![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
#সেই_মুহূর্তগুলো
-
#এক। যখন আপনি চাইছেন আপনার সামনে বসা মানুষটার মাথা বরাবর রিভালবারটা ঠেকিয়ে পুরো ম্যাগজিন খালি করে দিতে-
কিন্তু সেই সময়ে আপনাকে আপনাকে তার সাথে পায়ের উপরে পা তুলে দুলে দুলে হেসে হেসে কথা বলতে হচ্ছে আর বলতে হচ্ছে "আরেহ! ব্যাপার না...ব্যাপার না!......"
-
#দুই। যখন আপনি তাকে নাস্তা এগিয়ে দিতে যাচ্ছেন "নেন না!প্লিজ। কিছুই তো খেলেন না! একদম শুকনা মুখে চলে যাবেন এটা কিছুতেই হতে পারে না" কিন্তু মনে মনে ভাবছেন "ডাইনি রে!আজকে যদি একটুও সায়ানাইড থাকত ,তাইলে ফরজ কাজটা সারতাম"
-
#তিন। যখন তার গলায় ঝোলানো সেই লকেট সে দেখায় যার যোগ্য দাবিদার আপনি ছিলেন,যার জন্য জীবনের মায়াও ত্যাগ করেছিলেন,ঝাপিয়ে পড়েছিলেন বিপদে; মন থেকে ভালবেসে পড়ার অধিকার শুধুই আপনার ছিল কিন্তু তা অন্যায় ভাবে কেড়ে নিয়েছে দাতা। লকেট পরিহিতার কুটনামি আপনার জীবন ছাড়খাড় করে দিসে।
তখন আপনি হাতে নিয়ে বলেন "ওয়াও খুব সুন্দর তো;খুব মানিয়েছে তোমায়" কিন্তু ভাবতে থাকেন যদি কোনভাবে জালিমটার গলা/টুটি টা চেপে ধরা যেত।
এগুলো খুব ক্রিটিকাল মুহূর্ত ।কেন জানি না আল্লাহ আমাকে এই মুহূর্ত গুলো শান্ত করে রাখেন- মাথা একদম ঠান্ডা করে দেন কেমনে জানি না!
তবে এটা জানি-
ভাল মানুষীর দিন শেষ!!!
©somewhere in net ltd.