নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

সমসাময়িক চিন্তা ও পাশের দেশের অবস্থা!

০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৩৩

পাশের দেশের মি শুভেন্দু বাবু যেভাবে চিন্তা করেন, তাতে তাদের দৈনত্যাই প্রকাশ পায়! অথচ বহু বছর আগেই তাদের জ্ঞানী ব্যক্তিরা আমাদের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। যাই হোক, এই সবকিছুই থেমে যাবে, আমাদের আপার একটা ফয়সালা হলেই! আপা যতদিন সেখানে থাকবেন ততদিন তারা ও আমরা ঝুলেই থাকবো। আপার ইচ্ছায় তারা আমাদের জন্য নুতন নুতন বিপদ নিয়ে হাজর হতে পারে! আপা তাদের যা যা দিয়েছেন, তা তারা ভুলে কি করে!


এদিকে মি মোদীজ্বির অবস্থাও বেশ নড়বড়ে, তিনিও আপার মত প্রায় ইনফরমেশন বাড়িয়ে দিয়ে, ভুয়া তথ্য দিয়ে তার দেশের জনগণকে লাফাতে বলছেন, অথচ বাস্তবতা ভিন্ন। প্রায় সব ফাইনাশিয়াল এক্সপার্ট একমত যে, দেশ দিন দিন ডুবছে, দেশের মানুষ দিনদিন গরীব হচ্ছে। আদানীপাদানীর মত ব্যক্তিদের ইনকাম বাদ দিলে জিডিপির হার/ইনকাম দরিদ্র দেশের মতই হয়ে পড়ে।


আমাদের আপার মত সেখানেও এখন রিজার্ভ দেখানো হচ্ছে ভুয়া, যা তাদের দেশের অনেকে বুঝে কিন্তু উল্লেখ করতে পারে না! আবার উল্লেখ যে, গত কয়েক মাসে প্রায় ৪০ লক্ষ মানুষ সেখানে মধ্যবিত্ত থেকে নিন্মবিত্তে নেমে পড়েছেন! অনেকে সঞ্চিত স্বর্ণ গচ্ছিত রেখে সংসার চালাচ্ছেন আশা নিয়ে যে, আবার ভাল দিন আসবে! সেখানেও দ্রব্যমুল্য দিনকে দিন বেড়েই চলছে, মানুষ হতাশ, যদিও ধর্মের আফিম টানা লোকেরা এই সব বুঝে না!


অনেকদিন ধরে নানান প্রতিবেদনে অনেকেই বলে আসছেন, দেখেও আসছিলাম, সত্য মিথ্যা বুঝাই যায়। তবে আজকে সাংবাদিক মি রাবিশ কুমার একদম হাটে হাড়ি ভেঙ্গে দিয়েছেন! মাথা ঠান্ডা করে মি রাবিশ কুমারের হিন্দিতে বলা প্রতিবেদন দেখুন (হিন্দি আমাদের না বুঝার কথা নয়, আমাদের আপা হিন্দি বলতেও পারতেন)।

যাই হোক, আমি মনে করি আমাদের উদ্বিগ্ন হবার কোন কারন নেই, আমাদের লেংটি খুলে নেয়ার চেষ্টা করলে তাদেরও নেংটি খুলে যাবে! আমাদের অবশ্য ঘুমিয়ে না থেকে জেগে উঠতে হবে, শিক্ষা চিকিৎসা কৃষি খাত সহ নানান দিকে আমাদের দেশকে এগিয়ে নিতে হবে। আমাদের চেষ্টা করতেই হবে যেন ওদের কাছে আমাদের যেতেও না হয়! আমরা যত ওদের কাছে যাব না, তত আমাদের ডলার রক্ষা পাবে, আমরা ধনী হব, কারন তাদের সব কিছুই তো আমাদের কাছে আসে ডলার বিনিময় মুল্য্‌ সেই পাচার থেকে ডলার রক্ষা পাবে!

