নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষণ

সাব্বির আহমেদ ভাষন

একটু বেশি ভাবি।স্বপ্ন দেখতে ভালবাসি আর ভালবাসি গান শুনতে।পড়াশোনা যা হয়েছে হয়তো বা অনেক, বাকিটা চেষ্টা চলছে।ভালবাসি নিজেকে,ভালবাসি বই পড়তে।এই আমি এই আমার পৃথিবী.........

সাব্বির আহমেদ ভাষন › বিস্তারিত পোস্টঃ

মুছে ফেলা অতীতের ভালোবাসা............।।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩১

--কি রে কেমন আসিস ??
-- অবাক হয়ে দেখে, মিষ্টি একটা মেয়ে তার পিছনে দাঁড়িয়ে আছে।কিন্তু তাকে চিনতে একটু ও দেরি হয় না তার।
আমতা আমতা করে, ভা ভা ভালো ! তুই???
নিলয় ভাবতেই পারে নি সেই মৌ এর সাথে তার আবার ও দেখা হয়ে যাবে ............।
-নিলয় মনের অজান্তেই হারিয়ে যায় সেই কলেজের দিন গুলোতে।ছোট্র একটা থানা শহর থেকে সে সবে ঢাকাতে এসেছে ।ঢাকার কিছুই তার জানাশুনা নেই, তার পর আবার উঠেছে অচেনা এক মেছে।নতুন জায়গা, নতুন কলেজ আর নতুন পড়াশুনা নিলয় কে মারাত্বক পিড়া দিচ্ছিলো।আব্বু আম্মু কে প্রতি মুহূর্ত নিলয় মিস করত।কত যে মাঝ রাতে সে একা একা কেদেছে হয়ত সে নিজে ও জানে না।
বোরিং কলেজ লাইফ আর মেছ লাইফ নিয়েই তার কেটে যাচ্ছিল দিন গুলি।একদিন কলেজ থেকে বাসায় এসে নিলয় তার ফোনে কয়েকটি মিস কল দেখে।একটা অপরিচিত নাম্বার হওয়ার ফলে সে আর কল ব্যাক করে নি।রাতের বেলা আবার সেই নাম্বার থেকে ফোন আসে...।
--হ্যালো, কে বলছেন ?
--বল তো কে আমি?
একটা মেয়ে কণ্ঠ।ফলে নিলয় চিনতে পারে না।কারন , স্কুল লাইফে তার কোনো মেয়ে বান্ধবী ছিল না।
--কে আপনি আমি চিনতে পারছি না??
--হ্যা, এখন চিনতে পারবি কেমন করে , এখন তো তুই অনেক বড় লোক হয়ে গেছিস!
-সিরিয়াসলি, আমি আপনাকে চিনতে পারছি না?
- আমি মৌ । এখন চিনতে পারসিস। আমরা একসাথে প্রাইমারি তে পড়তাম।যদি ও একটা বছরই তোর সাথে পড়েছি।
-ওহহহহ, আচ্ছা তুই।কি খবর তোর ?? অনেক দিন পর কথা মে বি ৬ বছর হবে।ঠিক না?
-হুমমম।
-এভাবেই নিলয় এবং মৌ এর কথা কিছু ক্ষন চললো।নিলয় প্রতিদিন কলেজ থেকে এসে মৌ এর কথা বলতো আজ কি কি করলো কলেজে আর ঠিক মৌ ও একই কাজ করতো।দিন যেতে থাকে তারা আরো ক্লোজ হতে থাকে।হাসি -কথাতে কলেজ লাইফের প্রথম বছর কেটে যায়।নিলয় বুঝতে পারে সে অনেকটা নির্ভরশীল হয়ে পড়েছে মৌ এর উপর।সব-সময় সে শুধু তাকে ই ভাবে।কিছুই ভালো লাগে না মৌ কে ছাড়া।
-নিলয় বুঝতে পারে না এইটা কি প্রেম নাকি অন্য কিছু। সে কি তাকে বলে দিবে যে, অনেক ভালোবাসে সে তাকে।আবার ভয় হয় যদি তাদের এই সম্পর্ক টা নষ্ট হয়ে যায়।
