কিছুক্ষন আগে জানতে চাইলেন, আপনার অভিজ্ঞতা থেকে বলুন, স্ত্রীর সাংসারিক চরিত্র/অবস্থা বুঝা যায় কিভাবে? মাথায় অনেক পয়েন্ট এল, কোনটা আগে লিখি, কোনটা পরে? চেষ্টা করি! আসুন!

প্রথম পয়েন্ট হল, বাসায় বাজার না করে দুই/চার দিন চুপচাপে থাকুন এবং অবস্থা দেখুন। এই পর্যায়ে তিনি কি কি করেন, তাতেই উনার সংসার প্রেম বুঝা যাবে! মারাত্বক দুব্যবহার, মুখ কালো করা সহ এত দিনের অতীত ভুলে নোংরা কথা শুনানোর স্ত্রীর অভাব নেই এই বাংলাদেশে! ভালবাসার স্ত্রীরা এই সময়ে আরো হাসবে, বিশ্বাস করবে, রাতে জড়িয়ে ধরবে এবং নিজের জমানো টাকা থেকে বাজার করে দুই চারদিন কেন, প্রয়োজনে দশ দিন চালিয়ে দিবে! জাস্ট বাজার না করতে পারলে তিনি কি আচরণ করেন তাতেই সব পরিস্কার বুঝা যাবে!
স্বামীরা স্ত্রীদের কাছে মুলত কি চায়? জ্বি, স্বামীরা তো বলা চলে সারা দুনিয়াই স্ত্রীর কাছে চায় - এটা স্ত্রীদের কমন ডায়ালগ, সারা বিশ্বে! আসলে তা নয়, একেক পুরুষের একেক চাওয়া। রাতের আরাম প্রায় সব পুরুষের অন্যতম চাওয়া! তবে যে আচরনে পুরুষ বেশী কষ্ট পায়, তা হচ্ছে স্ত্রীদের মুখের কটু কথা, ঝাপটা দিয়ে কথা বলা!

আমার অভিজ্ঞতা বা আশে পাশের দেখায় যা দেখি তা হচ্ছে, স্ত্রীরা স্বামীর সাথে খারাপ আচরণ কটু কথা বলে বেশ বাহাদুরি দেখাতে চায় (এটা আবার আত্মীয় পাড়া প্রতিবেশীদের সাথে নয়, প্রতিবেশীরা ভাবতেও পারে না, আপনি বললে তারাও বিশ্বাস করবে না, তারা আবার আপনাকেই দোষী বানাবে), কিন্তু এতে তিনি যে ধীরে ধীরে ঘৃণা কুড়িয়ে সব হারাচ্ছেন তা বুঝতে পারেন না, ভালবাসা ঘৃণা হয়ে যায় এক সময়ে। আর এই কারনে দেখবেন বেশ সুন্দরী, যার পুজা করা উচিত, নাটক সিনেমার নায়কা বটে, অথচ স্বামী পুঁছেও দেখে না! নিঃসন্দেহে স্ত্রী চরিত্রের এটা বিশ্রী বাহাদুরী!

স্বামীরা স্ত্রীদের যে বিষয় গুলো চরম ভালবাসে, তা হচ্ছে স্ত্রীর সময়জ্ঞান (এটার কারনে একজন স্বামী ভাল করে আবার অসন্তুষ্টে সব হারিয়ে ফেলে), ভাল ব্যবহার (মানসিক শান্তি, ব্যবহার ভাল হলে বন্ধু মনে করে), পরিচ্ছন্ন চরিত্র (এটা খারাপ হলে আর সংসার টিকেই না)।
আমাকে মোটামুটি একজন সংসার বিশারদ বলতে পারেন, এই জগত সংসারের এত অভিজ্ঞতা আমার দেখা হয়েছে যে, খুব কদাচিত দুই একটা হয়ত বাকী আছে!

সর্বশেষ, পুরুষ সংসারের মুল যোগান দাতা (আর এই কাজের স্বীকৃতিও পাওয়া যায় না), এই যোগানে আপনি ফেইল করলে, আর যাই হোক সংসার হবে না! সংসারে অর্থের খুব জরুরী প্রয়োজন, আপনার যদি অর্থ উপার্জনের আগ্রহ বা চান্স বা ইচ্ছা না থাকে, তবে বিবাহের দরকার নেই!

