![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
#ফ্যাক্ট_১: রাত আড়াইটা বাজে। ছেলেটা মেয়েকে বলল
:তোমার বাসার সামনে এখন গেলে তোমায় দেখার চান্স কতটুকু?
:ধুর্ররররর! কি বল?
:না!আমি তোমারে দেখব,দেখতে চাই। আসবা বারান্দায়? আসি? রওনা দেই।
:আরে নাহ। এখন আসলে আমায় দেখতে পারবে না।তালা মারা।থাউক।
#ফ্যাক্ট_২: রাত সাড়ে তিনটা বাজে। মেয়েটা ছেলেটাকে বলল
:চলি বিয়ে করি!
:এত রাতে কাজী পামু কই?
:আরে ধুর্ররররর! এত রাতে না;সকালেই চল বিয়ে করি।
:ও আচ্ছা!তাই বল। আচ্ছা
--------------------
নেহার চোখের কোনে চিক চিক করে ডিম লাইটের আলোয়। কথা চলতেই থাকে মেয়েটার চোখের জল গড়াইতে থাকে। উহু, সে হাসছে। এ তার আনন্দ অশ্রু।
#অফটপিক মৃন্ময় বার বার যখন নেহার নাম ধরে ডাকে তখন ততো বার বার নেহা মৃন্ময় এর প্রেমে পড়ে। বার বার.......
©উর্বি
সময়কালঃ ২৬ শে এপ্রিল২০১৫
২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০৬
উর্বি বলেছেন: প্রীত হইলাম
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৬
আমিনুর রহমান বলেছেন:

এমন কত পাগলামী একজীবনে করেছি। এখন সেগুলো আমার সুখ স্মৃতি, একা থাকার সময় মনে করি আর সুখ পাই