নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষণ

সাব্বির আহমেদ ভাষন

একটু বেশি ভাবি।স্বপ্ন দেখতে ভালবাসি আর ভালবাসি গান শুনতে।পড়াশোনা যা হয়েছে হয়তো বা অনেক, বাকিটা চেষ্টা চলছে।ভালবাসি নিজেকে,ভালবাসি বই পড়তে।এই আমি এই আমার পৃথিবী.........

সাব্বির আহমেদ ভাষন › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষার প্রহর

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৫

আজ ১৪ ই ফ্রেব্রুয়ারি।কারো কাছে আজকের দিনটা অনেক গুরুত্বপূর্ন আবার কারো কাছে সাধারন দুই একটা দিনের মতই।ঠিক তেমনি রিয়ার কাছে আজকের দিনটা অনেক গুরুত্বপূর্ন।সালমান এত অল্প দিনে তার মনে জায়গা করে নিবে সে স্বপ্নে ও ভাবতে পারে নি।এইত সে দিন সালমান রিয়া কে ফেসবুকে নক করেছিলো।আর রিয়া তার মেসেজ টা না দেখে রেখে দিয়েছিল।সালমান ভেবেছিল, রিয়া যেহেতু সেলিব্রেটি তাই তাকে ইগনোর করছে।
কিছুদিন পরে আবার সালমান রিয়া কে নক করে......।
--হাই
--হ্যালো
--আ'ম সরি।
--ফর হোয়াট?
--এই যে আপনাকে ডিস্টার্ব করলাম।
--হা হা হা। তা কিন্তু নয়।
--আপনার হাসি অনেক সুন্দর।
--আপনি দেখলেন কেমন করে??
--এই যে হাসি দিলেন।(হাসির ইমো)
--আপনি তো দেখি মহা জ্যোতিষ।
রিয়া অনেক ব্যস্ত একটা মেয়ে।ক্লাস করা আর সপ্তাহের দুইটা দিন ফটো শুট করতে করতে ই তার দিন কেটে যেত।সালমান রিয়াকে খুবই কম ফেসবুকে নক করত।হয়ত ভাবত রিয়া অনেক বিজি একটা মেয়ে, তাকে যখন তখন ডিস্টার্ব করা ভালো দেখায় না।কিন্তু রিয়া ঠিক ই সালমান এর সাথে শত ব্যস্ততা শেষে সারাটা রাত চ্যাট করত।আস্তে আস্তে এই চ্যাট করা ফোনে পরিনত হয়।রিয়া তন্ময় হয়ে সালমানের কথা গুলো শুনত আর ভাবত এত সুন্দর করে মানুষ কেমন করে কথা বলে।সালমান সুন্দর কবিতা লিখতে পারত।সালমান সব সময় চাইত, রিয়া আগে তার কবিতা শুনুক।
--কি করো।
--বসে আছি।
--কবিতা শুনবা।
--হুম শুনবো বাট সেটা অবশ্যই আমাকে নিয়ে লিখা হতে হবে।
--অবশ্যই আমি তো শুধু তোমার জন্যই কবিতা লিখি।
-- "শীতের সকালের মিষ্টি রোদ তুমি
তুমি কম্বল কাথা।
ভালোবাসি কত তোমায়
দিও নাকো ব্যাথা
যতই তুমি যেতে চাচ্ছ আমায় ছেড়ে পর
পিছু তোমায় ছাড়ছি না আমি
হব তোমার বর। grin emoticon
---আল্লাহ!সত্যি? তুমি আমাকে নিয়ে এইটা লিখছো।
--হুমম।ভালো লাগছে?
--অনেক ভালো লাগছে।
রিয়া এখন শুধু ই সালমান কে নিয়ে ভাবে।সালমান কি পছন্দ করে।সে সারাদিন তার বন্ধু দের কে শুধু সালমানের কথা বলে।আচ্ছা, দোস্ত সালমানের জন্য কোন টাইপের টি শার্ট কিনবো, কি গিফট দিব, সালমান কি সত্যি আমাকে লাইক করে।বিভিন্ন রকম প্রশ্ন করে সারা দিন তাদের জ্বালিয়ে রাখত।সালমান ও ঠিক একই ভাবে রিয়া কে ভালোবাসত কিন্তু কখনোই মুখে বলত না।রিয়া ঠিক ই বুঝে নিয়েছিল কিন্তু রিয়া চাইত সালমান আগে তাকে প্রপোজ করবে।তাকে বলবে তার মনের কথা।
১৪ ই ফ্রেব্রুয়ারি ২০১৬, রিয়া ক্লাস শেষে ভার্সিটি থেকে বের হচ্ছে বন্ধুদের সাথে।আচমকা একটা ছেলে কে দেখে সে হতভাগ হয়ে যায়।এ কি সালমান! এখানে কি ভাবে!
--সালমান ,তুমি এখানে?
--সারপ্রাইজ।শুধু তোমার জন্যই সে রাজশাহী থেকে এসেছি।কিছু কথা ছিল।
--বিচলিত মনে।বলো......।
--উইল বি মাই ভ্যালেন্টাইন?
কথাটি শুনে রিয়ার চোখে জল চলে আসলো। এ জল যেন অনেক দিনের লুকিয়ে থাকা অপেক্ষার বর্হিঃপ্রকাশ ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.