নিলয় মাঝে মাঝে ই মৌ কে বলত," আমি না তোকে কিছু বলতে চাই??"
মৌ বলত, হ্যা বল তাহলে।নিলয় আমতা আমতা করে বলত ,থাক পরে বলবো।
--একদিন নিলয় মৌ এর ফোন অনেক ক্ষন ধরে বিজি পায়।তার অনেক খারাপ লাগে?কেন মৌ এর ফোন বিজি থাকবে?? এক ঘণ্টা কেটে যায় কিন্তু মৌ এর কোনো ফোন ব্যাক নেই??
নিলয় আবার চেষ্টা করে এবং দেখে আবার ও বিজি।প্রায় দুই ঘন্টা করে মৌ এর সাথে তার কথা হয়।
--কি রে তুই এত ক্ষন কার সাথে কথা বললি?
--দীপ্ত এর সাথে??
--দীপ্ত টা কে??
-- ওহ আচ্ছা তোকে বলা হয় নি দীপ্ত আমার বি এফ।
---কবে থেকে ??
--প্রায় দুই বছর ?
নিলয় জানবে কি করে , সে তো কখনোই তার কাছে এসব কিছু নিয়ে কথা বলে নি।নিলয় এর কাছে আজ সব কিছু কেমন জানি লাগছে।প্রায় একটা বছর ধরে একটা মেয়ের সাথে কথা বলছে সে কিন্তু তার মৌ এর আসল বিষয় টা অজানা।নিলয় ভাবে, " সে কেমন করে বলবে মৌ আমি যে তোকে অনেক ভালোবেসে ফেলছি এই একটা বছরে।কেন তুই আমাকে আজ এইটা জানালি? কেন ই বা তুই আসলি এই ক্ষনিক সময়ের জন্য।
--তুই কিছু বলবি নিলয়??তোর না আমাকে কিছু বলার আছে??
-- না না।কিছু না।ভালো লাগছে না পরে কথা বলি।
নিলয় ফোন টা রেখে অনেক ক্ষন কাদে এবং ফোন থেকে সিম বের করে ফেলে দেয়।মনে মনে প্রতিজ্ঞা করে আর কখনোই তাকে ফোন করবে না।তার সাথে কোনো যোগাযোগ রাখবে না।
--সময় চলে যায় নিলয় নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে ।পরিক্ষা, ভার্সিটি তে ভর্তি এবং এই ভাবে ই সময় চলে যাচ্ছিল।ফলে, মৌ কে সে কিছুটা হলে ও ভুলতে পারছিল কিন্তু মনের ক্ষত কি এত সহজে যায়।ভার্সিটি জীবনের শেষ দিন গুলোতে নিলয় এসে পৌছেছে।
এবং তখন ই মৌ এর সাথে দেখা??
--নিলয় ভাবনার জগত থেকে ফিরে আসে।মৌ তাকে বলে.........
--নিলয় তুই কেন এমন করলি?? কেন যোগাযোগ করলি না?আমি কতো চেষ্টা করেছি তোর সাথে যোগাযোগ করতে।তোর সাথে কথা শেয়ার করা ছাড়া অনেক খারাপ লাগত।
-থাক সে কথা।তোর দীপ্ত এর কি খবর??
- মুচকি হেসে। দীপ্ত? সে তো কবেই চলে গেছে?? কম বয়সের প্রেম আসলে যা হয় আর কি!
তোর কি খবর? জি এফ আসে??
-না রে। সেই সৌভাগ্য আর হলো কই?
--কাউকে ভালোবাসিস??
--হুম, বাসতাম এবং ভালোবেসে যাবো।
--তা কে শুনি??
---থাক পরে বললো......??
--আজ কে ও সেই পরে?
----হুম, কিছু ভালোবাসা আছে যা কখনোই বলা লাগে না ।মাঝে মাঝে বুঝে নিতে হয়......।ফিল করতে হয়।তুই ও বুঝে নে.........।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.