![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।
স্থানীয় নির্বাচন নাকি জাতীয় নির্বাচন আগে? এই নিয়ে এখন বিতর্ক দেখা যাচ্ছে, যেহেতু কোথায়ও নির্বাচিত কেহ নাই, ফলে এই বিতর্ক স্বাভাবিক। আমি নিজেও এই নিয়ে কিছু সময় চিন্তা করেছি, কোন নির্বাচন আগে হলে দেশ তথা জাতির মঙ্গল হয়! সমাধানে পৌছানো খুব একটা সহজ নয়। তবে স্থানীয় নির্বাচন একদম পরিস্কার হতেই হবে এবং এতে কোন দলের মার্কা থাকতে পারবে না, রাজনৈতিক দল গুলো এতে হাত দিতে পারবে না, এলাকার যোগ্য লোকে নির্বাচিত হবে এমন পরিবেশ দরকার।
যাই হোক, এখন আমাদের দেশের বর্তমান দুই প্রধান দলের ভিউ দেখলাম, তাতে বিএনপি কিছুতেই স্থানীয় নির্বাচন আগে চায় না, অবশ্য তাদের বুঝতেও খুব কষ্ট নয়, আগে জাতীয় নির্বাচন হলে পরে স্থানীয় নির্বাচনে তারা প্রভাব ফেলতে পারবে, ফলে পুরা সমাজ ব্যবস্থা তাদের পক্ষ হয়েই কাজ করবে। আর জামাত চায় আগে স্থানীয় নির্বাচন, এদেরও বুঝতে কষ্টকর নয়, স্থানীয় নির্বাচন আগে হলে তারা সাধারন মানুষের থেকে কিছু কিছু জায়গাতে নির্বাচিত হতে পারবে, পরে জাতীয় নির্বাচনে কিছু আসন পাবে!
দেশের অন্য প্রায় সকল দল এখন অকেজো, তেলের বাটি ধরা দল গুলো লীগের সাথে পচে গন্ধ ছড়াচ্ছে, তাদের মতামতের এখন কোন মুল্য নেই!
বর্তমান সরকারকে একটা সার্ভে করা উচিত, সাধারন মানুষ কোন নির্বাচন আগে চায় বা কোন নির্বাচন আগে হলে দেশের জন্য মঙ্গল। কিংবা উন্মুক্ত লাইভ বিতর্কে অনেকেই আনা যেতে পারে, ডাক্তার করিবাজ রাজনীতিবিদ সহ গ্রামের সাধারন মানুষকেও এই তর্কে আনা যায়, আমরা সবাই প্রকাশ্য তাদের যুক্তি শুনবো এবং ভেবে দেখবো, কোন নির্বাচন আগে হলে আমাদের সবার ভাল হয়!
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ২:৫২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আহরণ বলেছেন: কোন নির্বাচন দরকার নেই। বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হোক। ভাইয়া?
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৬:০৮
কু-ক-রা বলেছেন: উহা (আহরণ) একজন ফ্যাসিস্ট।
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৬:৩৩
সৈয়দ কুতুব বলেছেন: কোন নির্বাচন বর্তমানে এই সরকারের পক্ষে আয়োজন সম্ভব নয়। মানুষ মনে ভয় নিয়ে ভোট দিতে যাবে না।
৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৭:১৬
কামাল১৮ বলেছেন: এই সরকারের অধীনে কোন নির্বাচনই হবে না।প্রয়োজন এই সরকারকে তাড়ানো।সেই ব্যবস্থা হচ্ছে।
৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৮:২৪
অপু তানভীর বলেছেন: স্থানীয় নির্বাচন আগে হইলে সমস্যা কী আমি তো বুঝতে পারলাম না। মানুষ ভোট দিবে, যে বেশি ভোট পাবে সে জয়ী ! কোন টা আগে কোন পরে এতে কী যায় আসে !
বিএনপির স্থানীয় নির্বাচন আগে না চাওয়ার তো একটাই কারণ। জাতীয় নির্বাচনে ক্ষমতায় গিয়ে তারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করে স্থানীয়তা জিতবে । এছাড়া কি আর কোন কারণ আছে?
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:৩৪
আহরণ বলেছেন: কোন নির্বাচন দরকার নেই। বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হোক। ভাইয়া?