নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

আন্দোলনে নিহত আহতদের সবার আগে রাখুন, তাদের পরিবারকে নিশ্চিত করুন!

১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ১:৫২

কিছু ভালবাসা, দেনা পাওনা একদম জায়গাতেই লিখিত পড়িতভাবে দিয়ে দিতে হয়, এটাই নিয়ম, দেরী হলেই তাতে ভেজাল প্রবেশ করে! শেখ হাসিনার পলায়নের পরে প্রফেসর ইউনুস সাহেব সরকার গঠনের পরেই আমরা অনেকেই বলেছিলাম, যারা এই বিজয় অর্জনে প্রাণ দিয়েছে, আহত হয়েছে কিংবা ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের লিষ্ট করে একদম সেই সময়েই সেই পরিবার গুলোর কাছে আর্থিক সাহায্য এবং সার্টিফিকেট/চিনিহত পত্র দিয়ে দিতে, আহতদের জন্য একদম ডেডিকেটড হাসপাতাল করে দিত্‌ যাতে আর একটা প্রাণও না হারায়।

খুব দুখের সাথে দেখলাম, এই ব্যাপারে সরকার প্রধান সহ সবাই কেমন যেন উদাসীন। অনেক বলার পরে, অনেক কথা উঠার পরে দেখলাম স্বাস্থ্য মন্ত্রনালয়ে একটা সরকারী লিষ্ট অনলাইন করেছে যারা নিহত হয়েছে, পত্রিকা বা অন্যান্ন সোর্স থেকে, তবে এতে সেই পরিবার গুলোর যোগাযোগ করেছে কি না, তার আর ফলোআপ দেখি নাই। তারা কোন সেবা, পুরুস্কার পেল এখনো জানি না।

সরকারের এই বিষয়ে দেরী করা মোটেই উচিত হয় নাই। দেশ এত দরিদ্র হয় নাই যে, এই পরিবার গুলোকে অন্তত ৪/৫ লক্ষ করে টাকা দিতে পারবে না, যে কোন ফান্ড থেকে এই কয়েক কোটি টাকা বের করাই যেত। এই হাজার খানেক পরিবারকে একদম ডেকে এনে প্রচার করেই টাকা গুলো দেয়া যেত, আমরা এখন বুক ফুলিয়ে সেই পরিবার গুলোকে বলতে পারতাম, আপনারা অন্তত কিছুটা নিশ্চিন্ত থাকুন, আমরা আছি, যারা প্রান দিয়েছে তারা আমার ভাই বোন! আবার আহতদেরও চিকিৎসা ব্যায় বা পরিবারের কাছেও এমন সন্মানী দেয়াই যেত! বিচ্ছিন্ন সামান্য কিছু কাজ হয়েছে, তা যথেষ্ট নয় বলেই মনে হয়। প্রতিদিন কোন না কোন পত্রিকাতে কারো না কারো দুঃখ বের হয়েই আসছে!

সরকারের বেশ কয়েকটা ভুলের মধ্যে আমি মনে করি এই কাজ না করাও বিরাট ভুল। যাদের প্রাণের বা অংগহানীর বিনিময়ে এই স্বাধীনতা বা স্বৈরাচার পতন তাদের আমাদের সব সময়েই মাথায় তুলে রাখতে হবেই। এই একই ভুল হয়েছে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধেও, আমরা সেই সময়েও একটা নির্ভুল মুক্তিযোদ্ধাদের তালিকা করি নাই, এর ফলাফল আমরা হাতে নাতে পেয়েছি, আমরা পেয়েছি ভুয়াদের যারা কুবুদ্ধি করে আমজনতার হক চিনিয়ে নিয়েছে, অর্থ নিয়েছে, চাকুরী নিয়েছে, পোষ্ট পদবী নিয়েছে, চেতনার নামে দেশকে নিঃস্ব করেছে!

আমি মনে করি, এখনো সময় শেষ হয়ে যায় নাই, এখনো সরকার একদিনও দেরী না করে তাদের সন্মান ও আর্থিক সাহায্য করুক। নিহত আহতদের পরিবার যেন বলতে না পারে, আমার সন্তানের অভাবে আমরা কষ্ট পাচ্ছি! আমাদের বিবেক জাগ্রত করা উচিত। সরকারের যারা নীতি নির্ধারনে আছেন, আপনারা সতর্ক হউক, এই কাজ আগেই সেরে ফেলুন, এখনো সামান্য সময় আছে। যাদের রক্তের বিনিময়ে আপনাদের আজকের এই আসন, তাদের ভালবাসা দিন, তাদের খুশি রাখুন।

সরকারের কেহ না কেন নিশ্চয় আমার এই লেখা পড়ছেন বলে মনে করি, বিষয়টা জরুরী। আমরা স্বৈরাচার তাড়িয়েছি একটা সুশাসন সুবিবেচনায় পরিচালিত দেশের জন্য। আমরা চাই সাধারন মানুষের মনে যেন আর ক্ষোভ না আসে যে, যাদের তাড়িয়েছি আমরা তাদের চেয়েও খারাপ সরকার পেয়েছি।

সত্য সত্যই, যে কাজ আগে করার তা আগেই করুন, সময় গেলে সাধন হবে না!

ব্লগে লিখিত, মালিবাগ, ১৪/১১/২০২৪ইং

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ২:২৮

সৈয়দ কুতুব বলেছেন: আপনার তবুও বিষয় টি নজরে এসেছে। একই সমস্যা কিন্তু আমাদের গার্মেন্টস সেক্টরেও ঘটছে।অস্থিরতা এবং হতাশা সব খানে।

২| ১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ৩:৩৬

নান্দাইলের ইউনুছ বলেছেন:
একটা বেশী দামের আন্দোলন। অথচ অরন্জন জিোরা্

৩| ১৪ ই নভেম্বর, ২০২৪ ভোর ৬:২৮

আহরণ বলেছেন: লুটপাট করতে যেয়ে কে কোথায় গনপিটুনি খেয়েছে, মরেছে............. এসবের এত হিসাব রেখে কী হবে, ভাইয়া?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.