নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষণ

সাব্বির আহমেদ ভাষন

একটু বেশি ভাবি।স্বপ্ন দেখতে ভালবাসি আর ভালবাসি গান শুনতে।পড়াশোনা যা হয়েছে হয়তো বা অনেক, বাকিটা চেষ্টা চলছে।ভালবাসি নিজেকে,ভালবাসি বই পড়তে।এই আমি এই আমার পৃথিবী.........

সাব্বির আহমেদ ভাষন › বিস্তারিত পোস্টঃ

আমাদের একজন সালমান শাহ ছিলেন!

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪৬

আজ মহানায়ক সালমান শাহ এর প্রয়াণ দিবস।

উনাকে ভাগ্যবান বলবো! উনি আমাদের মাঝে ফিল্মের এত বাজে সময়ে ছিলেন না। যেভাবে এফডিসি এর অধঃপতন হয়েছে তাতে সালমান শাহ বেচে থাকলে উনাকে ও ট্রলের মুখোমুখি দাড় করানো হত, ভাড় বানানো হত, অপমান অবদস্ত করা হত। ফারুক, আলমগীর, রাজ্জাক কাউকে তো ছাড় দেয়া হয় নি?

এই এফডিসি তে একজন সালমান শাহ ছিলেন এটা ভেবে ই অবাক হই! যদি ও এই এফডিসি ও তাকে ছাড় দেয় নি, তাকে ও ব্যান করা হয়েছিল। এই সংগঠন, ঐ সংগঠন সালমান শাহ কে নিষিদ্ধ করেছিল এফডিসি তে!!

মহানায়ক এক দিকে বউয়ের জন্য মরেছে, অন্যদিকে এই ব্যান নামক খেলায় মানষিক অশান্তি তে ভুগেছে।

কিছু পরিচালক, প্রযোজক সালমান শাহ পিছনে প্রচন্ড ভাবে লেগেছিল৷ উনারা চাইতেন সালমান কে সাইন করাতে কিন্তু সালমান গল্প না পড়ে মুভি করবেন না বলে দেয়া তে অনেকে ক্ষুব্ধ হয়ে সালমান কে বিভিন্ন সংগঠন দ্বারা ব্যান করান।

সালমান বেচে থাকা অবস্থায়, এদেশের মুভি আর ইন্ডিয়ার মুভি সম মানের ছিল। সালমানের মৃত্যুর পর এদেশের সিনেমা হাজার গুন পিছিয়ে গিয়েছে। একটা নায়ক ও সেভাবে ফন্টলাইনে আসে নি। সিনেমা শিল্প প্রায় ধ্বংসের কাছাকাছি। সিনেমা হল বন্ধ হতে হতে আজ ১০০ এর কাছাকাছি এসে পৌছিয়েছে।

ও দিকে সালমান শাহ উপরে বসে তার সোনার স্বপ্ন ঘেরা সিংহাসনের পতন দেখে অপসোস করছেন।

হে মহানায়ক,
বাংলা সিনেমাপ্রেমীরা আপনাকে কোনো দিন ভুলবে না। আপনার নাম থাকবে তাদের হৃদয়ে লিখা। ❤

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫৫

রাজীব নুর বলেছেন: এই মহা নায়ককে আমার কোনো কালেই ভালো লাগে নি। তবে তার এইভাবে মৃত্যু টা আমাকে কষ্ট দিয়েছে।

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৩৩

সাব্বির আহমেদ ভাষন বলেছেন: পছন্দ অপছন্দ থাকতেই পারে। তবে সালমান শাহ এর মৃত্যু আমাদের ফিল্ম ইন্ড্রাষ্টি কে অনেক পিছিয়ে নিয়ে গেছে।

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:০৯

অনল চৌধুরী বলেছেন: মহানায়ক কাকে বলে, সেটা আপনি জানেন?
কেয়ামত থেকে কেয়ামত বা পরে তার এমন একটা ছবিও নাই, যেটা হিন্দি ছবির হুবহু নকল বা বাংলা ছবির পুণ:নির্মাণ না।
তার নামটাও সালমান খানের নকল তবে তখনও দেশে নায়কদের নামের সাথে ভূয়া খান শব্দ যুক্ত করা চালু হয়নি !!!!
তার অভিনীত একটা ছবির নাম বলেন, যেটা দেশের মানুষ এক নামে জানে।
সে বেচে থাকলে মাসুদ রানার মতো তামিল-তেলেগু ছবির নকল করতো।
তবে সত্য হচ্ছে তার অভিনয়, মারামারি, নাচ-সবকিছু ছিলো ভালো। নকল না করে সে নিজে ভালো কিছু ছবিতে অভিনয় করলে অমর হয়ে খাকতো।

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩৯

রাজীব নুর বলেছেন: সাব্বির আহমেদ ভাষন বলেছেন: পছন্দ অপছন্দ থাকতেই পারে। তবে সালমান শাহ এর মৃত্যু আমাদের ফিল্ম ইন্ড্রাষ্টি কে অনেক পিছিয়ে নিয়ে গেছে।


এটা হাস্যকর কথা। ভুল কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.