![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অত:পর
ছেলেটা মেয়েটিকে হঠাত বলল " একদম নড়বে না"
মেয়েটি ছটফট করে উঠে বলল " আচ্ছা, চুল গুলো সড়িয়ে নেই। মুখের সামনে উড়ছে"
ছেলেটা বলল "না!যেমন আছ তেমনই থাক,চুল গুল সরানোর দরকার নেই। একদম নড়বে না"
মেয়েটি বলল "নাকে সুড়সুড়ি দেয় তো"
ছেলেটা বলল" লাগুক সুড়সুড়ি।বলছি নড়বা না,মানে নড়বে না"
তারপর নেহার মাথার এলোচুল গুল বসন্তের হাওয়ায় দোল খেতে লাগল।
নিলয় ও অপলক মুগ্ধ নয়নে চেয়ে আছে মেয়েটির দিকে, মেয়েটি আর একবারো নড়ে নাই। কিন্তু কেন জানি তার চোখের কোনে চিক চিক করে উঠলো আয়নার মত।
মনে হয় স্রষ্টা কোথাও প্রসন্ন হাসি দিলেন......
২২ শে মে, ২০১৫ রাত ৯:৩৮
উর্বি বলেছেন: ধন্যবাদ! ভীষন এলোমেলো মানুষ।। গুছিয়ে লেখতে জানি না!
২| ২২ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:১৩
আলী আকবার লিটন বলেছেন: লেখার শুরুর কয়েকটা লাইন দেখে প্রথমত ভয়ই পেয়েছিলাম । যাক তেমন কিছু না। ভালই ভালই শেষ হয়েছে
২২ শে মে, ২০১৫ রাত ৯:৩৯
উর্বি বলেছেন: হায় হায়.. হিহিহিহিহীহিহিহি
৩| ২২ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৪৭
অপু নীল বলেছেন: সর্বনাশ !
২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৪
উর্বি বলেছেন: ?????
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০১৫ রাত ৮:৩২
শতদ্রু একটি নদী... বলেছেন:
সুন্দর হইছে কিন্তু, মুক্তগদ্যের মতো।