সর্বশেষ, স্ত্রীকে চতুমূর্খি খুশি রাখা শয়তানের পক্ষেও সম্ভব নয়! ভাজে ভাজে চলে পরপারে চলে যাবার ইচ্ছাই যথেষ্ট! আমিও সেই ভাজে আছি, এভাবে বছরের পর বছর পার হচ্ছে!

(সংক্ষিপ্ত, ২০২৩ সালের লেখা ঈষৎ পরিবর্তিত, ছবি ২০০৭ সালের)

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:২০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ২৬ বছর পূর্তি উপলক্ষে অভিনন্দন।

২| ১১ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৬

ইফতেখার ভূইয়া বলেছেন: বেশ দীর্ঘ সময়। ২৬ বছর পূর্তির শুভেচ্ছা জানবেন, আগামীর জন্য থাকছে শুভ কামনা।

৩| ১১ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৬

নতুন বলেছেন: ২ যুগ ২ বছর তো মেলা দিন।

আমাদের ১ যুগের একটু বাকি আছে। এতো দিন এক সাথে থাকতে থাকতে একে অপরের উপরে অনেক কিছুই অভ্যাসে পরিনত হয়।

ভালোবাসায় বাকিটা জীবন সুখে কাটুক সেই কামনা করছি্।

৪| ১১ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২০

আমি সাজিদ বলেছেন: স্ত্রী ও মা-বোনের মধ্যে সম্পর্কের ব্যালেন্স করেছেন কি করে?
অভিনন্দন।

১২ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৯

সাহাদাত উদরাজী বলেছেন: এইখানে পুরাই ফেইল, নিজকে অপরাধী মনে হয়! মা এবং স্ত্রীর মধ্যে কোন ব্যালেন্স করতে পারি নাই। তবে তুমুল কিছু না, আর এই জন্য অবশ্য আমি নিরবে মনে কষ্ট পাই! মায়ের কাছে 'সরি' বলি সব সময়ে! মায়ের শেষ সময়ে কাজে লাগতে পারলে ধন্য মনে করবো, সেটা যদিও এখনো বুঝতে পারছি না! ধন্যবাদ আপনাকে একটা সত্য নিয়ে প্রশ্ন করায়, আমার মন ভাল হয়ে গেল। ব্লগারেরা এমন প্রশ্ন না করলে চলে না। আবারো আপনাকে ধন্যবাদ।

৫| ১১ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৬

শেরজা তপন বলেছেন: আন্তরিক অভিনন্দন রইল আপনাদের দুজনের প্রতি। মুখোশের আড়ালে অন্য এক চেহারা রেখে এত দীর্ঘ সময় বিশ্বস্ততার সাথে পার করা আসবে বিশাল ব্যাপার!! :)

১২ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১১

সাহাদাত উদরাজী বলেছেন: এই দেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবিরাজ, হেকিম সহ প্রায় সবার অবস্থা এমনি। আমার অপরাধ আমি বলে ফেলি প্রকাশ্যে, এই আর কি! ধন্যবাদ আপনাকে, ব্লগারদের এই জন্য ভাল্লাগে, তারা সোজা প্রশ্ন করে এবং উত্তর দেয়!

৬| ১১ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৭

জুল ভার্ন বলেছেন: অভিনন্দন এবং শুভ কামনা ❤️❤️

৭| ১১ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৩

কামাল১৮ বলেছেন: জোড়া তালির সংসার।সুখে দুঃখের সংসার হতে পারে তার ছেড়ার উপক্রম হয় এমন সংসার উত্তম সংসার না।

১২ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৪

সাহাদাত উদরাজী বলেছেন: একমত! আপনি সংসার কল্পনা করছে তা এই দুনিয়াতে বিরল! ডাক্তার হেকিম কবিরাজ সবার একি দশা, এমন কি আপনারও, আপনার আব্বারও হয়ত এমন ছিলো! দাদার সংসার আর টানলাম না!

৮| ১১ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:২৩

নান্দাইলের ইউনুছ বলেছেন: কয়খানা বিবাহ করিয়াছেন যে এত ঢাকঢোল পিটাইয়া পালিত হইবে!!

৯| ১২ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৩৩

নয়ন বড়ুয়া বলেছেন: হ্যাপী ম্যারিড লাইফ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.