![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তো নেই
নেই কোন আধারে
নেই কোন অস্তিত্বে
নেই কোন আলোয়
আমি তো নেই
নেই কোন পাহাড়ে
নেই কোন মেঘমালায়
নেই কোন রবির কিরণে
আমি তো নেই
নেই কোন ভৈরবীতে
নেই কোন এসরাজে
নেই কোন কাব্যে
আমি তো নেই
নেই কোন বালুকাবেলায়
নেই কোন গহিন অরন্যে
নেই কোন পথচারীর পথে
আমি তো নেই
শুধু রয়ে গেছে
আমার চেতনার বহমানতা
আমি তো নেই
আমি নেই।
© চৌধুরী সাদিয়া ফাহমিদা (উর্বি)
১০ ই মে, ২০১৫ রাত ৯:১৪
উর্বি বলেছেন: সুকরিয়া
২| ১০ ই মে, ২০১৫ রাত ৯:৫৭
শার্লক_ বলেছেন: কেঁচো ভক্ষন করে কবি হয়ে গেলেন। আমি তো তেলাপোকা ভক্ষন করে কিছুই হতে পারলুম না।
১১ ই মে, ২০১৫ ভোর ৬:৫৩
উর্বি বলেছেন: বলেন কি! আপনি তো লেখক হইয়া গেসেন
৩| ১২ ই মে, ২০১৫ রাত ১০:২৪
শার্লক_ বলেছেন: লেখক তো আপনে, এই যে দেখেন....
লেখক বলেছেন:বলেন কি! আপনি তো লেখক হইয়া গেসেন
১৩ ই মে, ২০১৫ ভোর ৫:০৩
উর্বি বলেছেন: হাহাহাহা
©somewhere in net ltd.
১|
১০ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:২৮
যাযাবর জিয়া বলেছেন: চমৎকার লিখেছেন কবি। খুব ভালো লাগলো কবি।