আমি আবারো বলি, আমাদের ভয়ের কিছু নেই। আর বেশী ভয় পেলে বলি ইতিহাস পড়ুন, আমাদের পূর্বপুরুষের অনেক কিছুই আছে গর্ব করার, আমরা এই অঞ্চলের বীরের জাতি, আমাদের পরাজয় অসম্ভব!

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৪৪

জেনারেশন৭১ বলেছেন:



আপনি জানার ক্কথা, ভারতের উপগ্রহ যে চাঁদে অবতরণ করেছিলো, উহা কি ভুয়া?

০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৫২

সাহাদাত উদরাজী বলেছেন: আসছে আমাদের ধনবাবু!

২| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ১:০২

জেনারেশন৭১ বলেছেন:



আমরা কি ওদের পেছনে পড়ে থাকবো, নাকি চাঁদে কিছু একটা পাঠানো উচিত?

০৩ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:১০

সাহাদাত উদরাজী বলেছেন: আপনারেই আমাদের সবার আগে পাঠানো উচিত। সেই সোনাগাজী মার্কা কমেন্ট আর কত করবেন। প্রসাঙ্গিক আলোচনা থাকলে করুন।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:১৫

মেঠোপথ২৩ বলেছেন: দেশের স্বার্বভৌমত্ব রক্ষার্থে বর্তমান সরকারের নিরাপত্তা স্ট্র্যটেজি কি তা অন্তবর্তী সরকারের খোলাসা করা উচিত। বাস্তবতার নিরিখে দেখতে গেলে বর্তমান বিশ্বে মানবতার কোন স্থান নাই। যার প্রমান গাজা, ইয়েমেন , ইউক্রেন। মিথ্যা অজুহাতে বৃহৎ রাস্ট্র ,ক্ষুদ্র রাস্ট্রে আক্রমন করছে আর বিশ্ববাসী চুপ করে তা দেখছে এবং এটাই বর্তমানের বাস্তবতা। স্বৈরাচারী আওয়ামিলীগ সরকারের পতনের পর ইউএসএ কে যেভাবে বাংলাদেশের পাশে দেখা গিয়েছিল, সেভাবে আর এখন দেখা যাচ্ছে না। ট্রাম্প আসার পর পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। এই ভুরাজনৈ্তিক প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের তরফ থেকে আমরা আশ্বস্ত করা বক্তব্য শুনতে চাই।

পার্শ্ববর্তী দেশের সাথে খারাপ সম্পর্ক আমাদের দেশের জন্য অত্যন্ত বিপদজনক। তীব্র ভারত বিরোধিতা পরিহার করে আমাদের সরকারের উচিৎ ভারতের সাথে বৈঠকে বসে সমস্যা নিরসনের উদ্যোগ নেয়া।

০৩ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:১১

সাহাদাত উদরাজী বলেছেন: ্দেখা যাক কি হয়। বাংলাদেশ কখনো আগ বাড়িয়ে কিছু করে নাই।

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ রাত ১:৫৪

জিকোব্লগ বলেছেন:



একাত্তরের রাজাকার জেনারেশন৭১ , এরে না কয়েকদিন আগেই ব্লগটিম পশ্চাৎদেশে
লাথি দিয়ে বিদায় করলেন । এমনই বেহায়া এটা যে, বার বার লাথি খেতে ব্লগে আসে।

০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ রাত ১১:১৬

সাহাদাত উদরাজী বলেছেন: এই লোকটা বেহায়া কিসিমের, এর প্রাণ পড়ে থাকে ভারতে। বলার আর কিছু দেখি না।

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ রাত ২:৪২

কোমলমতিরপ্যাদানি বলেছেন: আসলে অই লোকটা মর্ষকামী। তার কাছে মন্তব্যের লাথি মারা খাওয়াটাই জীবনের আনন্দ।

তাই সে বারে বারে গেয়ে ওঠে -

আমার এই ঝাড়ুপেটাতেই আনন্দ,




০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ রাত ১১:১৭

সাহাদাত উদরাজী বলেছেন: কিছু বলার নাই একে, অহেতুক নিজকেই এখন ছোট মনে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.