![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথিক!
পথ ভুলে এসেছ?
জান না কি এটা মৃত্যুর দুয়ার?
আমি? তার অতন্দ্র প্রহরী।
ভুলোনা এই আলোকে-
কোন শিউলি ফুল নই,
অনাহুত রক্ত করবী
অরুনের মিষ্টি আলো বলছ?
নাহ! অযাচিত প্রলয়ঙ্কারী পবন।
সৌরজগতের অধিশ্বরী?
তাও হল না!
বলতে পার বিনাশী মহাকালের কৃষ্ণ গহবর।
শান্তির পায়রা?
সেতো মহা ভুল বললে,
আসলে ধ্বংসের প্রলয়ংকারী নৃত্য।
কে আমি? চিনতে চেয়ো না পথিক-
তবে যে খুজে পাবে বিষাক্ত অমৃত।
ফিরে যাও পথিক-
পথ খুজে নাও।
নইলে বিষাক্ত ছোবলে ছোবলে মহাপাপী হবে-
এখানে পুন্য বিক্ষুব্ধ পাপীষ্ঠার বসবাস।
আত্মার রক্ত লেহনে
যার তৃষ্ণা হয় নিবারিত।
পথ খুজে নাও-
ফিরে যাও।
সময়কালঃ December 5, 2013
©উর্বি
১৮ ই মে, ২০১৫ রাত ৩:৪৯
উর্বি বলেছেন: কি জানি! কবি তো ভুল কিছু তেমন বলে যান নাই! এটাও হয়তো ঠিক
২| ১৭ ই মে, ২০১৫ রাত ১০:০৪
অঅস্বাভাবিক এক মানুষ আমি বলেছেন: কে আমি?চিনতে চেয়ো না পথিক-
তবে যে খুজে পাবে বুষাক্ত অমৃত।
ভাল লাগা জানবেন
চমৎকার লেখেছেন।
১৮ ই মে, ২০১৫ রাত ৩:৪৯
উর্বি বলেছেন: ধন্যবাদ
৩| ১৭ ই মে, ২০১৫ রাত ১০:৫০
লীন প্রহেলিকা বলেছেন: সহজ সাবলীল উপস্থাপনা, ভালো লেগেছে বেশ।
অরুনের কি অরুণের হবে? অরুন শব্দের অর্থ কি?
খুজে -- খুঁজে
শুভকামনা ভালো থাকবেন খুব।
১৮ ই মে, ২০১৫ রাত ৩:৫০
উর্বি বলেছেন: ওহো। টাইপিং মিস্টেক। ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৫ রাত ৯:২৬
ভ্রমরের ডানা বলেছেন: আহা! কি সুন্দর কবিতা। কিন্তু বড্ড ভয় ও পেলুম
কিন্তু আমরা ভুলে যাই কবি যা বলে গিয়েছেন। কবি বলেছেন
মেঘ দেখে তুই করিস নে ভয়
আড়ালে তার সূর্য হাসে
প্রশ্ন হল কবি কি ভুল বলেছেন ??
কবি ভুল না বললে পড়ে কিছু বলব।