নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

বিচার বিভাগের সম্পূর্ন স্বাধীনতা দরকার সাধারন মানুষের স্বাধীন জীবন যাপনের জন্যই।

০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ রাত ১২:১২

ভিয়েতনামের এই বিচার দেখে শুনে মনে হল দুনিয়াতে এখনো বিচার আছে! পুরা আপনারা পড়ে নিয়েন, সংক্ষেপে বলি, এই নারী ধনকুবের একটা ব্যাংক কব্জায় নিয়ে হাজার কোটি নানান নামে লোন বা চুরি করে নিয়ে বিশাল নানান ধরনের ব্যবসা গড়ে তুলেছিলেন, তিনি ভিয়েতনামের আবাসন ব্যবসার বিরাট অধিপতি এখনো!

কিন্তু তার এই অপরাধ আদালতে প্রমান হয় এবং নিন্ম আদালত তাকে ফাঁসির আদেশ শুনায়, আপলের পরেও আদালত তার মৃত্যুদন্ড বহাল রাখে। বুঝেন বিচারের সততা। কাউকে খুন না করেও ফাঁসির আদেশ! তিনি তার দেশের সাধারন জনগণের সঞ্চিত অর্থ হাতিয়ে ছিলেন মাত্র, তাও নিজের কব্জার ব্যাংক থেকে এবং যদিও তার কাছে যা হাতিয়েছেন তার চেয়ে বেশী সম্পদ এখনো আছে!

বিচার যদি ঠিক হত আমাদের দেশে তবে এস আলম সালমান থেকে কত শুয়োরজন্তুর মৃত্যুদন্ড হত ভেবে দেখেন, লোন নিয়ে ফেরত না দেয়া আবার নিজের নামে বিরাট বিরাট কারখানা খুলে ফেলা, বিদেশে টাকা পাচার! এদের মত লোকেরা যে পরিমান টাকা হাতিয়েছে লোনের নামে, চুরি করেছে, তাতে নিশ্চয় ডাবল ফাঁসি! আমাদের এই শুয়োরেরা কবে বিচারের মুখোমুখি হবে?

আজকে আমাদের ব্যাংক গুলোকে কারা গলা টিপে হত্যা এখনো আলীশান জীবন যাপন করছে, আমরা সব জানি, তাদের নামধাম সব, অথচ এদের কখনোই বিচার হবে না! আওয়ামী লীগের সরকার টাকা ছাপিয়ে এদের পাপ মোচন করেছে এবং এই সরকারও সেই পথেই যাচ্ছে বা গেছে, সামান্য বিচারের কাছেও এদের যেতে হচ্ছে না! আফসোস।

যাই হোক, আর এই সমস্ত মিথ্যা ডক্স চাপ দিয়ে ব্যাংকের লোন নিয়ে নিদিষ্ট সময়ে ফেরত না দিলে মধ্যপ্রাচ্য নিশ্চয় প্রকাশ্যে কল্লা কাঁটা হত! বিচার ব্যবস্থা পুরো স্বাধীন হলে মুলত দেশ এমনিতেই গতি পেয়ে যায়!

লুটেরাদের বুকে কাঁপন ধরাতে বিচারের কোন বিকল্প নেই! ভিয়েতনামের এই বিচারে সেই দেশের হাজার কোটি ধনী পুরুষ নারী সোজা হয়ে যাবে নিশ্চয়! খবরের লিঙ্ক এখানে, প্রথম আলো থেকে দেখা।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ রাত ১২:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমাদের বিচার ব্যবস্থার উপর গতকালই একটা পোস্ট লিখেছি, কোনো এক গ্রুপে শেয়ারও করছি। ব্লগে বা ফেইসবুকেও দেব কিনা ভাবছি।

আমাদের বিচার বিভাগ অতীতে কোনোদিন স্বাধীনভাবে কাজ করতে পারে নাই, এখনো না।

০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৭

সাহাদাত উদরাজী বলেছেন: এখন না লিখলে আর কখন লিখবেন, লেখা সর্বত্র প্রকাশ করুন, সবাই আপনার ধারনাও জানুক।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:২৭

খাঁজা বাবা বলেছেন: বাংলাদেশেও এমন দরকার

০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৮

সাহাদাত উদরাজী বলেছেন: শুরু থেকে এমন একটা বিচার ব্যবস্থা পেলে বাংলাদেশ অন্তত এশিয়ার সেরা দেশ হতেই পারত!

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৫৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমাদের দেশেও হাসিনার প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে টাকা পাচার করেছে হাসিনা সহ তাদের সবাইকে মৃত্যুদন্ড কার্যকর করতে পারলে দেশে আর কোন দিন পাচারকারী পয়দা হবেনা।

০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৯

সাহাদাত উদরাজী বলেছেন: আমাদের দেশের আইন যা আছে তা প্রয়োগ করা গেলেই হয়ে যেত! সর্বনাশা লীগের সময় এরা এতই বেপরোয়া হয়েছিল যে, এখন আরর বিচার করার সাহস কারোই নেই! আফসোস!

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৫৮

রাসেল বলেছেন: বিচার বিভাগের সম্পূর্ন স্বাধীনতা দরকার । সহমত। কিন্তু মানুষ যদি মানুষ না হয়, কোনো কাজ হবে না।

" বিচারপতি তোমার বিচার করবে কারা ???" সাধারণ মানুষের জিজ্ঞাসা

০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:০১

সাহাদাত উদরাজী বলেছেন: বিচারদের চরিত্রও ভাল হতে হবে, তারাও সকল লোভের উর্ধে উঠে বিচার করতে হবে। হ্যাঁ, বিচারহীনতার সুযোগে এখন প্রায় সবাই অমানুষ আমরা!

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:২১

রাজীব নুর বলেছেন: বাহ!!

০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:০৩

সাহাদাত উদরাজী বলেছেন: ঘটনা ১০০ ভাগ সত্য, যে কোণ দিন মৃত্যুদন্ড হয়ে যেতে পারে। তবে সম্পদ বিক্রি করে টাকা ফেরতের যে সুযোগ আছে, তার সুযোগ পাবেন কি না কে জানে! আসলে এমন কয়েকটা বিচার দরকার, পুরা দেশ ঠান্ডা হয়ে যেত!

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:০৮

শিশির খান ১৪ বলেছেন: ২৮ লক্ষ কোটি টাকা পাচার করছে পনেরো বছরে এই টাকা দিয়া কারখানা করলে দেশে কোনো বেকার থাকতো না। দারিদ্রতা হয়তো ইতিহাসের সর্ব নিম্ন পর্যায়ে চলে যেত। ইউনুস সরকার যতো দিন আছে হয়তো জোড়া তালি দিয়ে চালিয়ে নিবে নির্বাচনের পর রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে আই এম এফ ,ওয়ার্ল্ড ব্যাংক ,এডিবি সবাই পোলটি মারবে। তখন এরা দেশ চালাবে কেমনে আমি তো বি এন পি তে অর্থমন্ত্রী হওয়ার মতো যোগ্য কাউকে দেখি না। এগুলা নিয়ে বেশি ভাবা দরকার এরা ভারতকে কেমনে কতটুকু খুশি করবে তা প্রমানে ব্যাস্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.